ঢাকা সোমবার, ২০ অক্টোবর, ২০২৫

টিআর, কাবিখা ও কাবিটা প্রকল্পে উন্নয়নের নবজাগরণ ফুলছড়িতে


মজিবর রহমান, নাগেশ্বরী photo মজিবর রহমান, নাগেশ্বরী
প্রকাশিত: ২০-৮-২০২৫ দুপুর ৪:১৪

একসময় বন্যা এবং নদীভাঙনে জর্জরিত জনপদ হিসেবে পরিচিত ছিল গাইবান্ধার ফুলছড়ি উপজেলা। এখানকার মানুষের জীবনের অংশ হয়ে গিয়েছিল নদীভাঙন, বর্ষায় কাদামাখা রাস্তাঘাট আর নিত্যদিনের দুর্ভোগ। কিন্তু সরকারের টিআর (টেস্ট রিলিফ), কাবিখা (কাজের বিনিময়ে খাদ্য) এবং কাবিটা (কাজের বিনিময়ে টাকা) প্রকল্পের সুফল এখন উপজেলার প্রত্যন্ত গ্রামগুলোতে পৌঁছে গেছে। এই ধারাবাহিক অবকাঠামো উন্নয়নে নতুন সম্ভাবনা জেগে উঠেছে এবং মানুষের জীবনযাত্রার পরিবর্তন হচ্ছে।

চলতি অর্থবছরে ফুলছড়ির সাতটি ইউনিয়নে দুই শতাধিক প্রকল্প বাস্তবায়িত হয়েছে। এর মাধ্যমে রাস্তাঘাট সংস্কার করা হয়েছে, ব্রিজ-কালভার্ট নির্মাণ করা হয়েছে, শিক্ষাপ্রতিষ্ঠান ও ধর্মীয় উপাসনালয়ের সংস্কার হয়েছে, এমনকি কবরস্থানেও উন্নয়নের ছোঁয়া লেগেছে। সরেজমিনে দেখা যায়, গজারিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডে বড় ব্রিজ থেকে আদর্শগ্রাম পর্যন্ত দীর্ঘদিনের কাদামাটির রাস্তা প্রায় ৩ লক্ষ ৬০ হাজার টাকা ব্যয়ে সংস্কার করে নতুন রূপ পেয়েছে। এই প্রকল্পের সভাপতি জিহাদুর রহমান মওলা বলেন, "আগে বর্ষায় হাঁটু সমান পানি জমতো। এখন সেই দুর্ভোগ নেই, মানুষ স্বাচ্ছন্দ্যে যাতায়াত করতে পারছে।" বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গাইবান্ধা জেলার যুগ্ম-সমন্বয়ক সাদ্দাম হোসেন জানান, "ভালো রাস্তা হওয়ায় আমরা এখন সহজে পণ্য বাজারে নিতে পারছি।" একই এলাকার গৃহবধূ রোকেয়া বেগম বলেন, "বাচ্চাদের স্কুলে যাতায়াতে এখন আর কষ্ট হয় না।"

উড়িয়া ইউনিয়নে প্রায় ১ লক্ষ ৬১ হাজার টাকা ব্যয়ে একটি আরসিসি স্লোপ নির্মিত হয়েছে, যার সুফল মানুষ পেতে শুরু করেছে বলে জানিয়েছেন প্রকল্পের সভাপতি ছায়দার রহমান। এছাড়া, উদাখালী ইউনিয়নের একটি রাস্তা মেরামতের জন্য ৯.৯৩০ মেট্রিক টন গম বরাদ্দ দেওয়া হয়েছিল, যা যোগাযোগ ব্যবস্থার উন্নতি ঘটিয়েছে বলে জানান স্থানীয় ব্যবসায়ী আব্দুল মান্নান।

ফুলছড়ি উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস সূত্রে জানা যায়, ২০২৪-২০২৫ অর্থবছরে গ্রামীণ অবকাঠামো সংস্কার টিআর প্রকল্পের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ে মোট ১১০টি প্রকল্প বাস্তবায়িত হয়েছে। এতে বরাদ্দ ছিল ২ কোটি ২৭ লক্ষ ১৯ হাজার ১৬০ টাকা। কাবিটা প্রকল্পের মাধ্যমে মোট ৭৮টি প্রকল্প বাস্তবায়িত হয়েছে, যাতে বরাদ্দ ছিল ২ কোটি ৩৭ লক্ষ ৩২ হাজার ৯৩২ টাকা। কাবিখা প্রকল্পের মাধ্যমে ৪১টি প্রকল্পে মোট ১৫৮.২২ মেট্রিক টন গম ও চাল বরাদ্দ করা হয়েছে।

ফুলছড়ি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) এস.এম. আবু মোতালেব বলেন, "সকলের সহযোগিতা এবং নিয়মিত তদারকির মাধ্যমে শতভাগ স্বচ্ছতা বজায় রেখে প্রকল্পগুলো বাস্তবায়ন করা হয়েছে।" ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জগৎবন্ধু মন্ডল বলেন, "আমি নিজে একাধিক প্রকল্পের কাজ পরিদর্শন করেছি। প্রতিটি প্রকল্পই মানসম্মতভাবে সম্পন্ন হয়েছে এবং সাধারণ মানুষ এর সুফল পাচ্ছে, এটিই আমাদের বড় অর্জন।" এবারের জনবান্ধব প্রকল্পগুলো বাস্তবায়নের ফলে ফুলছড়ির প্রত্যন্ত গ্রামগুলোতে উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে এবং সাধারণ মানুষ বিশ্বাস করে যে এই ধারাবাহিকতা অব্যাহত থাকলে উপজেলার চিত্র আরও বদলে যাবে।

এমএসএম / এমএসএম

সীমান্তবর্তী চার জেলার থানার সমন্বয়ে আইন-শৃঙ্খলা রক্ষায় যৌথ কার্যক্রমের সিদ্ধান্ত

মনোহরদীর রামপুর উচ্চ বিদ্যালয়ে শিক্ষামূলক সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান

ত্রিশালে খুচরা সার বিক্রেতাদের আইডি কার্ড বহাল রাখার দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি

অভয়নগরে বাসের ধাক্কায় ঘটনাস্থলেই ইজিবাইক চালকের মৃত্যু

রাজশাহীতে সড়ক ও জনপথের কর্মচারী ইউনিয়নের মানববন্ধন

দোহারে তরুণদের মিলনমেলা: অন্যায় ও অপরাধের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিজ্ঞা

গোপালগঞ্জে জেলা তথ্য অফিসের আয়োজনে নারী সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত

সাভারে দখলবাজির সঙ্গে রাজনৈতিক পরিচয় জড়ানোর অভিযোগ।

লাকসামে অস্তিত্ব সংকটে খেজুর গাছ রস সংগ্রহে ব্যাস্ত গাছিরা

থানার ভেতরে চাঁদা দাবি, না দেওয়ায় সাইনবোর্ড ভাংচুর ও হত্যার হুমকি

৩১ দফা বাস্তবায়নে তাড়াশে লিফলেট বিতরণ ও শো ডাউন

রায়গঞ্জে খুচরা সার বিক্রেতাদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

আশুলিয়ায় সাংবাদিককে আইনী জালে ফাঁসানোর হুমকি আ’লীগ নেত্রী গাজী নাছরিনের