ঢাকা মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫

চাঁপাইনবাবগঞ্জের গ্রামীণ নারী উদ্যোক্তা শরিফা খাতুনের সাফল্যের গল্প


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি photo চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৬-৯-২০২৫ দুপুর ১:৩১

চাঁপাইনবাবগঞ্জ জেলার উপর রাজা রামপুর গ্রামের মেয়ে মোসাঃ শরিফা খাতুন। ছোট্ট এই গ্রাম থেকেই তাঁর জীবনের যাত্রা শুরু। শৈশবের স্বপ্ন ছিল—নিজেকে স্বাবলম্বী করা, পরিবারকে সহযোগিতা করা এবং সমাজের অন্য নারীদের অনুপ্রাণিত করা। আজ সেই স্বপ্ন বাস্তবে রূপ পেয়েছে।

শরিফা খাতুনের উদ্যোক্তা জীবনের সবচেয়ে বড় শক্তি তাঁর পরিবার। মা সবসময় শিখিয়েছেন ”মেয়ে মানেই দুর্বল নয়, মেয়ে মানেই সক্ষম, যদি সে নিজের সামর্থ্যকে কাজে লাগাতে জানে।” স্বামী সবসময় পাশে থেকে সাহস যুগিয়েছেন, আর শাশুড়ি হয়েছেন তাঁর সবচেয়ে বড় সহযোগী—মানসিক, আর্থিক এমনকি শারীরিক শ্রম দিয়েও।

প্রতিষ্ঠান: প্রচেষ্টা নকশী কর্ণার
শখের বসে নকশীকাঁথা তৈরির মধ্য দিয়েই শুরু হয় শরিফা খাতুনের উদ্যোক্তা যাত্রা। ধীরে ধীরে তা পরিণত হয় ব্যবসায়। গড়ে ওঠে তাঁর প্রতিষ্ঠান “প্রচেষ্টা নকশী কর্ণার”। নামের মতোই এর প্রতিটি সাফল্যের পেছনে রয়েছে তাঁর অবিরাম প্রচেষ্টা।

প্রতিষ্ঠানে বর্তমানে উৎপাদিত পণ্যসমূহ
ঐতিহ্যবাহী নকশীকাঁথা,হাতের কাজের থ্রিপিস ও পাঞ্জাবি,চাঁপাইনবাবগঞ্জের বিখ্যাত আমসত্ত্ব,প্রাকৃতিক হোমমেড চুলের তেল,পরিবেশবান্ধব কাগজের কলম (সবচেয়ে আকর্ষণীয় পণ্য)

"পরিবেশবান্ধব কাগজের কলম"
পরিবেশের ক্ষতি কমাতে প্লাস্টিকের বিকল্প হিসেবে তিনি তৈরি করেছেন কাগজের কলম। বিশেষত্ব হলো—এই কলমের ভেতরে বীজ থাকে। ব্যবহার শেষে মাটিতে ফেলে দিলে কলম থেকেই জন্ম নিতে পারে একটি নতুন গাছ। এই উদ্যোগ শুধু ব্যবসায়িক সাফল্যই নয়, বরং সামাজিক পরিচিতি এনে দিয়েছে তাঁকে। দেশের বিভিন্ন মেলায় প্রদর্শিত হওয়ার পর শিক্ষাপ্রতিষ্ঠান, সংগঠন এবং পরিবেশ সচেতন মানুষরা এই কলম ব্যবহার শুরু করেছেন।

"সাফল্যের গল্প"
সামাজিক যোগাযোগমাধ্যম ও স্থানীয় বাজারের মাধ্যমে তাঁর ব্যবসা ছড়িয়ে পড়ে সারা দেশে। তিনি নিয়মিত মেলায় অংশ নিচ্ছেন, এমনকি দেশের বাইরেও মেলায় অংশ নেওয়ার সুযোগ পেয়েছেন। বর্তমানে তাঁর প্রতিষ্ঠানে কয়েকজন নারী নিয়মিত কাজ করছেন এবং নিজেদের পরিবার চালানোর মতো আয়ের পথ খুঁজে পেয়েছেন। শুরুতে মূলধনের অভাব, বাজারজাতকরণের সীমাবদ্ধতা এবং সমাজের বাঁধার মুখোমুখি হলেও তিনি হাল ছাড়েননি। সততা, ধৈর্য ও পরিশ্রম দিয়ে জয় করেছেন প্রতিকূলতাকে।

ভবিষ্যৎ পরিকল্পনা:
শরিফা খাতুন চান “প্রচেষ্টা নকশী কর্ণার”-কে আরও বড় পরিসরে নিয়ে যেতে।গ্রামীণ নারীদের কর্মসংস্থানের সুযোগ বাড়াতে।নকশীকাঁথা, হস্তশিল্প, প্রাকৃতিক পণ্য এবং কাগজের কলম আন্তর্জাতিক অঙ্গনে পরিচিত করতে।

জয়িতা পুরস্কারের যোগ্য প্রার্থী:
আজ তিনি গর্বের সাথে বলতে পারেন, পরিবারের সহযোগিতা, নিজের পরিশ্রম এবং অদম্য ইচ্ছাশক্তিই তাঁকে আজকের অবস্থানে পৌঁছে দিয়েছে। তাঁর যাত্রা শুধু একজন নারীর স্বাবলম্বী হওয়ার গল্প নয়, বরং স্বপ্ন, সংগ্রাম আর সফলতার প্রতিচ্ছবি।এই কারণেই তিনি “জয়িতা পুরস্কার অর্থনৈতিক স্বাবলম্বী ক্যাটাগরি”এর যোগ্য প্রার্থী

এমএসএম / এমএসএম

আশুলিয়ার জামগড়ায় সেনাবাহিনীর অভিযানে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

অবৈধভাবে কানাডা থেকে ফ্যাসিস্ট আওয়ামী লীগ নেতা বালু পাপ্পির নিরব চাঁদাবাজি

চুয়াডাঙ্গায় বিষাক্ত মদে ছয়জনের প্রাণহানি

মধুখালী পাইলট উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনে প্রেসক্লাবের সভাপতি সহ তিনজন মনোনয়নপত্র সংগ্রহ

বারহাট্টায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

নোয়াখালী সুবর্ণচরে রাস্তায় প্রকাশ্যে যুবককে গলা কেটে হত্যা

টাঙ্গাইলকে ঢাকা বিভাগে রাখার দাবিতে উত্তাল যমুনা সেতু মহাসড়ক

আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে জয়পুরহাটে আলোচনা সভা

মাগুরায় আসন্ন কাবাডি ও ক্রিকেট লীগ উপলক্ষে মিট দ্যা প্রেস অনুষ্ঠিত

পঞ্চগড়ে ঘরে ঘরে জনে জনে কর্মসূচি নিয়ে ব্যারিস্টার নওশাদ জমির

বিরামপুরে দূর্যোগ প্রশমন দিবস পালিত

নাচোলে তে-ভাগা আন্দোলনের বীরাঙ্গনা নেত্রী ইলামিত্রের ২৩ তম মৃত্যু বাষিকী পালিত

পিরোজপুরে উদ্দীপনের উদ্যোগে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন