ঢাকা শুক্রবার, ২৩ জানুয়ারী, ২০২৬

নির্বাচনী লড়াইয়ে টিকে গেলেন কারা?


ইভা আক্তার, গবি photo ইভা আক্তার, গবি
প্রকাশিত: ১৬-৯-২০২৫ দুপুর ১২:৫৪

গণ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় সংসদ (গকসু) নির্বাচনে জমে উঠেছে চূড়ান্ত লড়াই। দীর্ঘ ৭ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রত্যাশিত এই ভোটযুদ্ধ। রিটার্নিং অফিস থেকে প্রকাশিত তালিকায় ৬৭ জন প্রার্থী টিকে গেছেন, আর ৭ জন ছিটকে গেছেন।

রবিবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে আনুষ্ঠানিকভাবে এই তালিকা প্রকাশ করা হয়। বাদ পড়াদের মধ্যে কারও ডোপ টেস্ট পজিটিভ এসেছে, কেউ পরীক্ষা দেননি, আবার কয়েকজন স্বেচ্ছায় সরে দাঁড়িয়েছেন।

চূড়ান্ত তালিকায় সহ-সভাপতি (ভিপি) পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন ৯ জন- রাজিব হোসেন (ফলিত গণিত), আবু সুফিয়ান মুছা (ভেটেরিনারি), রাকিব (আইন), মো. আব্দুল মাজেদ সালাফি (ভেটেরিনারি), মো. রিফাত হোসাইন (আইন), নাসিম (রসায়ন), শেখ খোদারনূর ইসলাম (আইন), ইয়াছিন আল মৃদুল দেওয়ান (বাংলা) ও মো. নির্জন (আইন)।

সাধারণ সম্পাদক (জিএস) পদে হাড্ডাহাড্ডি লড়াই হবে ৪ জনের মধ্যে- মো. রায়হান খান (ভেটেরিনারি), আফসানা মিমি (এমপিবিএমই), মো. অন্তু দেওয়ান (আইন) ও রিদুয়ানুল ইসলাম মানিক (বিএমবি)। সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মো. জাহিদ হাসান (কৃষি), শিফাতুর রহমান শিশির (ইংরেজি) ও সামিউল হাসান শোভন (এমপিবিএমই)।

কোষাধ্যক্ষ পদে লড়বেন ৪ জন- ওবাইদুর রহমান সবুজ (বিবিএ), জাহিদ হাসান (আইন), খন্দকার আব্দুর রহিম (ফার্মেসি) ও সালাউদ্দীন (সিএসই)। ক্রীড়া সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন মাহমুদুল হাসান রাব্বি (আইন), মো. আবদুল্লাহ আল বাকির (সিএসই) ও ফয়সাল আহমেদ (বাংলা)। সহ-ক্রীড়া সম্পাদক পদে হাড্ডাহাড্ডি প্রতিযোগিতায় নাম লিখিয়েছেন মহিউদ্দিন শিহাব (আইন), মো. শহিদুল্লাহ (ভেটেরিনারি), আব্দুল্লাহ আল নোহান (মাইক্রোবায়োলজি) ও মো. ফাহিম মিয়া (ভেটেরিনারি)।

সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে ৩ জন- মো. মারুফ (ভেটেরিনারি), রাকিব রায়হান (রাজনীতি ও প্রশাসন) ও সৌরভ কান্তি নাথ তন্ময় (বিএমবি)- এখন চূড়ান্ত লড়াইয়ে। আর সহ-সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন মো. হৃদয় হোসেন (রসায়ন) ও লীশা চাকমা (সমাজবিজ্ঞান ও সমাজকর্ম)।

দপ্তর সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৫ জন- প্রিন্স সম্রাট মুস্তাকিম (আইন), মো. নাছির উদ্দিন সারোয়ার (এমপিবিএমই), শারমিন আক্তার (সমাজবিজ্ঞান ও সমাজকর্ম), এম.এম. মাহফুজুল মিয়া ও উল্লাস কুমার দত্ত আকাশ (আইন)।

প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে ভোটযুদ্ধে রয়েছেন জুবায়ের আহমেদ (আইন), মেঘলা আক্তার (রসায়ন), মো. জান্নাতুল ফেরদৌস (ভেটেরিনারি) ও মো. রাশেদুল ইসলাম (ভেটেরিনারি)।

সমাজকল্যাণ ও ক্যান্টিন সম্পাদক পদে ৪ জনের প্রতিযোগিতা- মো. মনোয়ার হোসেন অন্তর (ইইই), নাজমুল হোসেন রিমন (সমাজবিজ্ঞান ও সমাজকর্ম), মো. ইমরান তামজিদ (ভেটেরিনারি) ও মাশরুক মাহমুদ (ফলিত গণিত)।

এছাড়া বিভিন্ন সম্পাদকীয় ও কার্যনির্বাহী সদস্য পদে কৃষি, ভেটেরিনারি, কলা ও সমাজবিজ্ঞান, বিজ্ঞান ও প্রকৌশল এবং স্বাস্থ্য বিজ্ঞান অনুষদের শিক্ষার্থীরাও টিকে গেছেন চূড়ান্ত দৌড়ে।

অন্যদিকে বাতিল প্রার্থীদের মধ্যে আছেন ভিপি পদে মো. জামিল রাব্বি (ভেটেরিনারি), সহ-সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে মো. আলিমুল হাসান (ইইই), নাদিয়া ইসলাম তৃষা (এমপিবিএমই) ও সুমাইয়া আক্তার জেরিন (আইন), প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে নামিরা জামান (এমপিবিএমই), সমাজকল্যাণ ও ক্যান্টিন সম্পাদক পদে মো. রাকিবুল হাসান জয় (আইন) এবং কার্যনির্বাহী সদস্য পদে জান্নাতুল ফেরদৌস লামিশা (বাংলা)।

তাদের মধ্যে জামিল রাব্বি, সুমাইয়া আক্তার জেরিন, নামিরা জামান ও রাকিবুল হাসান জয় নিজ ইচ্ছায় প্রার্থিতা প্রত্যাহার করেছেন বলে জানায় রিটার্নিং অফিস।

চূড়ান্ত তালিকা প্রকাশের পর থেকেই প্রার্থীরা এখন ভোটযুদ্ধে নামতে প্রস্তুত। আগামী ২৫ সেপ্টেম্বর গণ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ। সর্বশেষ গকসু নির্বাচন হয়েছিল ২০১৮ সালের ১৫ ফেব্রুয়ারি। দীর্ঘ বিরতির পর এবার ভোট ঘিরে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।

এমএসএম / এমএসএম

শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে বড়লেখায় শিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

সায়েন্সল্যাবে ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৬৯ হাজার

ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে শেকৃবি ছাত্রদল নেতার খাবার বিতরণ

জকসুর ২৩ কেন্দ্রের ফল, ফের ভিপি-জিএস-এজিএসেে এগিয়ে শিবির

জকসুর ৮ কেন্দ্রের ফল প্রকাশ, ভিপি পদে হাড্ডাহাড্ডি লড়াই

প্রধান শিক্ষককে অবৈধভাবে সাময়িক বহিষ্কারসহ অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

শেষ হলো জকসু নির্বাচন, শিক্ষার্থীদের ক্যাম্পাস ছাড়ার নির্দেশ

জকসু নির্বাচন সুষ্ঠু হওয়ার ব্যাপারে আশাবাদী শিক্ষার্থীরা

জকসুর ভোটগ্রহণ শুরু

নতুন বইয়ে উচ্ছ্বাস প্রাথমিকের শিশুদের, অপেক্ষায় মাধ্যমিক শিক্ষার্থীরা

শেকৃবিতে নিয়োগের সিন্ডিকেট সভা ঘিরে মারামারি