ঢাকা রবিবার, ১২ অক্টোবর, ২০২৫

নোরা ফাতেহির মতো ফিগার বানানোর জন্য স্ত্রীকে না খাইয়ে রাখার অভিযোগ


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২২-৮-২০২৫ দুপুর ২:১১

বলিউড অভিনেত্রী নোরা ফাতেহির মতো শারীরিক গঠন এবং চেহারা না হওয়ায় স্ত্রীকে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। ভারতের উত্তর প্রদেশের গাজিয়াবাদের এ ঘটনা প্রকাশ্যে আসার পর ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযুক্ত শিক্ষকের নাম শিবম উজ্জ্বল।

ভুক্তভোগী স্ত্রী ভারতীয় গণমাধ্যমকে জানান, তিনি স্থানীয় একটি সরকারি স্কুলের শিক্ষক। চলতি বছরের মার্চ মাসে তাদের বিয়ে হয়। বিয়ের পর থেকেই স্বামী তাকে নোরা ফাতেহির মতো দেখতে ও শারীরিক গড়ন তৈরি করার জন্য চাপ দিতে থাকেন। প্রতিদিন জোর করে তাকে ঘণ্টার পর ঘণ্টা ব্যায়াম করাতেন। স্ত্রী রাজি না হলে তাকে খেতে দেওয়া হতো না।

নির্যাতনের শিকার ওই নারী আরও অভিযোগ করেন, তার স্বামী শিবম পর্নোগ্রাফি আসক্ত এবং স্ত্রীকে দিয়ে পর্নোছবি দেখতে বাধ্য করেন। এতে আপত্তি জানালে তার ওপর নির্যাতন করতেন। যৌতুকের জন্যও চাপ দিতেন। মাঝে মাঝে কটূক্তি করে বলতেন, তিনি এমন কাউকে বিয়ে করতে পারতেন যে দেখতে অভিনেত্রীর মতো সুন্দর।

তিনি আরও দাবি করেছেন, তাদের বিয়েতে ৭০ লাখ রুপিরও বেশি খরচ করেছেন তার পরিবার। যৌতুক হিসেবে দেওয়া হয়েছে ১০ লাখ রুপি, একটি দামি গাড়ি এবং অনেক সোনার গয়না। তারপরও স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন আরও যৌতুকের জন্য তাকে চাপ দিতে থাকেন।

নির্যাতন সহ্য করতে না পেরে গত ২৬ জুলাই তিনি বাবার বাড়িতে ফিরে যান। এরপর স্বামীর বাড়িতে ফিরতে গেলে তাকে ঢুকতে দেওয়া হয়নি। উল্টো ভিডিও কলের মাধ্যমে তাকে ও তার পরিবারকে গালিগালাজ করা হয়। এরপরই বাধ্য হয়ে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে তিনি পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন।

পুলিশ জানিয়েছে, অভিযোগটি গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগের সত্যতা পেলে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এমএসএম / এমএসএম

‘বিবাহ বিচ্ছেদের গল্প সবার জীবনেই রয়েছে’

আলহামদুলিল্লাহ এটা জীবনের সেরা দিন, মক্কা থেকে অভিনেতা ফারহান

নাটকের নতুন ট্রেন্ড আইটেম গান

আমরা নিজেদের সঙ্গে লড়াই করছি— বললেন নুসরাত, উত্তর দিলেন যশ

বিয়ের সময় খাট-সোফাও মেলেনি অপু বিশ্বাসের!

বিরল রোগে আক্রান্ত, দোয়া চাইলেন অর্চিতা স্পর্শিয়া

অভিনেতা বিজয় থালাপতির বাড়ি ঘিরে রেখেছে পুলিশ

তামিল সিনেমায় ফিরছেন সামান্থা

‘বাড়িতেও ঢুকতে দেয়নি, আমার কি চরিত্র খারাপ ছিল?’

‘নিজের অভিনয় নিয়ে আমি সন্তুষ্ট নই’

কন্নড় সিনেমা থেকে নিষিদ্ধ হওয়া নিয়ে মুখ খুললেন রাশমিকা

ছবি শেয়ার করে কটাক্ষের শিকার শবনম ফারিয়া

ভারতীয় সিনেমা থেকে বাদ পড়লেন তানজিন তিশা