ঢাকা শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫

গকসু নির্বাচন: তিন দিনে মনোনয়ন ফরম ৮৭, উত্তেজনায় ভরপুর গণ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস


ইভা আক্তার, গবি photo ইভা আক্তার, গবি
প্রকাশিত: ২৯-৮-২০২৫ দুপুর ১১:১০

সাত বছরের দীর্ঘ বিরতির পর গণ বিশ্ববিদ্যালয়ে (গবি) ফের আসছে ভোটের উৎসব। কেন্দ্রীয় ছাত্র সংসদ (গকসু) নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ শুরুর সঙ্গে সঙ্গেই ক্যাম্পাসে বইতে শুরু করেছে উচ্ছ্বাস-উদ্দীপনার নতুন হাওয়া। করিডোর থেকে ক্যান্টিন, প্রতিটি জায়গায় শিক্ষার্থীদের আলোচনার কেন্দ্র একটাই: 'কে লড়বেন কোন পদে', ‘কে হবেন ভিপি’, কিংবা ‘কার পক্ষে যাবে ভোট।'

মঙ্গলবার (২৬ আগস্ট) থেকে শুরু হওয়া মনোনয়ন বিতরণের প্রথম দিনেই ১৩ জন প্রার্থী ফরম সংগ্রহ করেন। দ্বিতীয় দিন ৩০ জন এবং তৃতীয় দিন রেকর্ড ৪৪ জন ফরম নেন। তিন দিনে মোট ফরম সংগ্রহ করেন ৮৭ জন প্রার্থী।

প্রথম দিন (২৬ আগস্ট) সহ-সভাপতি (ভিপি) পদে ৩ জন, সাধারণ সম্পাদক পদে ১ জন, সহ–সাধারণ সম্পাদক ২, কোষাধ্যক্ষ পদে ১ জন, ক্রীড়া সম্পাদক পদে ১ জন, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক পদে ১ জন, সহ-সাহিত্য সম্পাদক পদে ১ জন, প্রচার সম্পাদক পদে ২ জন, সমাজকল্যাণ ও ক্যান্টিন সম্পাদক পদে ১ জন ফরম সংগ্রহ করেন।

দ্বিতীয় দিন (২৭ আগস্ট) সহ-সভাপতি (ভিপি) পদে ৪ জন, সাধারণ সম্পাদক পদে ২ জন, সহ–সাধারণ সম্পাদক পদে ১ জন, কোষাধ্যক্ষ পদে ২ জন, ক্রীড়া সম্পাদক পদে ১ জন, সহ–ক্রীড়া সম্পাদক পদে ১ জন, সাহিত্য সম্পাদক পদে ১ জন, সহ–সাহিত্য সম্পাদক পদে ২জন, দপ্তর সম্পাদক পদে ৩ জন, সমাজকল্যাণ ও ক্যান্টিন সম্পাদক পদে ২জন এবং কার্যনির্বাহী পদে ১১ জন ফরম সংগ্রহ করেন।

তৃতীয় দিন (২৮ আগস্ট) সহ-সভাপতি (ভিপি) পদে ৩ জন, সাধারণ সম্পাদক পদে ৩ জন, কোষাধ্যক্ষ পদে  ২জন, ক্রীড়া সম্পাদক পদে ১ জন, সহ–ক্রীড়া সম্পাদক পদে ৩ জন, সাহিত্য সম্পাদক পদে ১ জন, সহ–সাহিত্য সম্পাদক পদে ২ জন, দপ্তর সম্পাদক পদে ৩ জন, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে  ৫ জন, সমাজকল্যাণ ও ক্যান্টিন সম্পাদক পদে  ৫ জন এবং কার্যনির্বাহী পদে ১৬ জন মনোনয়ন সংগ্রহ করেন।

প্রধান রিটার্নিং কর্মকর্তা সহকারী অধ্যাপক মো. আবু রায়হান জানান, “মোট ৮৭ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। যারা মনোনয়ন নিয়েছে, তারা নির্দিষ্ট লক্ষ্য নিয়ে এসেছে এবং যদি নির্বাচিত হন, শিক্ষার্থীদের জন্য সেবা দিতে প্রতিশ্রুতিবদ্ধ। পড়াশুনার পাশাপাশি নেতৃত্ব ও অন্যান্য গুণাবলী অর্জন করার বিষয়টি তারা উপলব্ধি করছে। আমাদের প্রত্যাশা ছিল ১০০-এর মত ফরম যাবে, ৮৭ সংখ্যাটিও কাছাকাছি। যাচাই-বাছাইয়ের পর আগামী ৩১ আগস্ট থেকে ফরম জমা নেওয়া হবে। আমরা চাই সকলে সঠিক প্রক্রিয়ার মাধ্যমে তাদের কাঙ্ক্ষিত পদে আসুক। শিক্ষার্থীদের অংশগ্রহণ দেখে আমরা আশাবাদী, এবারের নির্বাচন উৎসবমুখর, অবাধ ও শান্তিপূর্ণ হবে।”

নির্বাচন তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র গ্রহণ করা হবে ৩১ আগষ্ট থেকে ১ সেপ্টেম্বর পর্যন্ত। ২ সেপ্টেম্বর থেকে ৪ সেপ্টেম্বর মনোনয়নপত্র বাছাই প্রক্রিয়া চলবে। ৮ সেপ্টেম্বর প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে। ৯ সেপ্টেম্বর প্রার্থীর আপত্তি গ্রহণ ও শুনানি চলবে দুপুর ৩টা পর্যন্ত। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ১১ সেপ্টেম্বর। ১৪ সেপ্টেম্বর প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ এবং ২৫ সেপ্টেম্বর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

ইংরেজি বিভাগের শিক্ষার্থী সুমাইয়া ইসলাম বলেন, “দীর্ঘদিন পর আমাদের বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন হতে যাচ্ছে। ক্যাম্পাসের বাতাসে নতুন আশা ও উদ্দীপনার ছোঁয়া ভেসে বেড়াচ্ছে। আমরা চাই নতুন নেতৃত্ব শিক্ষার্থীদের সুনির্দিষ্ট সমস্যাগুলো চিহ্নিত করে কার্যকর পদক্ষেপ গ্রহণ করুক। শিক্ষার্থীরা যেন শুধুমাত্র অংশগ্রহণকারী না হয়ে, সিদ্ধান্ত প্রক্রিয়ার সক্রিয় অংশীদার হন।”

ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস অনুষদের শিক্ষার্থী মেহেদী হাসান সাকিব যোগ করেন, “নির্বাচন মানেই গণতান্ত্রিক চর্চার জায়গা, নেতৃত্ব তৈরির সুযোগ এবং শিক্ষার্থীদের কণ্ঠস্বর পাওয়ার ক্ষেত্র। মনোনয়নপত্র বিতরণের আমেজ দেখে মনে হচ্ছে ক্যাম্পাস আবার নিজের ছন্দে ফিরেছে। নতুন মুখ আসছে, পুরনোরা সক্রিয় হচ্ছে। নেতৃত্ব শুধু পদের মাধ্যমে আসে না, মানসিকতায় আসতে হয়।”

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান বলেন, "আমরা শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রস্তুত। দ্রুতই নিরাপত্তা সভা হবে এবং এ- সংক্রান্ত চিঠি আশুলিয়া থানা, ধামরাই থানার ওসিদের কাছে পাঠানো হবে।”

প্রসঙ্গত, সর্বশেষ গকসু নির্বাচন হয়েছিল ২০১৮ সালে। এরপর করোনা মহামারি (২০২০–২১), ডা. জাফরুল্লাহ চৌধুরীর অসুস্থতা ও মৃত্যু (২০২২–২৩) এবং দেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতির কারণে দীর্ঘ সময় নির্বাচন বন্ধ ছিল। আগের নির্বাচনের তুলনায় এবার মনোনয়নপত্র বিতরণ ও শিক্ষার্থীদের উত্তেজনা অনেক বেশি। 

এমএসএম / এমএসএম

ইবি শিক্ষার্থী সাজিদের খুনিদের গ্রেফতারের দাবিত ছাত্রদলের বিক্ষোভ

গকসু নির্বাচন: তিন দিনে মনোনয়ন ফরম ৮৭, উত্তেজনায় ভরপুর গণ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস

চাকসু নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ১২ অক্টোবর

দেশের স্বার্থেই কম্বাইন্ড ডিগ্রি চালু করতে হবে- ভেটেরিনারি অনুষদের ডিন

সভায় বসেছে প্রকৌশলীদের দাবি নিয়ে গঠিত কমিটি

ইবিতে ইকসু গঠনতন্ত্র প্রণয়নে ১১ সদস্যের কমিটি গঠন

প্রকৌশল শিক্ষার্থীদের কমপ্লিট শাটডাউন কর্মসূচি চলছে

শিক্ষার্থীদের অধিকার ও রেজিস্টারের পদত্যাগের দাবিতে চবি ছাত্রদলের বিক্ষোভ৷

সামুদ্রিক শৈবাল দিয়ে পুষ্টিকর স্যুপ উদ্ভাবন শেকৃবির গবেষকের

প্রকৌশল শিক্ষার্থীদের শাহবাগ অবরোধ, যান চলাচল বন্ধ

নজরুলকে নিয়ে যথাযথ গবেষণা হয়নি: কবির মৃত্যুদিবসে জাককানইবি ভিসি

হত্যাচেষ্টা মামলায় ডাকসু ভিপি প্রার্থী জালাল গ্রেপ্তার

জবির সিন্ডিকেটে জকসু সংবিধির প্রস্তাব গৃহীত