ঢাকা শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬

রায়গঞ্জে সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতার মৃত্যু : প্রশাসনের অবহেলাকে দায়ী সচেতন মহলের


সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ photo সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ
প্রকাশিত: ১৩-৯-২০২৫ দুপুর ৪:৪৮

সিরাজগঞ্জের রায়গঞ্জে সোনাখাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও ৯ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মো. আসাদ আলী সরকার (৫৫) সড়ক দুর্ঘটনার কবলে পড়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে উপজেলার ভুঁইয়াগাঁতী পল্লী বিদ্যুৎ অফিসের সামনে একটি দ্রুতগামী ট্রাকের চাপায় তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা আহত অবস্থায় তাকে দ্রুত বগুড়া টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার অবস্থা সংকটাপন্ন হলে শনিবার ভোরে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। পথে আনার সময় তিনি মারা যান। মৃত্যুর বিষয়টি তার স্বজনেরা নিশ্চিত করেছেন।

স্থানীয়রা অভিযোগ করেছেন, ভুঁইয়াগাঁতী ওভারব্রিজের দক্ষিণ পাশের এই এলাকায় পাশবর্তী সংযোগ সড়ক না থাকায় গত কয়েক মাসে অন্তত ২০ জনের প্রাণহানি ঘটেছে। একের পর এক দুর্ঘটনার জন্য তারা ভুঁইয়াগাঁতী পল্লী বিদ্যুৎ অফিস ও উপজেলা প্রশাসনকে দায়ী করছেন। তারা প্রশ্ন তুলেছেন, “আর কত মানুষ প্রাণ দিয়ে এই ঝুঁকিপূর্ণ রাস্তা সংস্কার বা নিরাপদভাবে খোলা হবে?”

নিহত আসাদ আলীর মৃত্যুতে রায়গঞ্জ উপজেলা বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। আজ বিকেলে তার নামাজে জানাজা বাঁশাইল গ্রামের নিজ বাসভবনে অনুষ্ঠিত হবে।

স্থানীয়দের দাবি, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ ও সড়ক নিরাপত্তা নিশ্চিত করা প্রয়োজন, যাতে আর কোনো প্রাণহানি না ঘটে।

রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হুমায়ুন কবির বলেন, সড়ক দুর্ঘটনায় নিহত ইউপি সদস্যের রুহের মাগফেরাত কামনা করছি। রাস্তাটিতে রোড ডিভাইডার ও পার্শ্ব রাস্তার বিষয়ে সড়ক ও জনপদ বিভাগে আলোচনা করা হয়েছে। পার্শ্ব রাস্তার জন্য পল্লী বিদ্যুৎ অফিসেও যোগাযোগ করা হয়েছে। তারা জানিয়েছে, পার্শ্ব রাস্তা দিলে তাদের অনেক ক্ষতি হবে। তাই এ বিষয়ে খুব শিগগিরই জেলা প্রশাসক মহোদয়কে অবগত করে জননিরাপত্তা নিশ্চিতে কাজ করা হবে।

এমএসএম / এমএসএম

বিজিবির অভিযানে কুমিল্লায় ৬১ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য উদ্ধার

আগামি নির্বাচন হবে গ্রহণযোগ্য ও ইমানদারির : নির্বাচন কমিশনার

রংপুর-৪ আসনে ধানের শীষের প্রচারণা তুঙ্গে, মাঠে যুবদল

৩৮ বছর ইমামতির পর ফুল সজ্জিত প্রাইভেট গাড়িতে ইমামের রাজকীয় বিদায়

দেশবাসীকে ফেলে জামায়াতের নেতাকর্মীরা চরম দুঃসময়েও কোনো দেশে পালায়নি, ‘সামনেও পালাবো না,বললেন, -- ডা. শফিকুর রহমান

শেরপুরে নির্বাচনী প্রচারণার প্রথম দিনে বিএনপির প্রার্থী ডাঃ প্রিয়াঙ্কা: 'আমি শাসক বা নিয়ন্ত্রক নয়, জনগণের সেবক হিসেবে এমপি হতে চাই'

টাঙ্গাইলে জেলা তথ্য অফিসের আয়োজনে ভোটের রিকশা কার্যক্রম শুরু

সারা দেশে হ্যাঁ ভোটের পক্ষে গণজোয়ার : প্রেস সচিব শফিকুল আলম

কুড়িগ্রামে বিজিবির বিশেষ অভিযানে ৪২ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ

ধামইরহাটে আড়ানগর ইউনিয়ন বিএনপির নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

পঞ্চগড়ে ১০ দলীয় জোটের নির্বাচনী জনসভায়, মিছিলে সয়লাভ

ময়মনসিংহে ২২ হাজার পিস ইয়াবাসহ সাজাপ্রাপ্ত হীরা ও সহযোগী গ্রেফতার

ঠিকাদারের গাফিলতিতে ধ্বসে গেছে মাদ্রাসা ভবন