ঢাকা সোমবার, ২৫ আগস্ট, ২০২৫

কী বেঁচে নায়িকা হয়েছো শ্বেতাকে নিয়ে আপত্তিকর মন্তব্য অভিনেত্রীর


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৪-৮-২০২৫ বিকাল ৫:৩৯

ওপার বাংলার ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য সম্প্রতি এক সাক্ষাৎকারে জানিয়েছেন, তিনি স্লিভলেস বা স্বল্প দৈর্ঘ্যের পোশাক পড়তে স্বাচ্ছন্দ্য নন। এ কারণে একসময় তাকে বলা হয়েছিল, হয়তো তিনি ইন্ডাস্ট্রিতে কাজ পাবেন না। কিন্তু শ্বেতার স্পষ্ট জবাব ছিল— “আমি এখানে ট্যালেন্ট বেচতে এসেছি, শরীর নয়।”

এরপর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় বিতর্ক। শ্বেতার নাম না করে ফেসবুকে ধারাবাহিকভাবে কটাক্ষ করতে থাকেন টেলিভিশন অভিনেত্রী সৌমি পাল। 

একটি পোস্টে তিনি লেখেন, “চাইলেই সবাই সাই পল্লবী হতে পারে না। তুমি দর্শককে এই সব গল্প বলতে পারো, তবে ইন্ডাস্ট্রির মানুষ জানে তুমি এত দিন কী বেচে নায়িকা হয়েছ। যত্ত নাটক।”

এই মন্তব্য ঘিরে নেটিজেনদের মধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়। শ্বেতার অনুরাগীরা সরাসরি সৌমিকে জবাব দিতে থাকেন সেই পোস্টের কমেন্টবক্সেই। 

সমালোচনার মুখে শনিবার ফেসবুক লাইভে আসেন সৌমি। সেখানে তিনি বলেন, “আমার লেখায় কারও নাম উল্লেখ করিনি। তবে যদি কেউ মনে করেন আমি কাউকে উদ্দেশ্য করে লিখেছি, সেটা তাদের সমস্যা।”

সৌমি আরও জানান, অভিনয় পেশায় সৌন্দর্য ও শারীরিক গঠন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তার ভাষায়, “আমাদের চোখ, মুখ, হাত, পা টেলিভিশনে দেখা যায়। এই সৌন্দর্যের বিনিময়েই আমরা পারিশ্রমিক পাই। তবে শরীর বিক্রি মানে কারও সঙ্গে আপস করা নয়। আমরা আমাদের সৌন্দর্য বিক্রি করে খাই।”

অভিনেত্রীর মতে, চরিত্রের প্রয়োজনে যেকোনও পোশাক পড়া বা ওজন বাড়ানো-কমানো স্বাভাবিক ব্যাপার। সমালোচনার মুখে ক্ষমা চাইবেন কিনা— এমন প্রশ্নে তিনি সাফ জানান, “আমার যদি কোনও বিষয়ে সমস্যা হয়, তবে আমি সেটা নিয়ে বলতেই পারি। এর জন্য আমি ক্ষমা চাইতে বাধ্য নই।”

তবে তার লাইভের পরও সামাজিক যোগাযোগমাধ্যমে কটাক্ষের ঝড় থামেনি। নেটিজেনদের একাংশ এখনো শ্বেতাকে উদ্দেশ্য করে সৌমির এই ধারাবাহিক মন্তব্যের সমালোচনা করে চলেছেন।

এমএসএম / এমএসএম

কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি গ্রেপ্তার

লেহেঙ্গায় মুগ্ধতা ছড়ালেন শ্রাবন্তী

কী বেঁচে নায়িকা হয়েছো শ্বেতাকে নিয়ে আপত্তিকর মন্তব্য অভিনেত্রীর

লেহেঙ্গায় মুগ্ধতা ছড়ালেন শ্রাবন্তী

ব্লুটুথ কানেকশন বার বার ফেল হচ্ছে, যা করবেন

মায়ের পর এবার তাহসানের সঙ্গে পর্দায় আইরা

এবার কে জিতবেন সেরা অভিনেতার অস্কার

বলিউডে সুযোগ কম, ইন্ডাস্ট্রি পাল্টালেন দিব্যা দত্ত

যে কারণে তৈরি হচ্ছে না মৌসুমী-শাবনূর-পপি-পূর্ণিমার মতো নায়িকা

গোটা শরীর ‘প্লাস্টিকের তৈরি’, কটাক্ষের কড়া জবাব দিলেন মৌনি

অপু বিশ্বাসকে জমজমের পানি, তজবি, জায়নামাজ দিয়েছেন রইস উদ্দিন

বিজেপির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন থালাপতি বিজয়

যেখানেই ভালোবাসা, সেখানেই জীবন