ঢাকা বৃহষ্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫

খুলনার বিভিন্ন ইউনিয়নে চেয়ারম্যান হলেন যারা


এস এম জাহাঙ্গীর আলম, খুলনা photo এস এম জাহাঙ্গীর আলম, খুলনা
প্রকাশিত: ২১-৯-২০২১ দুপুর ১১:২৯

খুলনার ৩৪টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে দুটি ইউনিয়ন ব্যতীত কোথাও কোনো অপ্রীতিকর খবর পাওয়া যায়নি। নির্বাচন উপলক্ষে বৃষ্টি ও বৈরী আবহাওয়া উপেক্ষা করে সকাল থেকে লাইনে দাঁড়িয়ে ভোট দিয়েছেন ভোটাররা। অপ্রীতিকর পরিস্থিতি সামাল দিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, বিজিবি, র‌্যাবসহ পর্যাপ্তসংখ্যক আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী সদস্যের উপস্থিতি লক্ষ্য করা গেছে।

সোমবার (২০ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে এই ভোটগ্রহণ শুরু হয়। বিকেল ৪টায় শেষ হয় ভোটগ্রহণ। পরে শুরু হয় গণনা। রাত সাড়ে ৮ তার দিকে একে একে বেসরকারিভাবে নির্বাচিত জনপ্রতিনিধিদের নাম ঘোষণা করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

পাইকগাছা ইউপি নির্বাচনে চেয়ারম্যান হলেন যারা  

কপিলমুনি ইউনিয়নে নৌকা প্রতীকের কওসার, লতা ইউনিয়নে নৌকা প্রতীকের কাজল কান্তি বিশ্বাস, দেলুটি ইউনিয়নে নৌকা প্রতীকের রিপন কান্তি মন্ডল, সোলাদানা ইউনিয়নে নৌকা প্রতীকের মান্নান গাজী, লস্কর ইউনিয়নে নৌকা প্রতীকের তুহিন কাগজী, গদাইপুর ইউনিয়নে নৌকা প্রতীকের জিয়াদুল, চাঁদখালী ইউনিয়নে চশমা প্রতীকের শাহাজাদা ইলিয়াস, রাড়ুলী ইউনিয়নে নৌকা প্রতীকের আবুল কালাম আজাদ, গড়ুইখালী ইউনিয়নে আনারস প্রতীকের আ: সালাম কেরু।

দিঘলিয়া ইউপি নির্বাচনে চেয়ারম্যান হলেন যারা  

দিঘলিয়া সদরে ইউনিয়নে হায়দার আলী মোড়ল, সেনহাটি ইউনিয়নে জিয়া গাজী, বাকারপুর ইউনিয়নে নৌকার গাজী জাকির, গাজীরহাট ইউনিয়ন মফিজুল ইসলাম ঠাণ্ডু, যোগীপোল ইউনিয়ন সাজেদুর রহমান লিংকন, আড়ংঘাটা ইউনিয়নে এসএম ফরিদ আক্তার।

কয়রায় ইউপি নির্বাচনে চেয়ারম্যান হলেন যারা  

উত্তর বেদকাশী ইউনিয়ন নৌকা প্রতীকের সর্দার নুরুল ইসলাম, দক্ষিণ বেদকাশী ইউনিয়নে মোহাম্মদ আসের আলী, বাগালী ইউনিয়নে নৌকা প্রতীকের আব্দুস সামাদ গাজী, আমাদী ইউনিয়নে নৌকা প্রতীকের জিয়াউর রহমান, মহারাজপুর ইউনিয়নে নৌকা প্রতীকের আব্দুল্লাহ আল মাহমুদ, মহেশ্বপুর ইউনিয়নে নৌকা প্রতীকের শাহনেওয়াজ। কয়রা উপজেলা নির্বাচন কর্মকর্তা হযরত আলী জানান, বিচ্ছিন্ন ঘটনার কারণে কয়রা সদর ইউনিয়নের নির্বাচন স্থাগিত করা হয়েছে।

দাকোপে ইউপি নির্বাচনে চেয়ারম্যান হলেন যারা

বাজুয়া ইউনিয়নে নৌকা প্রতীকের মানষ কুমার রায়, তিলডাঙ্গা ইউনিয়নে গাজী জালাল উদ্দিন, কামারখোলা ইউনিয়নে নৌকা প্রতীকের পঞ্চানন মণ্ডল, সদর ইউনিয়নে নৌকা প্রতীকের বিনয় কৃষ্ন রায়, বানিয়াশান্তা ইউনিয়নে নৌকা প্রতীকের সুদেব রায় নৌকা, লাউডোব ইউনিয়নে নৌকা প্রতীকের শেখ যুবরাজ, পানখালী ইউনিয়নে সাব্বির আহমেদ, সুতারখালী ইউনিয়নে নৌকা প্রতীকের মাসুম আলী ফকির, কৈলাশগঞ্জ ইউনিয়নে নৌকা প্রতীকের মিহির মণ্ডল।

বটিয়াঘাটা ইউপি নির্বাচনে চেয়ারম্যান হলেন যারা

গঙ্গারামপুর ইউনিয়নে আনারস প্রতীকের মোঃ আসলাম হালদার, বালিয়াডাঙ্গা ইউনিয়নে চশমা প্রতীকের আসাবুর রহমান আসাদ, আমিরপুর ইউনিয়নে নৌকা প্রতীকের মিলন গোলদার।

খুলনা জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, ইউপি নির্বাচনের প্রথম ধাপে খুলনা জেলার পাঁচটি উপজেলার ৩৪টি ইউনিয়নে নির্বাচন হয়েছে। জেলার ৬৮টি ইউনিয়নের মধ্যে যেসব ইউনিয়নে ভোট হয়েছে সেগুলো হলো- কয়রা উপজেলার আমাদি, বাগালী, মহেশ্বরীপুর, মহারাজপুর, কয়রা, উল্টর বেদকাশী, দক্ষিণ বেদকাশী। দাকোপের পানখালী, দাকোপ, লাউডোব, কৈলাশগঞ্জ, সুতারখালী, কামারখোলা, তিলডাঙ্গা, বাজুয়া, বানিশান্তা। বটিয়াঘাটার গংগারামপুর, বালিয়াডাঙ্গা, আমিরপুর। দিঘলিয়ার গাজীরহাট, বারাকপুর, দিঘলিয়া, সেনহাটি, আড়ংগাটা ও যোগীপোল। পাইকগাছা উপজেলার সোলাদানা, রাড়ুলী, গড়ইখালী, গদাইপুর, চাঁদখালী, দেলুটি, লতা, লস্কর ও কপিলমুনি ইউনিয়ন। এসব ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন ১৫৬ জন।

এমএসএম / জামান

পিরোজপুরে জাতীয় কন্যা শিশু দিবস ২০২৫ উদযাপন

বিএনপি সরকার গঠন করলে হিন্দু অধ্যুষিত এলাকায় ডিজিটাল মন্দির নির্মাণ করা হবে — খন্দকার নাসিরুল ইসলাম

বকশীগঞ্জে গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু

বাকেরগঞ্জে জাতীয় কন্যা শিশু দিবসে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

চাঁদপুরে ৪৫ হাজার জেলেকে খাদ্য সহায়তা প্রদান

গাজীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৫ জনের পরিবার পেল ২৫ লাখ টাকা

ঈশ্বরদীতে জাতীয় কন্যাশিশু দিবস পালিত

সাটুরিয়ায় জাতীয় কন্যাশিশু দিবস পালিত

মেহেরপুরে জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

পটুয়াখালীতে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

আত্রাইয়ে গোয়ালঘরের তালা ভেঙে ৫ টি গরু চুরি

কুড়িগ্রাম চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ও ডিজিটাল লার্নিং সেন্টার উদ্বোধন

কাপাসিয়ায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় কন্যা শিশু দিবস পালিত