ইধিকাকে ‘বাংলার ক্রাশ’ বললেন দেব!

ইধিকা পাল— ওপার বাংলার টেলিভিশন থেকে বড় পর্দায় আসার পর একের পর এক হিট সিনেমায় কাজ করেছেন। কখনও বাংলাদেশের ‘প্রিয়তমা’, কখনও কলকাতার ‘খাদান কিশোরী’— দু’পাড়ের দর্শকের মন জয় করেছেন তিনি। তাই টলিউডে ইতিমধ্যেই কানাঘুষো উঠেছে, ইধিকাই নাকি বর্তমান সময়ের ‘লাকি চার্ম’!
এবার তাকে আরও বড় স্বীকৃতি দিলেন টলিউড সুপারস্টার দেব। সদ্য মুক্তিপ্রাপ্ত ‘বহুরূপ’ ছবির ট্রেলার শেয়ার করে দেব ইধিকাকে সম্বোধন করেছেন ‘বাংলার ক্রাশ’ হিসেবে।
বুধবার রাতে সোশ্যাল মিডিয়ায় ‘বহুরূপ’ ট্রেলার শেয়ার করে দেব তার সহ-অভিনেতা সোহম চক্রবর্তীকে ভাই সম্বোধন করে শুভেচ্ছা জানান। আর ইধিকা পালের নাম ট্যাগ করে লিখে দেন— ‘বাংলার ক্রাশ’।
দেবের এমন প্রশংসা প্রাপ্তির পর পাল্টা ধন্যবাদও জানিয়েছেন ইধিকা। টলিউড সুপারস্টারের এমন মন্তব্যকে বড় প্রাপ্তি হিসেবেই দেখছেন তিনি।
প্রসঙ্গত, দেব-ইধিকার রসায়ন দর্শকের কাছে নতুন নয়। ‘খাদান’ ছবির পর থেকেই তাঁদের জুটি ঘিরে ভক্তমহলে উন্মাদনা। মাঝেমধ্যে শোনা গিয়েছিল, ‘প্রজাপতি ২’ থেকে নাকি বাদ পড়েছেন ইধিকা। কিন্তু সব জল্পনা উড়িয়ে দিয়ে মিঠুন-দেবের ব্লকবাস্টার ছবির গুরুত্বপূর্ণ চরিত্রে জায়গা পেয়েছেন তিনিই। এরই মধ্যে ‘রঘু ডাকাত’ ছবির টিজারেও ‘সৌদামিনী’ চরিত্রে নজর কেড়েছেন ইধিকা।
অন্যদিকে, ‘বহুরূপ’ ছবিতে একেবারে ভিন্ন রূপে ধরা দেবেন সোহম চক্রবর্তী। এক অভিনেতার জীবনের গ্ল্যামারাস দিকের আড়ালে থাকা চ্যালেঞ্জ ও সংগ্রামের গল্পই উঠে আসবে ছবির কাহিনিতে। সাতটি ভিন্ন লুকে দেখা যাবে তাকে। আর এই যাত্রায় তার সঙ্গী হবেন ইধিকা পাল।
সিনেমার ট্রেলার দেখে দেবের মন্তব্য, “দারুণ লাগল।” আর সেই মন্তব্যেই ইধিকার জন্য ফুটে উঠেছে বিশেষ সার্টিফিকেট— ‘বাংলার ক্রাশ’!
এমএসএম / এমএসএম

‘বিবাহ বিচ্ছেদের গল্প সবার জীবনেই রয়েছে’

আলহামদুলিল্লাহ এটা জীবনের সেরা দিন, মক্কা থেকে অভিনেতা ফারহান

নাটকের নতুন ট্রেন্ড আইটেম গান

আমরা নিজেদের সঙ্গে লড়াই করছি— বললেন নুসরাত, উত্তর দিলেন যশ

বিয়ের সময় খাট-সোফাও মেলেনি অপু বিশ্বাসের!

বিরল রোগে আক্রান্ত, দোয়া চাইলেন অর্চিতা স্পর্শিয়া

অভিনেতা বিজয় থালাপতির বাড়ি ঘিরে রেখেছে পুলিশ

তামিল সিনেমায় ফিরছেন সামান্থা

‘বাড়িতেও ঢুকতে দেয়নি, আমার কি চরিত্র খারাপ ছিল?’

‘নিজের অভিনয় নিয়ে আমি সন্তুষ্ট নই’

কন্নড় সিনেমা থেকে নিষিদ্ধ হওয়া নিয়ে মুখ খুললেন রাশমিকা

ছবি শেয়ার করে কটাক্ষের শিকার শবনম ফারিয়া
