ঢাকা সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫

রোহিঙ্গা অনুপ্রবেশ; সীমান্তে আরও অপেক্ষামাণ ২০থেকে ২৫ হাজার


টেকনাফ কক্সবাজার প্রতিনিধি photo টেকনাফ কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ২৯-৮-২০২৫ দুপুর ১১:৪৩

মিয়ানমারের রাখাইন রাজ্যে সামরিক সহিংসতা ও সংঘর্ষের কারণে ফের সংকট দেখা দিয়েছে। প্রায় ২০ থেকে ২৫ হাজার  রোহিঙ্গা নাফ নদীর ওপারে মিয়ানমারের বসিদং ও লম্বা আইল পাড়া এলাকা থেকে বাংলাদেশে অনুপ্রবেশের অপেক্ষায় রয়েছে। সুযোগ পেলেই দালালের সহায়তায় সীমান্ত পাড়ি দিয়ে বাংলাদেশে প্রবেশ করছে রোহিঙ্গারা। পরে বিভিন্ন ক্যাম্পে বসবাসরত রোহিঙ্গাদের সাথে মিশে যাচ্ছে। গত সপ্তাহে 
একই পরিবারের চারজন সহ অন্তত ৫৫ জন রোহিঙ্গার অনুপ্রবেশ ঘটেছে বলে জানিয়েছেন লেদা রোহিঙ্গা ক্যাম্প- ২৪ এর মাঝি মো. আলম। 

টেকনাফ রোহিঙ্গা ক্যাম্প এর নেতা মো. ওসমান বলেন, সীমান্তে আশ্রিত রোহিঙ্গাদের মধ্যে প্রতিদিন কিছু না কিছু রোহিঙ্গা বিজিবির চোখ ফাঁকি দিয়ে বাংলাদেশে প্রবেশ করছে। বর্তমানে ৩০০ জনের বেশি রোহিঙ্গা জলিয়া দ্বীপের ওপারে মিয়ানমারের লালদ্বীপের কাছে আশ্রয় নিয়েছে। কিন্তু সীমান্তের এপারে তাদের ঢুকতে দেওয়া হচ্ছে না। একদিকে আরাকান আর্মি অন্যদিকে জান্তা বাহিনী ও সশস্ত্র গোষ্ঠীর মধ্যে ত্রিমুখী সংঘর্ষ চলছে। এই সংঘর্ষে জীবন বাঁচাতে সীমান্ত পাড়ি দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ এর জন্য মরিয়া হয়ে উঠেছে সাধারণ রোহিঙ্গারা। 

সরেজমিনে সীমান্তে গিয়ে দেখা যায়, মিয়ানমারের ওপার থেকে আগের মতো বিস্ফোরণের বিকট শব্দ ভেসে না আসলেও, অন্যরকম আতঙ্কিত এক পরিবেশ লক্ষ্য করা যায়। বিজিবিরা টেকনাফের জালিয়াপাড়া ও নাফ নদীর বিভিন্ন পয়েন্টে তাদের টহল জোরদার করেছে। 

টেকনাফ কেরুনতলি এলাকার স্থানীয় বাসিন্দা রবিউল হাসান বলেন, নদ নদীর ওপারে অর্থাৎ মিয়ানমারের সীমান্তে অনেক রোহিঙ্গা জড়ো হয়েছে বলে শোনা যাচ্ছে। তবে বেশ কয়েকজন রোহিঙ্গা দালালের মাধ্যমে অনুপ্রবেশ করে বিভিন্ন ক্যাম্পে ঢুকে পড়েছে। 

লেদা রোহিঙ্গা ক্যাম্প-২৪ এর দায়িত্বরত মো. আলম মাঝি বলেন, রাখাইনে আবারও আরাকান আর্মি ও বিদ্রোহী গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বেড়ে গেছে। তাই সাধারণ রোহিঙ্গারা সীমান্ত থেকে বাংলাদেশে প্রবেশ করছে। গতকাল ৫০ জন অনুপ্রবেশের খবর পাওয়া গেছে। ৪০ জন বিজিবি ধরে ফেলছে। আর কিছু রোহিঙ্গা ক্যাম্প- ২৬ এর দিকে ঢুকে গেছে বলে জানা গেছে।

তিনি আরও বলেন,  আগে দালালের মাধ্যমে আসলেও, এখন বেশিরভাগ রোহিঙ্গা ক্যাম্পে অবস্থানরত আত্মীয়-স্বজনের মাধ্যমে আসে। মূলত তারা অত্যাচার সহ্য করতে না পেরে, সীমান্ত থেকে চুরি করে বাংলাদেশে ঢুকে যায়। 

নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় একজন বলেন, এসব রোহিঙ্গা মিয়ানমার থেকে বাংলাদেশে প্রবেশে স্থানীয় কিছু অসাধু ব্যক্তিদের যোগসাজশে রয়েছে। না হলে কোনভাবেই তারা বাংলাদেশে প্রবেশ করতে পারে না। এরা খুব খারাপ জাতি। তাদের আশ্রয় দেওয়ার পর থেকে টেকনাফে সন্ত্রাসী, অপহরণ ও মানব পাচারের মতো কর্মকাণ্ড বেড়েই যাচ্ছে। ভবিষ্যতে টেকনাফের পরিণতি ভালো না হতে পারে। তাই এখন থেকে রোহিঙ্গা বিষয়ে আমাদের সচেতন হওয়া উচিত 

বিজিবি টেকনাফ-২ ব্যাটালিয়নের কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান জানান, সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে। 
তিনি আরও বলেন, দালালদের আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হচ্ছে। পাশাপাশি সীমান্তে অনুপ্রবেশকারীদের প্রতিরোধ করা হচ্ছে।

এদিকে বছরের পর বছর নানা ঝুঁকি ও সংকট  নিয়ে বাংলাদেশ রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে যাচ্ছে। অদূর ভবিষ্যতে তাদের ফেরত পাঠানো সম্ভব হবে কিনা তা নিয়ে সন্দিহান সংশ্লিষ্টরা। উল্টো সীমান্তে আইনশৃঙ্খলা ররক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে প্রায় প্রতিদিন কোন না কোনভাবেই নতুন রোহিঙ্গা ঢুকছে। ২০২৩ সালের নভেম্বর থেকে গতকাল পর্যন্ত বাংলাদেশে ঢুকেছে সোয়া লাখ রোহিঙ্গা।

বাংলাদেশ ও জাতিসংঘের শরণার্থীবিষয়ক হাইকমিশন (ইউএনএইচসিআর) তথ্য অনুযায়ী–এ নিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গার সংখ্যা দাঁড়াল অন্তত ১৩ লাখ ২৪ হাজার। আরও ২০ থেকে ২৫ হাজার রোহিঙ্গা সীমান্তের ওপারে অপেক্ষমাণ, যারা বাংলাদেশে ঢোকার চেষ্টা করছে। এ ছাড়া প্রতি বছর ক্যাম্পে জন্ম নিচ্ছে ৩০ হাজার নবজাতক।

দিনের পর দিন রোহিঙ্গা ক্যাম্পগুলোর পরিবেশ পরিস্থিতি-অস্থিতিশীল হয়ে উঠছে। ক্রমান্বয়ে বেড়ে যাচ্ছে খুনাখুনি, সন্ত্রাসী, অপহরণ ও মানবপাচার। রোহিঙ্গা সন্ত্রাসীরা ভারী অস্ত্র ও গোলাবারুদ সংগ্রহ করছে। অনেক দিন ধরে মাদক চোরাচালানের আখড়ায় পরিণত হয়েছে ক্যাম্পগুলো ।

এমএসএম / এমএসএম

আশুলিয়ার জামগড়ায় সেনাবাহিনীর অভিযানে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

পাপ্পীর কানাডা ও আমেরিকার ভিসা বাতিলের আবেদন

চুয়াডাঙ্গায় বিষাক্ত মদে ছয়জনের প্রাণহানি

মধুখালী পাইলট উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনে প্রেসক্লাবের সভাপতি সহ তিনজন মনোনয়নপত্র সংগ্রহ

বারহাট্টায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

নোয়াখালী সুবর্ণচরে রাস্তায় প্রকাশ্যে যুবককে গলা কেটে হত্যা

টাঙ্গাইলকে ঢাকা বিভাগে রাখার দাবিতে উত্তাল যমুনা সেতু মহাসড়ক

আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে জয়পুরহাটে আলোচনা সভা

মাগুরায় আসন্ন কাবাডি ও ক্রিকেট লীগ উপলক্ষে মিট দ্যা প্রেস অনুষ্ঠিত

পঞ্চগড়ে ঘরে ঘরে জনে জনে কর্মসূচি নিয়ে ব্যারিস্টার নওশাদ জমির

বিরামপুরে দূর্যোগ প্রশমন দিবস পালিত

নাচোলে তে-ভাগা আন্দোলনের বীরাঙ্গনা নেত্রী ইলামিত্রের ২৩ তম মৃত্যু বাষিকী পালিত

পিরোজপুরে উদ্দীপনের উদ্যোগে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন