ঢাকা শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫

অপহরণের ২৪ ঘন্টার মধ্যে শিশু উদ্ধার, অপহরণকারী গ্রেপ্তার


কোটালীপাড়া প্রতিনিধি photo কোটালীপাড়া প্রতিনিধি
প্রকাশিত: ১৩-৯-২০২৫ দুপুর ১:২৫

অপহরণের ২৪ ঘন্টার মধ্যে ৩ বছরের শিশু আইয়ানকে উদ্ধার ও অপহরণকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

আইয়ান গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলার পিঞ্জুরী গ্রামের হাইয়ুল ও পাকিজা দম্পত্তির একমাত্র সন্তান।  
আত্মীয় পরিচয়ে বেড়াতে এসে বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর)  সকালে ১১ টার দিকে দোকান থেকে চিপস কিনে দেওয়ার কথা বলে আইয়ানকে অপহরণ করে ৩ লক্ষ টাকা মুক্তিপণ দাবী করে আমিরুল হোসেন বাপ্পি নামের এক যুবক।
এ ঘটনায়  বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) রাতে শিশু রাইয়ানের মা বাদী হয়ে কোটালীপাড়া থানায় অপহরণ মামলা দায়ের করেন। 
মামলা দায়েরের পর শিশু আইয়ানকে উদ্ধারে রাতেই কোটালীপাড়া থানার এস আই সাদ্দাম হোসেন খানের নেতৃত্বে পুলিশের একটি টিম মাঠে নামে।

এসআই সাদ্দাম হোসেন খান বলেন, তথ্যপ্রযুক্তির সহায়তায়  টানা ১২ ঘন্টা অভিযান চালিয়ে গতকাল শুক্রবার (১২ সেপ্টেম্বর)  দুপুর ২ টার দিকে নাটোর জেলার লালপুর উপজেলার ধুপইল এলাকা থেকে অপহরণকারী আমিরুল হোসেন বাপ্পিকে গ্রেপ্তার করে শিশু আইয়ানকে উদ্ধার করি। 
অপহরণকারী আমিরুল ইসলাম ধুপইল গ্রামের আবুল হোসেনের ছেলে।
এদিকে শিশু আইয়ানকে  উদ্ধারের খবরে কোটালীপাড়া থানা পুলিশ ভাসছে প্রশংসার জোয়ারে। 
শিশু আইয়ানের মা পাকিজা বেগম বলেন, আমিরুল ইসলাম আমার স্বামীর খালাতে ভাইয়ের বন্ধু। কিছুদিন আগে আমাদের বাড়িতে এসে ১ দিন থেকে চলে যায়। 
গত মঙ্গলবার রাতে সে আবার আমাদের বাড়িতে বেড়াতে আসে। বৃহস্পতিবার সকাল ৯ টার দিকে চিপস, চকলেট কিনে দেওয়ার নাম করে আইয়ানকে অপহরণ করে নিয়ে যায়। সকাল ১১ টার দিকে আমার মোবাইলে ফোন দিয়ে ৩ লক্ষ টাকা মুক্তিপণ দাবী করে। টাকা দিলে ছেলেকে ফিরিয়ে দিবে বলে জানায় আমিরুল। থানা পুলিশকে জানাতে নিষেধ করে। পরে কোন কূলকিনারা না পেয়ে কোটালীপাড়া থানায় মামলা করি।
কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ হাফিজুর রহমান খন্দকার বলেন, অপহরনের ঘটনায় মামলা হওয়ার পরই আমরা বিষয়টি গুরুত্ব দিতে অভিযানে নামি। তথ্যপ্রযুক্তির সহায়তায় রাতেই ঢাকাসহ বিভিন্নস্থানে অভিযান চালানো হয়। পরবর্তীতে গতকাল শুক্রবার দুপরে নাটোরের লালপুর থেকে শিশুকে উদ্ধার ও আসামীকে গ্রেপ্তার করা হয়।

এমএসএম / এমএসএম

দৈনিক চাঁদপুরজমিন ও অনুপমা পত্রিকার সম্পাদক রোকনের মায়ের দাফন সম্পন্ন

সাইফুল ইসলামের দূর্নীতির ডান হাত থানচির রেঞ্জার ইসরায়েল, দেদারসে চলছে কাঠ পাচার

ভূরুঙ্গামারীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত

রৌমারীতে শীতার্ত মানুষরে মাঝে কম্বল বিতরণ

বড়লেখায় নিসচা’র খাবার বিতরণ ও দোয়া মাহফিল

কৃষিজমি বাঁচাতে সাহসী অভিযান, রায়গঞ্জের এসিল্যান্ড মাসুদ রানার জনআস্থা অর্জন

বড়লেখায় টিলা কর্তনের দায়ে ভ্রাম্যমাণ আদালতের লাক্ষ টাকা জরিমানা

উপজেলা নির্বাহী অফিসার, সন্দ্বীপের উদ্যোগে ভোটকেন্দ্র পরিদর্শন ও শীতবস্ত্র বিতরণ

আত্রাইয়ে দিনব্যাপী ঐতিহ্যবাহী গ্রামীন উৎসব অনুষ্ঠিত

বারহাট্টার জনপদে জেঁকে বসেছে শীত

গভীর রাতে অসহায় শীতার্তদের গায়ে কম্বল জড়িয়ে দিলেন কোটালীপাড়ার এসিল্যান্ড

অগ্রণী সেচ প্রকল্প পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির সভাপতি মাহফুজ, সম্পাদক আসলাম

রোহিঙ্গাদের জন্মনিবন্ধন তৈরি, ইউপি চেয়ারম্যান-সচিবকে শোকজ