ঢাকা বৃহষ্পতিবার, ৭ আগস্ট, ২০২৫

শরতের খর রোদে


মীর জেসমিন ওয়াহেদ  photo মীর জেসমিন ওয়াহেদ
প্রকাশিত: ১৯-৯-২০২১ বিকাল ৫:৪
শরতের খর রোদে
মীর জেসমিন ওয়াহেদ 
 
স্মৃতিরা নেশার মতো রিনিঝিনি দিয়ে উঠল।
বছর মাড়িয়ে স্মৃতিরা উড়াল দিল স্বচ্ছ নীল আকাশের সাদা মেঘের ভেলায়।
টুকরো টুকরো স্মৃতিরা কাঁচের মতোন 
চিক চিক করছে মধ্যবেলার আলোর মণ্ডলে।
ছোট ছোট খুশিদের থেকে নির্বাসিত হয়েছি সময়ের অপচয়ে।
মনে হয় সেদিন 
অথচ সময়ে দৌরাত্ম্যে এসেছি মধ্যবেলার পুরো চশমার আলিঙ্গনে।
আশ্বিনের সোনালি রোদের দুপুরে
কতো স্মৃতি ঝরে অজস্র ধারায়
সুবাতাস বয় পুড়ে যাওয়া স্মৃতির খরাতে।
নীলিমার নীল ছিটকে পড়ছে ফেলে আসা দিনের সময়ের ছবিতে।
আমি হারিয়ে যাই ধীরে ধীরে চলে যাওয়া স্মৃতির অবিচ্ছিন্ন টুকরো টুকরো শব্দ ও ছবিতে।

এমএসএম / এমএসএম