আক্কেলপুরে ধর্ষণচেষ্টা মামলায় অভিযুক্ত শহিদুল ইসলাম আটক
জয়পুরহাটের আক্কেলপুরে ধর্ষণচেষ্টা মামলায় অভিযুক্ত শহিদুল ইসলাম (৩৫) নামে এক ব্যক্তিকে থানা পুলিশ আটক করে আদালতে পাঠিয়েছে। অভিযুক্ত শহিদুল ইসলাম উপজেলার সোনামুখী ইউপির গণিপুর (টিকরপাড়া) গ্রামের ইব্রাহিমের ছেলে।
বাদী ও থানা সূত্রে জানা যায়, গত ১৩ জুলাই রহিমা (ছদ্দনাম) পাটক্ষেতে আনুমানিক ১২টায় পাটের পাতা ওঠানোর জন্য যায়। এ মসয় অভিযুক্ত শহিদুল ইসলাম পেছন থেকে রহিমাকে (ছদ্দনাম) জাপটে ধরে ধর্ষণের চেষ্টা করে। রহিমার (ছদ্দনাম) চিৎকারে আশপাশের লোকজন সেখানে এলে অভিযুক্ত শহিদুল পালিয়ে যায়। এ ঘটনায় ১৪ জুলায় থানায় রহিমা (ছদ্দনাম) বাদী হয়ে অভিযোগ করলে অভিযুক্ত শহিদুল ইসলাম গা ঢাকা দেয়। পরবর্তীতে গত শনিবার গোপন সংবাদের ভিত্তিতে তাকে তিলকপুর এলাকা থেকে আটক করে আক্কেরপুর থানা পুলিশ।
আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদুর রহমান বলেন, আটককৃত শহিদুল ইসলামকে কোর্টের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
এমএসএম / জামান