ঢাকা সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫

বাবা-মার নজরদারিতে সবসময় থাকেন তৃপ্তি দিমরি


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৪-৯-২০২৫ বিকাল ৫:২৭

বলিউডের জনপ্রিয় তরুণী অভিনেত্রী তৃপ্তি দিমরি নিজের ব্যক্তিজীবনের এক মজার অভিজ্ঞতা শেয়ার করলেন। সম্প্রতি এক পডকাস্ট অনুষ্ঠানে তিনি জানান, অভিনয়ে সাফল্য পাওয়ার পরও বাবা-মায়ের কঠোর নজরদারির বাইরে তিনি যেতে পারেন না।
তৃপ্তির ভাষায়, ‘আমার বাবা-মা খুবই নিয়মকানুন মানা মানুষ। তাদের মতে, লেখাপড়া করো, চাকরি করো, বিয়ে করো-এতেই জীবন শেষ। এর বাইরে কিছু ভাবার সুযোগ নেই।’
তিনি হাস্যরসের সঙ্গে আরও বলেন, ‘আমার বাবা-মা গুগলে প্রতিদিন আমার নাম সার্চ করেন। কী খবর বেরোলো, কোথায় কী বললাম, সবই তারা খুঁটিয়ে দেখেন। তাদের চোখ এড়িয়ে যাওয়া সম্ভব নয়।’
অভিনয়ের ব্যস্ত জীবনের মাঝেও বাবা-মায়ের এই বাড়তি নজরদারিকে তৃপ্তি বেশ সহজভাবে নিয়েছেন। তিনি বলেন, এতে তার খারাপ লাগে না, বরং মজাই লাগে।
বর্তমানে বলিউডের সবচেয়ে আলোচিত ও ব্যস্ত নায়িকাদের তালিকায় রয়েছেন তৃপ্তি দিমরি। তবে গ্ল্যামার ও জনপ্রিয়তার আড়ালেও বাবা-মায়ের কড়া শাসন আর নজরদারি তার জীবনের অবিচ্ছেদ্য অংশ।

Aminur / Aminur