ঢাকা শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫

ধামরাইয়ে অন্যের জমিতে জবরদখলে রাস্তা নির্মাণের চেষ্টা,বাধা দেওয়ায় মারধরও হত্যাচেষ্টা


সোহেল রানা, ধামরাই photo সোহেল রানা, ধামরাই
প্রকাশিত: ১৩-৯-২০২৫ দুপুর ৪:৪৭

ঢাকার ধামরাইয়ে ফরিঙ্গা গ্রামে ব্যাক্তিমালিকানাধীন জমির উপর দিয়ে রাস্তাতৈরিতে বাঁধা দেওয়ায় মোঃআজমত আলী (৫৫) নামে একজনকে পিটিয়ে হত্যার চেষ্টার অভিযোগ পাওয়া গেছে পলাশ মোল্লাসহ তার চাচাদের বিরুদ্ধে।

বৃহস্পতিবার (১১সেপ্টেম্বর) মোঃ আজমত আলী বাদী হয়ে ৫জনকে আসামী করে ধামরাই থানায় একটি অভিযোগ দায়ের করেন।এর আগে মঙ্গলবার (৯সেপ্টেম্বর) ধামরাই উপজেলার রোয়াইল ইউনিয়নের ফরিঙ্গা গ্রামের এমন ঘটনাটি ঘটে। জমির মালিক মোঃআজমত আলী ধামরাই উপ জেলার রোয়াইল ইউনিয়নের ফরিঙ্গা গ্রামের মোঃ আব্দুল আলীর ছেলে।

অভিযুক্তরা হলেন, উপজেলার রোয়াইল ইউনিয়নের ফরিঙ্গা গ্রামের মৃত আব্বাস মোল্লা ছেলে মোঃ পলাশ মোল্লা, আলামিন মোল্লা ও বকুল মোল্লা, মৃত লালচান মোল্লার ছেলে মোঃ হাদিস মোল্লা এবং হাদিস মোল্লার ছেলে মোঃ শ্যামল মোল্লা।

স্থানীয়রা জানান,রোয়াইল ইউনিয়নের ফরিঙ্গা গ্রামে মোঃ আজমত আলীর ব্যাক্তিগত জমির ওপর দিয়ে জোর করে ব্যাক্তিগত ভাবে চলাচল করার জন্য রাস্তা তৈরি করার চেষ্টা করে পলাশ মোল্লা। এতে বাঁধা দেন আজমত আলী,পরে পলাশ মোল্লা ও তার ভাই এবং চাচারা মিলে আজমত আলীকে পিটিয়ে হত্যার চেষ্টা করেন করে তারা।পরে আশে পাশের লোকজন দৌড়িয়ে গিয়ে আজমতকে উদ্ধার করে ধামরাই সরকারী হাসপাতালে ভর্তি করেন।
এই বিষয়ে পলাশ মোল্লার চাচা মোঃ হাদিস মোল্লা সাংবাদিকদের বলেন, আমরাসহ আরও কয়েকটি বাড়ীর লোকজন এই রাস্তা দিয়ে চলাচল করি। একটু বৃষ্টি হলে রাস্তায় কাদা জমে। সেই জন্য পলাশ রাস্তাটি সংস্কার করে
ইট বিছানোর জন্য কাজ করতে গেলে আজমত এসে বাঁধা দেয়।
এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক একজন বলেন,এলাকায় এদের দাপটে তাদের বিরুদ্ধে প্রকাশ্যে কেউ মুখ খুলতে সাহস পায় না। কেউ তাদের নামও বলতে চায় না নির্যাতনের ভয়ে।
এই বিষয়ে আজমত আলী বলেন, আমার ব্যাক্তিগত জমির ওপর দিয়ে রাস্তা তৈরি করে পাকা করতে চায় পলাশ,আমি বাঁধাদিলে পলাশ ওতার ভাই এবংচাচারা  মিলে আমাকে দেশীয় অস্ত্রদিয়ে ফরিঙ্গা কাচাঁবাজারে পিটিয়ে গুরুতর আহত করেন।পরে আমার প্রতিবেশীরা দৌড়িয়ে এসে আমাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।আমি হাসপাতালে চিকিৎসাধীন ছিলাম।
এই বিষয়ে ধামরাই থানার(ওসি অপারেশন) দেবাশীষ বলেন,অভিযোগ পেয়ে ঘঠনাস্থলে গিয়েছি। তদন্ত চলছে,উভয়ের কাগজপত্র দেখে তদন্ত শেষে আইন গত ব্যবস্থা নেওয়া হবে।

এমএসএম / এমএসএম

কুমিল্লার চাঞ্চল্যকর আমিনুল হত্যায় জড়িত সজিবকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১

টুঙ্গিপাড়ায় বিএনপি নেতা শওকত হোসেন দিদার স্মরণে আলোচনা ও দোয়া মাহফিল

মুকসুদপুর সার্কেলের সহকারী পুলিশ সুপারকে প্রেসক্লাবের ত্রুেস্ট প্রদান

সাতক্ষীরায় সাংবাদিকের সাথে মতবিনিময়কালে বিএনপি নেতা এ্যাড. আব্দুস সালাম খান

জাউয়া বাজারে হবে দৃষ্টিনন্দন যাত্রী ছাউনি, জায়গা নির্ধারণ

কুড়িগ্রামে জুলাই শহীদ নুর আলম স্মৃতি দাবা প্রতিযোগিতার চুড়ান্ত খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

প্রাণ ফিরে পেতে চায় পাবনা'র বাদ্যযন্ত্র তৈরির কারিগরেরা

ন্যায় বিচার চেয়ে সাজাপ্রাপ্ত আসামির পরিবারের সংবাদ সম্মেলন

সমাজ ও রাষ্ট্র পরিচালনায় জামায়াত ইসলামের নীতি-আদর্শ অপরিহার্য

রায়গঞ্জে সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতার মৃত্যু : প্রশাসনের অবহেলাকে দায়ী সচেতন মহলের

ধামরাইয়ে অন্যের জমিতে জবরদখলে রাস্তা নির্মাণের চেষ্টা,বাধা দেওয়ায় মারধরও হত্যাচেষ্টা

সীতাকুণ্ডে উপজেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প

ঈশ্বরদীর সাঁড়া ইউনিয়ন বিএনপির নেতা হাক্কে মন্ডল ও তার ছেলের বিরুদ্ধে আরামবাড়িয়ায় সংবাদ সম্মেলন অনুষ্ঠিত