ভবদহের জলাবদ্ধতা
শ্রেণিকক্ষে হাঁটুপানি, ভাড়া করা ঘরে চলছে পাঠদান

এক মাসের বেশি সময় ধরে একটানা বৃষ্টির কারণে জলাবদ্ধ ভবদহ অঞ্চলের ৫০টি গ্রামে রয়েছে পানি। জুলাই ও আগস্ট মাসে দফায় দফায় কয়েক দিনের বৃষ্টিতে যশোরের ভবদহের নিম্নাঞ্চল তলিয়ে গেছে। ইতোমধ্যে অভয়নগর উপজেলার চারটি ইউনিয়ন ও নওয়াপাড়া পৌরসভার চারটি গ্রামসহ অন্তত ৪০টি গ্রাম, স্কুল-কলেজে পানি ঢুকেছে। বৃষ্টির পানিতে এসব গ্রামের বেশিরভাগ বাড়িঘর, শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠান প্লাবিত হয়েছে।
তলিয়ে গেছে অধিকাংশ মাছের ঘের। অনেক পরিবার ঘরের মধ্যে মাচা করে সেখানে বসবাস করছেন। শৌচাগার এবং নলকূপ পানিতে তলিয়ে যাওয়ায় এলাকায় পয়:নিষ্কাশন ও পানীয় জলের সংকট দেখা দিয়েছে।
সরেজমিন দেখা যায়, বৃষ্টির কারণে পানিতে তলিয়ে আছে যশোরের অভয়নগর উপজেলার সুন্দলী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের মাঠ। বাধ্য হয়ে পাশে সুন্দলী বাজারে ৩টি ঘর ভাড়া নিয়ে বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম চলছে সেখানে। ভবদহের জলাবদ্ধতার কারণে এভাবেই চরম দুর্ভোগে পড়েছেন শিক্ষক-শিক্ষার্থীরা।
শুধু সুন্দলী মাধ্যমিক বালিকা বিদ্যালয় নয়, উপজেলার সড়াডাঙ্গা নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, ডুমুরতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, সড়াডাঙ্গা জামতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, ডাঙ্গা মশিয়াহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ডহর মশিয়াহাটি (উত্তর) সরকারি প্রাথমিক বিদ্যালয়, বেদবিটা সরকারি প্রাথমিক বিদ্যালয়, বলারাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়, আন্ধা সরকারি প্রাথমিক বিদ্যালয়, সড়াডাঙ্গা ডহর মশিয়াহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বেশ কয়েকটি বিদ্যালয়সহ অন্তত অর্ধশত শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ পানিতে তলিয়ে গেছে। এর মধ্যে সিংহভাগ স্কুলে শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে। অনেক শিক্ষাপ্রতিষ্ঠানে নৌকায় করে ছাত্র-ছাত্রীরা যাতায়াত করছে, আবার অনেক শিক্ষাপ্রতিষ্ঠানে বাঁশের সাকো তৈরি করে স্কুলে যাচ্ছে।
সুন্দলী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ১০ম শ্রেণির শিক্ষার্থী বিপ্লবী সরকার, ৮ম শ্রেণীর ছাত্রী মিলি বিশ্বাসসহ কয়েকজন শিক্ষার্থী জানায়, বিদ্যালয়ে আসার পথে কোমর পানি। আবার স্কুলের মাঠ হাঁটু পানিতে ডুবে আছে। ক্লাশের ভিতরেও প্রায় ১ ফুট পানি। তারপরও আমরা পানি ভেঙে ক্লাশ করতে এসেছি।
বেদবিটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র সঞ্জিত কুমার জানান, এক মাস ধরে বিদ্যালয়ের মাঠ পানিতে তলিয়ে আছে। স্কুলে যেতে আমাদের খুব অসুবিধা হচ্ছে। অনেক সময় পড়ে গিয়ে বই খাতা, জামা কাপড় ভিজে যাচ্ছে।
অভয়নগর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মুহা. আবুল কাশেম জানান, উপজেলায় কমপক্ষে ৮টি স্কুলের মাঠ পানিতে ডুবে আছে। অনেক শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের স্কুলে কষ্ট করে যেতে হচ্ছে। বাঁশের সাকো তৈরি করে সড়াডাঙ্গা জামতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা স্কুলে যাতায়াত করছে। আমরা তাদের বিকল্প ব্যবস্থায় শ্রেণি কার্যক্রমও পরিচালনা করতে বলেছি।
অপরদিকে অভয়নগর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শহিদুল ইসলাম বলেন, উপজেলার অন্তত দুটি মাধ্যমিক বিদ্যালয় পানিতে তলিয়ে গেছে। তবে বিকল্প উপায়ে পাঠদান অব্যাহত রাখার চেষ্টা করা হচ্ছে।
এমএসএম / এমএসএম

কোটালীপাড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

পাবনা এডওয়ার্ড কলেজ ছাত্রদলের নবগঠিত হল কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ

কুতুবদিয়ায় বিশেষ অভিযানে আওয়ামী লীগ সদস্য গ্রেফতার

রায়গঞ্জে বিপিএলের ধাঁচে ফুটবলার নিলাম, গ্রামে উৎসবের আমেজ

মানিকগঞ্জে শিশুকে গণধর্ষণের অভিযোগে গ্রেফতার ৩

শেরপুরে গোয়ালঘরে কয়েলের আগুন ৮টি গরু ও ৪টি ছাগল পুড়ে ছাই

শ্রেণিকক্ষে হাঁটুপানি, ভাড়া করা ঘরে চলছে পাঠদান

সুন্দরগঞ্জে ইন্টারনেটের ক্যাবল কেটে সংযোগ বিচ্ছিন্ন, প্রাননাশের হুমকি

ছুটি ছাড়াই ২৩ মাস অনুপস্থিতির পর চসিকে ইঞ্জিনিয়ার তৈয়ব

বেনাপোলে ২ মণ গাঁজা সহ কিশোর আটক

নবীনগরে ফেসবুকে অপপ্রচার, গ্রামে মানববন্ধন ও থানায় অভিযোগ

নেত্রকোনায় জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে সভাপতি পদে লড়ছেন ডাঃ মোঃ আনোয়ারুল হক”

সার পাচারকালে তানোরে ৪০ বস্তা টিএসপি সার জব্দ
Link Copied