ঢাকা মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫

ট্রায়াল রুমে গোপনে মেয়েদের ভিডিও ধারণ করা হতো : ইরফান সাজ্জাদ


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৬-৮-২০২৫ দুপুর ১:৪৫

রাজধানীর উত্তরায় একটি কাপড়ের দোকানে ট্রায়াল রুমে নারীদের আপত্তিকর ভিডিও ধারণের অভিযোগ উঠেছে। বিষয়টি সামনে এনে ক্ষোভ প্রকাশ করেছেন ছোট পর্দার অভিনেতা ইরফান সাজ্জাদ। 

সোমবার মধ্যরাতে ফেসবুকে একটি ভিডিও প্রকাশ করে পুরো ঘটনাটি তুলে ধরেন এই অভিনেতা। 

স্ট্যাটাসে ইরফান সাজ্জাদ জানান, উত্তরা ক্রিসেন্ট হাসপাতাল ইউনিট–২ এর বিপরীতে একটি কাপড়ের শোরুমে ট্রায়াল রুমে সিসিটিভি ক্যামেরা বসিয়ে গোপনে মেয়েদের ভিডিও ধারণ করা হতো। এ ঘটনায় ভুক্তভোগী ছিলেন তার এক পরিচিত তরুণী।

ইরফান লিখেছেন, ট্রায়াল রুমে প্রবেশের পর ভুক্তভোগী তরুণী সিসি ক্যামেরা লক্ষ্য করেন এবং সঙ্গে সঙ্গে দোকানদারের কাছে বিষয়টি নিয়ে প্রশ্ন তোলেন। এ সময় দোকান মালিক পরিস্থিতি এড়ানোর চেষ্টা করে এবং ঘটনাটি প্রকাশ না করার জন্য চাপ প্রয়োগ করে। এমনকি তরুণীকে আটকে রাখার চেষ্টা করা হয়। পরে তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে দোকানের কয়েকজন কর্মচারী পালিয়ে যায়।

পরবর্তীতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তের মোবাইল ফোনে অসংখ্য আপত্তিকর ভিডিও উদ্ধার করে। সাজ্জাদের দাবি, দোকানকর্মীদের পালাতে বিল্ডিংয়ের কয়েকজন লোক সহায়তা করেছিল।

ঘটনার নিন্দা জানিয়ে তিনি লেখেন, সাবধান থাকবেন। চারপাশে সব ভদ্র চেহারার মানুষই ভদ্র নয়, অনেকেই নরপিশাচ।

এমন ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। যদিও স্ট্যাটাসে সেই দোকানের কোনো নাম জানাননি ইরফান সাজ্জাদ। 

এর কারণ হিসেবে তিনি বলেছেন, অনেকে শোরুমের নাম জানতে চাচ্ছেন এবং লিখছেন, আমি কেন শোরুমের নাম লিখি নাই। তাদের উদ্দেশে ইরফান বলেছেন, শোরুমটার কোনো নাম নেই। সেজন্যই ভিডিওটা দিয়েছি। দেখতেই পাচ্ছেন, শোরুমে কোন সাইনবোর্ড নাই।

এমএসএম / এমএসএম

মিস স্টার ইউনিভার্সের মুকুট জয় করলেন অনন্যা আফরিন

আমি বিবাহিত, ফেসবুকে প্রমাণ করার কিছু নেই : অপু বিশ্বাস

শুভশ্রীর সঙ্গে পর্দায় নিজেকে দেখে দেবের চোখে পানি, ভিডিও ভাইরাল

ট্রায়াল রুমে গোপনে মেয়েদের ভিডিও ধারণ করা হতো : ইরফান সাজ্জাদ

বঙ্গ নিয়ে এলো নতুন গেম শো ‘গেম টাইম’

মাঝরাতে সুখবর দিলেন মিথিলা

এটাই শেষ দেখা, ফের রহস্যময় পোস্টে প্রিয়াঙ্কা

১২ কেজি ওজন কমানোর কারণ জানালেন আশিকা

যে কারণে থালাপতি বিজয় হতে পারলেন না মাশরাফি-সাকিব ও ফেরদৌসরা

হলুদ শাড়িতে লাস্যময়ী কুসুম শিকদার

সিনেমা থেকে যেভাবে জনতার নায়ক হলেন থালাপতি বিজয়

কাজলকে জুম করে অস্বস্তিকর অবস্থায় ফ্রেমবন্দি, ক্ষুব্ধ মিনি মাথুর

জঙ্গলে অনেক প্রাণী থাকলেও সিংহ একটাই: থালাপতি বিজয়