ঢাকা শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬

দৈনিক সকালের সময় পত্রিকায় সংবাদ প্রকাশ নতুন ঘর পেলেন রায়গঞ্জের অসহায় জহুরা-তোজাম্মেল দম্পতি


সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ photo সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ
প্রকাশিত: ১৫-৯-২০২৫ দুপুর ১:৩৭

সিরাজগঞ্জের রায়গঞ্জে ভাঙা ও জরাজীর্ণ ঘরে বসবাস করা সেই তোজাম্মেল - জহুরা দম্পতিকে টিনের ঘর নির্মাণ করে দিয়েছেন হাউজ অফ মান্নান চ্যারিটেবল ট্রাস্ট। 

এর আগে দৈনিক সকালের সময়সহ বিভিন্ন গণমাধ্যমে ‘ রায়গঞ্জে অসহায় তোজাম্মেল জহুরা দম্পতির মানবেতর জীবনযাপন’ শিরোনামে সংবাদ প্রকাশের পর বিষয়টি প্রচেষ্টা সবার জন্য মানবিক সংগঠনের নজরে আসে।

গতকাল শনিবার  (১৩ সেপ্টেম্বর) হাউজ অফ মান্নান চ্যারিটেবল ট্রাস্টের অর্থায়নে ও প্রচেষ্টা সবার জন্য মানবিক সংগঠনের প্রতিষ্ঠাতা শাহবাজ খান সানি একটি টিন সেট ঘর ও পয়ঃনিষ্কাশনের জন্য টয়লেট নির্মাণ করে দেন। এ সময় লেপ তোশক, বালিশসহ একটি চৌকি অসহায় জহুরা মোজাম্মেল দম্পতির হাতে তুলে দেন।

জহুরা বেগম জানান, সংবাদ প্রকাশের পর প্রচেষ্টা সবার জন্য মানবিক সংগঠনের প্রতিষ্ঠাতা তার জরাজীর্ণ ঘরটি পরিদর্শন করেন। কয়েকদিনের ব্যবধানে টিন, সিমেন্টের খুঁটি ও বাঁশ নিয়ে এসে ঘরের নির্মাণ কাজ শুরু করা হয়। বর্তমানে ঘরের কাজ শেষ হয়েছে। 

তিনি বলেন, নতুন ঘর পেয়ে আমি অনেক খুশি। এখন শীত কিংবা বর্ষাতে আর কষ্ট করতে হবে না। কখনও ভাবিনি আমার থাকার জন্য নতুন ঘর হবে।আগে বৃষ্টি নামছে, পানি পড়েছে। অনেক কষ্ট করছি। এখন সানি ভাই আমাকে ঘর দিয়েছে, যাবতীয় সব কিছু দিয়েছে। আমি অনেক খুশি। অনেকদিন শান্তিতে ঘুমায়নি। এখন থেকে শান্তিতে ঘুমাতে পারব। এত তাড়াতাড়ি ঘর পেয়ে তিনি সহযোগীদের জন্য দোয়া করেন। এর আগেও তিনি এই সংগঠনের পক্ষ থেকে একটি হুইল চেয়ার, সাবলম্বী উপকরণ হিসাবে দুটি মা ছাগল ও বাজার সামগ্রী সহায়তা পান।

প্রতিবেশী আতিকুল ইসলাম জানান, জহুরা বেগমের কষ্ট ছিল অসহনীয়। প্রায়ই তিনি কাঁদতে কাঁদতে প্রতিবেশীদের কাছে যেতেন, কিন্তু বাস্তবে তেমন সহযোগিতা পাননি। অবশেষে নতুন ঘর ও প্রয়োজনীয় সবকিছু পেয়েছে। তার খুশিতে আমরাও খুশি। 

প্রচেষ্টা সবার জন্য মানবিক সংগঠনের প্রতিষ্ঠাতা শাহবাজ খান সানি বলেন, অসহায় মোজাম্মেলকে নিয়ে প্রকাশিত খবরটি আমার নজরে আসলে  ঘরের জায়গাটির মালিক অন্য এক ব্যক্তি হওয়ার কারণে সেখানে পাকা ঘর করে দেওয়া সম্ভব হয়নি। তবে বসবাসের উপযুক্ত টিনের ঘর ও পাকা টয়লেট, আসবাপত্রসহ হুইল চেয়ার, সাবলম্বী উপকরণ দেওয়া হয়েছে। আমাদের সংগঠনের পক্ষে থেকে এ নিয়ে মোট ১০৬ টি আপন নিবাস ঘর উপহার দেওয়া হলো। ঘর উদ্বোধনের সময় স্বপ্ন নিয়ে পথ চলা সংগঠনের প্রতিষ্ঠাতা এস এম বাহাদুর আলী, স্বেচ্ছাসেবী রাজু আহমেদ রুবেল, নাজমুল ইসলাম, আরাফাত ও গণমাধ্যম কর্মী সাইদুল ইসলাম আবির উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

বিজিবির অভিযানে কুমিল্লায় ৬১ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য উদ্ধার

আগামি নির্বাচন হবে গ্রহণযোগ্য ও ইমানদারির : নির্বাচন কমিশনার

রংপুর-৪ আসনে ধানের শীষের প্রচারণা তুঙ্গে, মাঠে যুবদল

৩৮ বছর ইমামতির পর ফুল সজ্জিত প্রাইভেট গাড়িতে ইমামের রাজকীয় বিদায়

দেশবাসীকে ফেলে জামায়াতের নেতাকর্মীরা চরম দুঃসময়েও কোনো দেশে পালায়নি, ‘সামনেও পালাবো না,বললেন, -- ডা. শফিকুর রহমান

শেরপুরে নির্বাচনী প্রচারণার প্রথম দিনে বিএনপির প্রার্থী ডাঃ প্রিয়াঙ্কা: 'আমি শাসক বা নিয়ন্ত্রক নয়, জনগণের সেবক হিসেবে এমপি হতে চাই'

টাঙ্গাইলে জেলা তথ্য অফিসের আয়োজনে ভোটের রিকশা কার্যক্রম শুরু

সারা দেশে হ্যাঁ ভোটের পক্ষে গণজোয়ার : প্রেস সচিব শফিকুল আলম

কুড়িগ্রামে বিজিবির বিশেষ অভিযানে ৪২ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ

ধামইরহাটে আড়ানগর ইউনিয়ন বিএনপির নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

পঞ্চগড়ে ১০ দলীয় জোটের নির্বাচনী জনসভায়, মিছিলে সয়লাভ

ময়মনসিংহে ২২ হাজার পিস ইয়াবাসহ সাজাপ্রাপ্ত হীরা ও সহযোগী গ্রেফতার

ঠিকাদারের গাফিলতিতে ধ্বসে গেছে মাদ্রাসা ভবন