গণ-পিটুনিতে নিহত রুপলালের ছেলে জয় দাস ফিরেছে স্কুলে, হতে চায় আইনজীবী
রংপুরের তারাগঞ্জ উপজেলায় গণপিটুনিতে নিহত রুপলাল দাসের ছেলে জয় দাস আইনজীবী হওয়ার স্বপ্ন নিয়ে আবারও স্কুলে ফিরছে। সে তারাগঞ্জ ও/এ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির মানবিক বিভাগের শিক্ষার্থী। বাবার মৃত্যুর পর সংসারের বোঝা কাঁধে নিয়ে বাবার পেশাকে বেছে নিয়ে পুরাতন জুতা সেলাইয়ের কাজে বসতেন জয় দাস। বিষয়টি নিয়ে দেশের বিভিন্ন গণমাধ্যমসহ " দৈনিক সকালের সময় "এ প্রতিবেদন আকারে প্রকাশিত হলে দেশের বিভিন্ন ব্যক্তিবর্গের নজরে আসে তাঁর করুণ পরিণতির খবর। এরপর সকলের সহযোগিতা পেয়ে স্কুলে যেতে শুরু করেছে জয় দাস।
জয়দাসের সহপাঠী মো মাহফুজ বলেন, ' জয় দাস মেধাবী ছেলে। ও স্কুলে আসায় আমরা সবাই খুশি হয়েছি। সে পড়াশুনা করে ওর স্বপ্ন পূরণ করুক। বাবাহারা হয়ে খুব কষ্ট করে চলছে জয়ের পরিবার। সমাজের বিত্তবানদের উচিৎ আরও তাঁর পরিবারকে সহযোগিতা করা। সে আমাদের সকল সহপাঠীদের বলছে সে আইনজীবী হতে চায়। আমি চাই তাঁর স্বপ্ন পূরণ হোক।'
জয় দাসের বাড়ি পাশের দোকানদার সেতু মিয়া বলেন, ' জয় পড়াশুনা করতে চায়। তাঁর পড়াশুনায় আগ্রহ রয়েছে। সে আইনজীবী হতে চায়। তাঁর বাবা খুব ভালো মানুষ ছিলেন। সে স্কুলে ফেরায় আমি খুব খুশি হয়েছি।'
জয় দাস বলেন, 'আমি আইনজীবী হতে চাই। সকলের সহযোগিতা পেলে আমি আমার স্বপ্ন পূরণ করতে পারবো। আমার বাবাও চাইতো আমি পড়াশুনা করে জীবনে বড় হই। কিন্তু আমার বাবাকে একদল লোক পিটিয়ে হত্যা করেছে। আমার বাবাকে যারা হত্যা করেছে আমি তাদের বিচার চাই।'
তারাগঞ্জ ও/এ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আবু - মুসা বলেন, 'ও স্কুলে আসায় আমরা খুব খুশি হয়েছি।ওকে সবদিক থেকে সহযোগিতা করা হবে।'
উল্লেখ্য, গত ৯ আগস্ট উপজেলার সয়ার ইউনিয়নের বুড়ীরহাট এলাকার বটতলা নামক স্থানে ভ্যান চোর সন্দেহে দুজনকে গণপিটুনি দিয়ে হত্যা করে কতিপয় স্থানীয় লোকজন। এতে ঘটনাস্থলেই রুপলাল দাসের মৃত্যু হয় ও পরে চিকিৎসাধীন অবস্থায় রমেক হাসপাতালে মারা যান প্রদীপ দাস।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুবেল রানা বলেন, আমি উপজেলা পরিষদ থেকে পরিবারটিকে প্রাথমিক অবস্থায় এক লক্ষ টাকা অনুদান দিয়েছি। উপজেলা সমাজসেবা কার্যালয় থেকে নিহতের স্ত্রীকে বিধবা ভাতা করে দেয়া হয়েছে এবং আর্থিক অনুদানও প্রদান করা হয়েছে। রূপলালের বড় মেয়ে নুপুরের জন্য চাকুরি ও তাদের জন্য বাজারে একটি দোকানঘর দেওয়ার প্রক্রিয়া চলছে।নিহত রুপলাল দাসের সন্তানদের পড়াশোনার বিষয়টিও নিশ্চিত করা হয়েছে।
এমএসএম / এমএসএম
ভূরুঙ্গামারীতে বিদেশে পাঠিয়ে উপকার করার পর হুমকি ও মারধরের অভিযোগ
নালিতাবাড়ীতে স্বপ্নময় মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে কম্বল বিতরণ
গলাচিপায় গণভোট জনসচেতনতায় ওপেন এয়ার কনসার্ট
সরিষাবাড়িতে আইন-শৃংখলা ও মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত
কোটালীপাড়ায় গণভোট সচেতনতা সৃষ্টিতে শিক্ষক ও ধর্মীয় নেতৃবৃন্দের সঙ্গে অবহিতকরণ সভা
ঠাকুরগাঁওয়ে তিন লাখ টাকার ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার
অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথবাহিনী যথা যথ ভূমিকা পালন করবে: নৌবাহিনী প্রধান এম নাজমুল হাসান
মাদারীপুর জেলা শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হওয়ায় সংবর্ধনা
নোয়াখালীতে ইউপি প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে ভূমি দখল, হামলা ও লুটপাটের অভিযোগ
সংস্কার ইস্যুতে গণভোট নিয়ে অজ্ঞতা: মনপুরায় নেই তেমন প্রচার-সচেতনতা
জয়পুরহাটে ০১ আসনের স্বতন্ত্র প্রার্থী সাবেকুন নাহার শিখা
ঘোড়াঘাটে জুয়া ও মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা,গুলিবর্ষণ;গ্রেপ্তার-৫