ঢাকা শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫

শ্রীনগরে দখল আর অপরিকল্পিত স্থাপনায় নয়াবাড়ি-কাঠালবাড়ি খাল এখন ময়লার ভাগাড়


মীর রাতুল, শ্রীনগর photo মীর রাতুল, শ্রীনগর
প্রকাশিত: ৪-৯-২০২৫ দুপুর ১২:২৫

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার নয়াবাড়ি-কাঠালবাড়ি নামক খালটির অবৈধ দখল, আর ময়লা আবর্জনায় ও ঝোপ জঙ্গলে ঠাসা খালটির বেহাল দশার সৃষ্টি হয়েছে। এক সময় খালটির দক্ষিণ দিকে পদ্মা নদীর সম্মুখে নয়াবাড়ি ও মাঝামাঝি অংশে কামারগাঁও-আল-আমিন বাজার এবং উত্তর দিকে কাঠালবাড়ি আড়িয়ল বিলের সংযোগ স্থাল এই খালটি। উপজেলার বাঘড়া, ভাগ্যকুল ও রাঢ়িখাল ইউনিয়নের মানুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ খাল হিসেবে পরিচিত ছিল। এই অঞ্চলের মানুষের কৃষি, ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতিতে খালটি বিশেষ অবদান রেখেছে। অসংখ্য নৌকা, ট্রলারসহ অন্যান্য নৌযান চলাচল ছিল এই খালে। কিন্তু কালের বিবর্তণে অবৈধ দখল, ভরাট ও যত্রতত্র টয়েলেটের ট্যাংকি স্থাপনা ও খালের ওপর অপরিকল্পিত বাঁধ/কালভার্ট নির্মাণের ফলে ঐতিহ্যবাহী খালটি প্রায় অদৃশ্য হয়ে পড়েছে। খালটি এখন ময়লা আবর্জনার ভাগাড় ও নোংরা পানির ড্রেনেজ লাইনে পরিণত হয়েছে। খালের অবৈধ দখলদার ও স্থ্াপনা উচ্ছেদ করাও প্রশাসনের পক্ষে অনেকটাই চ্যালেঞ্জ হয়ে দাড়িয়েছে বলে মনে করা হচ্ছে। সরেজমিনে খালটির নাজুক চিত্র চোখে পড়েছে। প্রায় ৩ কিলোমিটার খালের দুই পাড়ের বিভিন্ন স্থানে দোকানপাট, বসতবাড়ি টয়েলেল ট্যাংকি, যত্রতত্র বাঁধ ও কালভার্ট নির্মাণ করায় খালে পানি প্রবাহে প্রতিবন্ধতার সৃষ্টি করা হচ্ছে। অপরদিকে বসতবাড়ি থেকে পয়ঃণিস্কাশন লাইন ও খামারের গো-মূত্র ফেলে খালটির পানি আরো নোংরা করা হচ্ছে। দেখে মনে হবে খাল পাড়ের বসবাসকারীরা ময়লা আবর্জনার ভাগাড় হিসেবে খালটি ব্যবহার করছেন। প্রতিনিয়ত খালের নোংরা পচা জমাট পনিতে দুর্গন্ধ ছড়াচ্ছে। এতে স্বাস্থ্যঝুঁকি মধ্যেও পরেছেন বলছেন পথচারীরা। খোঁজ নিয়ে জানা যায়, পার্শ্ববর্তী  কামারগাঁও খাল, নাগরনন্দী খালসহ বাঘড়া ও ভাগ্যকুল এলাকার কয়েকটি শাখা খাল দখলের কারণে প্রায় বিলীনের পথে। এতে করে অত্র এলাকায় দীর্ঘ জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে জানান ভুক্তভোগীরা। কাঠালবাড়ি এলাকায় খাল দখল পসঙ্গে কথা বলার চেষ্টা করা হলে এ বিষয়ে কেউ কথা বলতে রাজি হননি। এলাকার সচেতন সংশ্লিষ্টজনরা জানান, নয়াবাড়ি-কাঠালবাড়ি খালটি দখলের কারণে প্রায় অদৃশ্য হচ্ছে। খালের যেটুকুই দৃশ্যমান আছে তাও ময়লা আবর্জনা ও জঙ্গলে ভরা। এঅবস্থায় পানি প্রবাহ প্রায়ই বন্ধ। নোংরা পানির দুর্গন্ধ ছড়াচ্ছে। বিষাক্ত মশার বংশ বিস্তার হচ্ছে। বাড়ছে স্বাস্থ্য ঝুঁকিও। অন্যদিকে টানা বৃষ্টির কারণে জলাবদ্ধার সৃষ্টি হচ্ছে। অবৈধ দখল ও স্থাপনা উচ্ছেদের পাশাপাশি খালটি সংরক্ষণে স্থানীয় প্রশাসনের সুদৃষ্টি কামনা করছেন তারা। স্থানীয় কয়েকজন জনপ্রতিনিধি জানিয়েছেন, বিভিন্ন কারণে খালগুলো ঐতিহ্য হারাচ্ছে। জনস্বার্থে এসব খাল পুনঃখনন জরুরী। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নয়াবাড়ি-কাঠালবাড়ি খালসহ উপজেলার প্রায় ৮টি গুরুত্বপূর্ণ খাল পুনঃখননের উদ্যোগ নিয়েছে সংশ্লিষ্ট প্রশাসন। বাস্তবায়নের লক্ষ্যে আলোচনা চলছে।

এমএসএম / এমএসএম

বাংলাদেশ জামায়াতে ইসলামী জনগনের মৌলিক অধিকার নিয়ে কাজ করছেঃ ড. শফিকুল ইসলাম মাসুদ

“অদম্য নারী’ পুরস্কারপ্রাপ্ত তিন সদস্যকে  চাঁপাইনবাবগঞ্জ ফেন্ডস এন্ড ফ্যামেলী সমবায় সমিতির সংবর্ধনা

নড়াইলে পাতিয়ার খালে বিষ দিয়ে মাছ ধ্বংসের প্রতিবাদে ও দোষীদের গ্রেফতার দাবিতে মানববন্ধন-বিক্ষোভ মিছিল

নড়াইল ১ আসনে ইসলামি আন্দোলনের গন সমাবেশে প্রসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী

উল্লাপাড়া রামকৃষ্ণপুরে সচিব-প্রশাসকের দায়িত্বে অবহেলার অভিযোগ

চাঁদপুরে কাভার্ড ভ্যান চাপায় যুবক নিহত, আহত ২

গাইড বই না কিনলে ফেল করানোর হুমকি

চট্টগ্রাম প্রতিদিন সম্পাদকের বাবার ইন্তেকাল, সাংবাদিক সংগঠনের শোক

মাদকবিরোধী অভিযানে কাউনিয়া থানার সাফল্য: ৪০ পিস ইয়াবাসহ দুইজন আটক

সাজিদের জানাজায় হাজারো মানুষের ঢল, দাফন সম্পন্ন

তেঁতুলিয়ায় আজও তাপমাত্রা ৯ ডিগ্রির ঘরে

৩২ ঘণ্টা পর গর্ত থেকে উদ্ধার হওয়া শিশু সাজিদ মারা গেছে

গভীর নলকূপের পাইপে পড়ে যাওয়া শিশু সাজিদকে জীবিত উদ্ধার