ঢাকা শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫

চট্টগ্রামের কোতোয়ালি থানার ওসির নাম ভাঙিয়ে চাঁদাবাজি, ৩ প্রতারক গ্রেফতার


চট্টগ্রাম ব্যুরো photo চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ১৯-৯-২০২১ বিকাল ৭:৪১

চট্টগ্রামের কোতোয়ালি থানার ওসির নাম ভাঙিয়ে চাঁদাবাজি করতে গেলে প্রতারক চক্রের তিনজনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। জানা গেছে, গত ১৫ সেপ্টম্বর বুধবার নগরীর আসাদগঞ্জের ব্যবসায়ী মো. লুৎফর রহমান (৪২) এর কাছে কল করে আজিম হোসেন ইমন নামের একজন কোতোয়ালি থানার ওসি পরিচয় দেয়। কথা বলার একপর্যায়ে ব্যবসায়ী মো. লুৎফর রহমানকে (৪২) কারখানা চালানোর বিষয়ে আয়কর প্রদান করে না মর্মে বিভিন্নভাবে কথাবার্তা বলতে থাকে। এলাকায় ব্যবসা করতে হলে আয়করের টাকা বাবদ এবং কোতোয়ালি থানা এলাকায় ব্যবসা পরিচালনা করতে চাইলে দুই লাখ টাকা চাঁদা দিতে হবে বলে জানায়। অন্যথায় ব্যবসা-বাণিজ্য করতে দেবে না বলে হুমকি প্রদান করে।

১নং আসামি ২ ঘণ্টা পর তার কাছ থেকে পুনরায় ২ লাখ টাকা চাঁদা দাবি করে। তিনি টাকা দিতে অপারগতা প্রকাশ করলে কোতোয়ালি থানার ওসি পরিচয় দানকারী ১নং আসামি ব্যবসায়ী জনৈক মো. লুৎফর রহমানকে (৪২) অকথ্যভাষায় গালিগালাজসহ একটি নগদ নম্বরে টাকা পাঠানোর কথা বলে অন্যথায় জানে মেরে ফেলার হুমকি প্রদান করে। বিকাশে তাদের মোবাইলে কিছু টাকা পাঠান। গত ১৬ সেপ্টম্বর বৃহস্পতিবার  বেলা ১১টার  দিকে ১নং আসামি পুনরায় নগদে টাকা পাঠাতে বললে তিনি বিষয়টি টহল পুলিশকে অবহিত করেন।

বিষয়টি এলাকায় টহলরত কোতোয়ালী থানা পলিশের এসআই মিজানুর রহমান চৌধুরীকে জানানো হলে  ঘটনার বিস্তারিত শুনে মোবাইল নম্বরগুলো সংগ্রহ করেন এবং উর্দ্ধতন কর্তৃপক্ষের নির্দেশে উক্ত মোবাইল নম্বরের ব্যবহারীদের সম্পর্কে তথ্য সংগ্রহ করে  কোতোয়ালী থানার এসআই মিজানুর রহমান চৌধুরী, এসআই মেহেদী হাসান, এসআই মো. ইয়াসিনসহ পুলিশের একটি টিম অভিযান শুরু করেন। কোতোয়ালী থানা পুলিশ ঘটনায় জড়িত ১নং আসামীকে বাকলিয়া থানাধীন ময়দার মিল বৌ বাজার মোড় থেকে মো. আজিম হোসেন প্রকাশ ইমন(২৭) গ্রেফতার করে। আসামী ইমনের জিজ্ঞাসাবাদে নাম ঠিকানা প্রকাশসহ সহযোগীদের নাম-ঠিকানা প্রকাশ করে। ১নং আসামিকে সাথে নিয়ে অভিযানে মিরসরাই পৌর এলাকার দক্ষিণ তালবাড়িয়া এলাকার মৃত আবু জাফরের পুত্র আজিম হোসেন প্রকাশ ইমন (২৭), জোরারগঞ্জ রগুনাথপুর এলাকার মৃত মহি উদ্দীনের পুত্র মো. আরিফ হোসেন (৩০), একই এলাকার মো. তারেক(২২) গ্রেফতার করেন। তারাও ওসি পরিচয়ে দুই লাখ টাকা চাঁদাবাজির বিষয়টি পুলিশের জিজ্ঞাসাবাদে স্বীকার করেন।

ছাড়াও ১নং আসামী ২ ও ৩নং আসামীদের বিরুদ্ধে বিভিন্ন সময় থানার ওসি ও এসআই পরিচয়ে চাঁদাবাজির অভিযোগ রয়েছে। এর আগে কোতোয়ালী থানা, পাঁচলাইশ থানা, পতেঙ্গা থানার এসআইমিজান পরিচয় দিয়ে বিভিন্ন সময় চাঁদাদাবীর অভিযোগও রয়েছে। এ ঘটনায় আসাদগঞ্জের ব্যবসায়ী মো. লুৎফর রহমান (৪২) বাদী হয়ে রবিবার আসামীদের বিরুদ্ধে কোতোয়ালী থানায় মামলা করেন।

অভিযোগ রয়েছে, চক্রটি বিভিন্ন থানায় মামলা এবং অভিযোগের খবর নিয়ে সাধারণ মানুষকে ভয় ভীতি দেখিয়ে দীর্ঘদিন ধরে টাকা আদায় করে আসছে। এ বিষয়ে কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ নেজাম উদ্দীন বলেন, একটি চক্র পুলিশের নাম ব্যবহার করে চাঁদাবাজি করে আসছে। চক্রটি বিভিন্ন সময় বিভিন্ন থানার এস আই ওসির নাম ভাঙ্গিয়ে চাঁদা দাবি করার বিষয়টি আমরা জানতে পেরে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়েছে বলে তিনি জানান, আসামিদের রিমান্ডে নিয়ে নগরীর বিভিন্ন এলাকায় ভুয়া পুলিশ পরিয়ে চাঁদাবাজ চক্রটিকে বের করার চেষ্টা চলছে বলে তিনি জানান। 

এমএসএম / জামান

ছুটি ছাড়াই ২৩ মাস অনুপস্থিতির পর চসিকে ইঞ্জিনিয়ার তৈয়ব

বেনাপোলে ২ মণ গাঁজা সহ কিশোর আটক

নবীনগরে ফেসবুকে অপপ্রচার, গ্রামে মানববন্ধন ও থানায় অভিযোগ

নেত্রকোনায় জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে সভাপতি পদে লড়ছেন ডাঃ মোঃ আনোয়ারুল হক”

সার পাচারকালে তানোরে ৪০ বস্তা টিএসপি সার জব্দ

সন্দ্বীপ উপজেলা বিএনপির ৫ সিনিয়র নেতার বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দেবিদ্বার রাজামেহার প্রতিবন্ধী কমপ্লেক্সে আদর্শ বিদ্যালয়ের ভিত্তি প্রস্তর ও অভিভাবক সমাবেশ

পর্যটন খাতকে সমৃদ্ধ করলে উদ্যোক্তা সৃষ্টি হবে, অর্থনীতি হবে সমৃদ্ধ: সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন

বেনাপোলে মিজান কসাইকে জবাই করে হত্যা

রোহিঙ্গা অনুপ্রবেশ; সীমান্তে আরও অপেক্ষামাণ ২০থেকে ২৫ হাজার

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ করা হয়েছে

গাজীপুরে অন্তহীন অভিযোগে অভিভাবকদের তোপের মুখে প্রধান শিক্ষক!

ভূঞাপুরে টাইফয়েড টিকাদান বিষয়ে ওরিয়েন্টেশন সভা