ঢাকা রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫

দৈনিক সকালের সময় পত্রিকায় সংবাদ প্রকাশ নতুন ঘর পেলেন রায়গঞ্জের অসহায় জহুরা-তোজাম্মেল দম্পতি


সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ photo সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ
প্রকাশিত: ১৫-৯-২০২৫ দুপুর ১:৩৭

সিরাজগঞ্জের রায়গঞ্জে ভাঙা ও জরাজীর্ণ ঘরে বসবাস করা সেই তোজাম্মেল - জহুরা দম্পতিকে টিনের ঘর নির্মাণ করে দিয়েছেন হাউজ অফ মান্নান চ্যারিটেবল ট্রাস্ট। 

এর আগে দৈনিক সকালের সময়সহ বিভিন্ন গণমাধ্যমে ‘ রায়গঞ্জে অসহায় তোজাম্মেল জহুরা দম্পতির মানবেতর জীবনযাপন’ শিরোনামে সংবাদ প্রকাশের পর বিষয়টি প্রচেষ্টা সবার জন্য মানবিক সংগঠনের নজরে আসে।

গতকাল শনিবার  (১৩ সেপ্টেম্বর) হাউজ অফ মান্নান চ্যারিটেবল ট্রাস্টের অর্থায়নে ও প্রচেষ্টা সবার জন্য মানবিক সংগঠনের প্রতিষ্ঠাতা শাহবাজ খান সানি একটি টিন সেট ঘর ও পয়ঃনিষ্কাশনের জন্য টয়লেট নির্মাণ করে দেন। এ সময় লেপ তোশক, বালিশসহ একটি চৌকি অসহায় জহুরা মোজাম্মেল দম্পতির হাতে তুলে দেন।

জহুরা বেগম জানান, সংবাদ প্রকাশের পর প্রচেষ্টা সবার জন্য মানবিক সংগঠনের প্রতিষ্ঠাতা তার জরাজীর্ণ ঘরটি পরিদর্শন করেন। কয়েকদিনের ব্যবধানে টিন, সিমেন্টের খুঁটি ও বাঁশ নিয়ে এসে ঘরের নির্মাণ কাজ শুরু করা হয়। বর্তমানে ঘরের কাজ শেষ হয়েছে। 

তিনি বলেন, নতুন ঘর পেয়ে আমি অনেক খুশি। এখন শীত কিংবা বর্ষাতে আর কষ্ট করতে হবে না। কখনও ভাবিনি আমার থাকার জন্য নতুন ঘর হবে।আগে বৃষ্টি নামছে, পানি পড়েছে। অনেক কষ্ট করছি। এখন সানি ভাই আমাকে ঘর দিয়েছে, যাবতীয় সব কিছু দিয়েছে। আমি অনেক খুশি। অনেকদিন শান্তিতে ঘুমায়নি। এখন থেকে শান্তিতে ঘুমাতে পারব। এত তাড়াতাড়ি ঘর পেয়ে তিনি সহযোগীদের জন্য দোয়া করেন। এর আগেও তিনি এই সংগঠনের পক্ষ থেকে একটি হুইল চেয়ার, সাবলম্বী উপকরণ হিসাবে দুটি মা ছাগল ও বাজার সামগ্রী সহায়তা পান।

প্রতিবেশী আতিকুল ইসলাম জানান, জহুরা বেগমের কষ্ট ছিল অসহনীয়। প্রায়ই তিনি কাঁদতে কাঁদতে প্রতিবেশীদের কাছে যেতেন, কিন্তু বাস্তবে তেমন সহযোগিতা পাননি। অবশেষে নতুন ঘর ও প্রয়োজনীয় সবকিছু পেয়েছে। তার খুশিতে আমরাও খুশি। 

প্রচেষ্টা সবার জন্য মানবিক সংগঠনের প্রতিষ্ঠাতা শাহবাজ খান সানি বলেন, অসহায় মোজাম্মেলকে নিয়ে প্রকাশিত খবরটি আমার নজরে আসলে  ঘরের জায়গাটির মালিক অন্য এক ব্যক্তি হওয়ার কারণে সেখানে পাকা ঘর করে দেওয়া সম্ভব হয়নি। তবে বসবাসের উপযুক্ত টিনের ঘর ও পাকা টয়লেট, আসবাপত্রসহ হুইল চেয়ার, সাবলম্বী উপকরণ দেওয়া হয়েছে। আমাদের সংগঠনের পক্ষে থেকে এ নিয়ে মোট ১০৬ টি আপন নিবাস ঘর উপহার দেওয়া হলো। ঘর উদ্বোধনের সময় স্বপ্ন নিয়ে পথ চলা সংগঠনের প্রতিষ্ঠাতা এস এম বাহাদুর আলী, স্বেচ্ছাসেবী রাজু আহমেদ রুবেল, নাজমুল ইসলাম, আরাফাত ও গণমাধ্যম কর্মী সাইদুল ইসলাম আবির উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

জুড়ীতে অবসরপ্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনা

কচুয়ায় ছেলের দায়ের কোপে বাবার মৃত্যু

আওয়ামী লীগ নেতার দুর্নীতি ঢাকতে সাংবাদিককে দেখে নেয়ার হুমকি দিল ঝিনাইদহের নব্য হিরণ মুসা মেম্বার

টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভবন থাকলেও পর্যাপ্ত জনবল নেই,ব্যাহত হচ্ছে স্বাস্থ্যসেবা

নবীনগরে বিএনপির মনোনীত প্রার্থী অ্যাডভোকেট এম. এ. মান্নানের নির্বাচনী জনসমাবেশ জনসমুদ্রে পরিণত

কুমিল্লায় ইমাম–খতীব সম্মেলন রোববার,প্রধান অতিথি ধর্ম উপদেষ্টা

নন্দীগ্রামে ড. মোস্তফা ফয়সাল পারভেজের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ

আওয়ামী দোসরদের পুনর্বাসন প্রক্রিয়া প্রতিহতের আহ্বান সাংবাদিকদের

লাকসামে জামায়াত প্রার্থী সরওয়ারের বিশাল হোন্ডা র‌্যালী

মনপুরায় সফরকালে সুধীবৃন্দের সাথে মতবিনিময় সভা করেন জেলা প্রশাসক

দুমকীতে ঝুঁকিপূর্ণ ভবনে চলছে শিক্ষার্থীদের পাঠদান

এখনো লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত হয়নি-নেত্রকোনায়-জামায়াত নেতা মতিউর রহমান আকন্দ

ফাঁদে ফেলে অশ্লীল ভিডিও ধারণ করে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়া প্রতারক গ্রেপ্তার