বিএনপি রাষ্ট্রক্ষমতায় এলে সাংবাদিকদের সুরক্ষা আইন প্রণয়ন করবে : কয়েস লোদী

সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কলেস লোদী বলেছেন, বিএনপির প্রতিষ্ঠাতা বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ রাষ্ট্রপ্রতি জিয়াউর রহমান গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতা প্রতিষ্ঠাতায় কাজ করে গিয়েছেন। সেই ধারাবাহিকতায় বিএনপি সাংবাদিকদের কল্যাণে সর্বদা কাজ করে আসছে। আগামীতে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় এলে সাংবাদিকদের সুরক্ষায় আইন প্রণয়ন করবে। তিনি বলেন, একজন সাংবাদিকের কাজ সমাজের প্রকৃত চিত্র তুলে ধরা। সে জন্য গণমাধ্যমকে সমাজের দর্পণ বলা হয়। অন্যায়, অনিয়ম, নিগ্রহ, শোষণ-বঞ্চনা ও অধিকার হরণের বিরুদ্ধে একজন সাংবাদিককে সোচ্চার থাকতে হবে সবসময়।
তিনি বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সিলেট রেল স্টেশনের ভিআইপি লাউঞ্জে বাংলাদেশ মাল্টিমিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন (বিএমজেএ) এর সিলেট বিভাগীয় কমিটির ৩ দিন ব্যাপী কক্সবাজার ভ্রমণ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
বাংলাদেশ মাল্টিমিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন (বিএমজেএ) এর সিলেট বিভাগীয় কমিটির আহ্বায়ক মোহিদ হোসেনের সভাপতিত্বে ও দৈনিক সিলেটের সংবাদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. নুরুল ইসলামের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কোতোয়ালী থানা বিএনপির সদস্য সচিব সুয়েব আহমদ, বিমানবন্দর থানা বিএনপির সদস্য সচিব সৈয়দ সরোয়ার রেজা, সিলেট রেলওয়ে স্টেশন ম্যানেজার মো. নুরুল ইসলাম, মহানগর বিএনপির দপ্তর সম্পাদক তারেক আহমদ খান, মহানগর ছাত্রদলের সদস্য নাজমুল ইসলাম, মোস্তাক আহমদ।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ মাল্টিমিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন (বিএমজেএ) এর সিনিয়র যুগ্ম আহ্বায়ক এ এইচ আরিফ, সিনিয়র সদস্য ও ইনকিলাব সিলেটের ব্যুরো প্রধান ফয়সল আমিন, সদস্য সিলেটের ডাকের সাবেক সিনিয়র সাব এডিটর মো. রাজু আহমদ, আমার দেশ সিলেট অফিসের সাবেক ফটো সাংবাদিক বেলায়েত আহমদ, দেওয়ান আরাফাত চৌধুরী জাকি, নাগরিক টিভি সিলেট প্রতিনিধি এম আর টুনু তালুকদার, মাইটিভি সিলেটের ক্যামেরা পার্সন শাহিন আহমদ, আশিকুর রহমান রানা, বাবর জোয়ারদার, মাছুম আহমদ চৌধুরী, রুবেল আহমদ, রেজওয়ান আহমদ, সুমন আকমল, সোহেল আহমদ, জয় রায় হিমেল, সবুজ আহমদ, জাবেদ ইমরান, আব্দুল মাজিদ চৌধুরী, নগর সমাচারের সম্পাদক আল আমিন, জাহিদ উদ্দিন, ফাহিম আহমদ, কৃতিশ তালুকদার, ঈসা তালুকদার, আশরাফুল ইসলাম, অফিস সহকারি ফেরদৌস আহমদ প্রমুখ।
এমএসএম / এমএসএম

কুমিল্লার চাঞ্চল্যকর আমিনুল হত্যায় জড়িত সজিবকে গ্রেপ্তার করেছে র্যাব-১১

টুঙ্গিপাড়ায় বিএনপি নেতা শওকত হোসেন দিদার স্মরণে আলোচনা ও দোয়া মাহফিল

মুকসুদপুর সার্কেলের সহকারী পুলিশ সুপারকে প্রেসক্লাবের ত্রুেস্ট প্রদান

সাতক্ষীরায় সাংবাদিকের সাথে মতবিনিময়কালে বিএনপি নেতা এ্যাড. আব্দুস সালাম খান

জাউয়া বাজারে হবে দৃষ্টিনন্দন যাত্রী ছাউনি, জায়গা নির্ধারণ

কুড়িগ্রামে জুলাই শহীদ নুর আলম স্মৃতি দাবা প্রতিযোগিতার চুড়ান্ত খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

প্রাণ ফিরে পেতে চায় পাবনা'র বাদ্যযন্ত্র তৈরির কারিগরেরা

ন্যায় বিচার চেয়ে সাজাপ্রাপ্ত আসামির পরিবারের সংবাদ সম্মেলন

সমাজ ও রাষ্ট্র পরিচালনায় জামায়াত ইসলামের নীতি-আদর্শ অপরিহার্য

রায়গঞ্জে সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতার মৃত্যু : প্রশাসনের অবহেলাকে দায়ী সচেতন মহলের

ধামরাইয়ে অন্যের জমিতে জবরদখলে রাস্তা নির্মাণের চেষ্টা,বাধা দেওয়ায় মারধরও হত্যাচেষ্টা

সীতাকুণ্ডে উপজেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প
