৩৮ বছর ইমামতির পর ফুল সজ্জিত প্রাইভেট গাড়িতে ইমামের রাজকীয় বিদায়
কুমিল্লার লাকসামে পৌরশহরের ২নং ওয়ার্ড পাইকপাড়া দক্ষিণ মসজিদের ইমাম ৩৮ বছর ইমামতি করার পর ফুলে ফুলে সজ্জিত প্রাইভেট গাড়িতে চড়ে একটি মসজিদের ইমামকে রাজকীয়ভাবে বিদায় দেওয়া হয়েছে। শুক্রবার (২৩ জানুয়ারি) ফুলসজ্জিত গাড়িতে করে বাড়িতে পৌঁছে দেওয়া হয়। এ সময় গ্রামের নারী-পুরুষের কান্নায় এক আবেগঘন পরিবেশ তৈরি হয়। বিদায় ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা তাজুল ইসলাম সহ মসজিদ কমিটি ও এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ।
স্থানীয় সূত্রে জানা যায়, ৭০ বছর বয়সী ইমাম মাওলানা মোশারফ হোসেন লালমাই উপজেলার বেলঘর গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে। তিনি ১৯৮৭ সাল থেকে টানা ৩৭ বছর ধরে পাইকপাড়া দক্ষিণ জামে মসজিদের ইমাম ও খতিব হিসেবে দায়িত্ব পালন করেন। বার্ধক্যজনিত কারণে স্বেচ্ছায় অবসর নেওয়ার সিদ্ধান্ত নিলে তাঁর সম্মানে এ ব্যতিক্রমী বিদায় অনুষ্ঠানের আয়োজন করেন এলাকাবাসী।মসজিদ প্রাঙ্গণ থেকে ফুলসজ্জিত প্রাইভেট গাড়িতে করে তাঁকে বাড়িতে পৌঁছে দেওয়া হয়। সেই গাড়ির সামনে দুই সাদা দড়ি ধরে মাদ্রসার ছাত্র, কমিটি, এলাকাবাসীগণ বিদায় জানান। গ্রামের সর্বস্তরের মানুষ ইমামকে বিদায় জানাতে রাস্তার দুই পাশে ভিড় করেন।
পাইকপাড়া দঃ জামে মসজিদ খতিব মাষ্টার আবুল কাশেম শাহজাহান জানান, তিনি দীর্ঘদিন থেকে ইমামতী করেছেন। এছাড়া ও তিনি বিভিন্ন সামাজিক দায়িত্ববোধ করেছেন। আল্লাহপাক যেন তাকে সুস্থ্যতা দান করুন। তিনি শুধু ইমামতি করেননি; আমাদের জীবনের নানা দিকনির্দেশনা দিয়েছেন। তাঁর দীর্ঘ অবদানের স্বীকৃতিস্বরূপ আমরা এমন সম্মাননা দিয়েছি।’
বিদায়ের পূর্বমুহূর্তে আবেগজড়িত কণ্ঠে ইমাম মাও. মোশারফ হোসেন বলেন, ‘জীবনের বড় একটি অংশ এই মসজিদ আর গ্রামের মানুষের মাঝে কেটেছে। আমি সারা জীবন দ্বীনের খেদমতে নিয়োজিত ছিলাম। মানুষ আমাকে এত ভালোবাসে আগে বুঝিনি। আল্লাহর দরবারে শুকরিয়া জানাই, তিনি আমাকে এমন সম্মান দিয়েছেন। সবাই আমার জন্য দোয়া করবেন।’এ গ্রামে এর আগে কখনো এভাবে কোনো ইমামকে বিদায় নিতে দেখা যায়নি বলে জানান স্থানীয় লোকজন। মসজিদের ইমামের প্রতি মানুষের অকৃত্রিম ভালোবাসা ও শ্রদ্ধা এ আয়োজনের মধ্য দিয়ে স্পষ্ট হয়ে ওঠে। উল্লেখ্য মসজিদ কমিটির পক্ষ থেকে ইমাম সাহেবকে ১ লক্ষ টাকা নগদ প্রদান ও কাপড়চোপড়, অন্যান্য সামগ্রী প্রদান করা হয়।
আরমান / আরমান
ধানের শীষের প্রার্থীকে নিয়ে নির্বাচনী সংগীত গেয়ে আলোচনায় রায়গঞ্জের রোমেল
বিজিবির অভিযানে কুমিল্লায় ৬১ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য উদ্ধার
আগামি নির্বাচন হবে গ্রহণযোগ্য ও ইমানদারির : নির্বাচন কমিশনার
রংপুর-৪ আসনে ধানের শীষের প্রচারণা তুঙ্গে, মাঠে যুবদল
৩৮ বছর ইমামতির পর ফুল সজ্জিত প্রাইভেট গাড়িতে ইমামের রাজকীয় বিদায়
দেশবাসীকে ফেলে জামায়াতের নেতাকর্মীরা চরম দুঃসময়েও কোনো দেশে পালায়নি, ‘সামনেও পালাবো না,বললেন, -- ডা. শফিকুর রহমান
শেরপুরে নির্বাচনী প্রচারণার প্রথম দিনে বিএনপির প্রার্থী ডাঃ প্রিয়াঙ্কা: 'আমি শাসক বা নিয়ন্ত্রক নয়, জনগণের সেবক হিসেবে এমপি হতে চাই'
টাঙ্গাইলে জেলা তথ্য অফিসের আয়োজনে ভোটের রিকশা কার্যক্রম শুরু
সারা দেশে হ্যাঁ ভোটের পক্ষে গণজোয়ার : প্রেস সচিব শফিকুল আলম
কুড়িগ্রামে বিজিবির বিশেষ অভিযানে ৪২ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ
ধামইরহাটে আড়ানগর ইউনিয়ন বিএনপির নির্বাচনী জনসভা অনুষ্ঠিত
পঞ্চগড়ে ১০ দলীয় জোটের নির্বাচনী জনসভায়, মিছিলে সয়লাভ