ঢাকা শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫

পঞ্চগড় জেলার গুণী শিক্ষক মিজানুর রহমান


বোদা (পঞ্চগড়) প্রতিনিধি photo বোদা (পঞ্চগড়) প্রতিনিধি
প্রকাশিত: ১৬-৯-২০২৫ দুপুর ১:৩৪

পঞ্চগড়ে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত হয়েছেন বোদা উপজেলার বড়য়াপাড়া (নতুনহাট) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মিজানুর রহমান। পঞ্চগড় জেলার গুনী প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক প্রতিযোগীয় তিনি গুণী সহকারী শিক্ষক হওয়ার গৌরব অর্জন করেছেন। 
জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, ১৪ সেপ্টেম্বর জেলার গুণী শিক্ষক বাছাই কমিটির আয়োজিত প্রতিযোগীতায় অংশ নিয়ে তিনি “গুনী সহকারী শিক্ষক” নির্বাচিত হন। জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সমেশ চন্দ্র মজুমদার এর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে শ্রেষ্ঠ গুনী সহকারী শিক্ষক মিজানুর রহমানের নাম প্রকাশিত হয়। 
দীর্ঘদিনের নিষ্ঠা, শিক্ষার্থীদের প্রতি ভালোবাসা, সৃজনশীল উদ্যোগ, বিদ্যালয় পরিচালনায় সক্রিয় ভূমিকা ও সম্প্রদায়ের সঙ্গে নিবিড় সম্পর্ক সব মিলিয়েই অর্জন করেছেন এ স্বীকৃতি। সহকারী শিক্ষক মিজানুর রহমান এ অর্জনে উচ্ছ্বসিত। তিনি বলেন, শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত হয়ে মনে হচ্ছে আমার পরিশ্রম সফল হয়েছে। এই অর্জন আমার নিজের নয়, আমার শিক্ষার্থীদেরও। তাঁদের প্রতিদিনের হাসি আর স্বপ্নই আমাকে নতুনভাবে অনুপ্রাণিত করে।’
উল্লেখ্য সহকারী শিক্ষক মিজানুর রহমান এর আগেও ২০২২ সালে জাতীয় শিক্ষা পদকে জেলার শ্রেষ্ঠ সহকারী শিক্ষক হিসেবে বিভাগীয় পর্যায়ে অংশগ্রহন করেন। তিনি বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি, বোদা উপজেলা শাখার আইসিটি বিষয়ক সম্পাদক এবং জেলা আইসিটি এম্বেসেডর পঞ্চগড়ে দায়ীত্ব পালন করছেন। বড়ুয়াপাড়া (নতুনহাট) সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অত্যন্ত দক্ষতা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের পাশাপাশি শিক্ষামূলক ও সামাজিক কর্মকাণ্ডের সাথে জড়িত আছেন। তিনি তার নিষ্ঠা, কর্তব্যপরায়ণতা, অধ্যবসায় ও কঠোর পরিশ্রমের কারণে শিক্ষার্থী ও অভিভাবকের কাছে জনপ্রিয় শিক্ষিক হিসেবে পরিচিত। তিনি বিদ্যালয়ের শ্রেণিকক্ষে আকর্ষণীয় পাঠদান থেকে শুরু করে সমাবেশ, খেলাধূলা, সাংস্কৃতিক কার্যক্রম, বিশেষ ক্লাস নেওয়া সহ প্রতিটি ক্ষেত্রেই রয়েছে সক্রিয় অংশগ্রহণ।
শিক্ষক মিজানুর রহমান জেলার বোদা উপজেলার ঝলইশালশিরী ইউনিয়নের ডাবরভাঙ্গা গ্রামের সোলেমান আলীর পুত্র। তিনি ২০১৬ সালে সহকারী শিক্ষক পদে চাকুরীতে যোগদান করেন। তিনি ২০০৩ সালে মাধ্যমিক সহ কৃতিত্বের সাথে উচ্চ মাধ্যমিক, বিএসএস (অনার্স), মাস্টার্স, ডি.পি.এড, এম.এড সম্পন্ন করেন। 

এমএসএম / এমএসএম

জাঁকজমক ও আনন্দঘন পরিবেশে পাবনা জেলার ১৯৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নওগাঁয় হারিয়েছে প্যাডেল চালিত রিকশাঃ ভরসা এখন ব্যাটারি চালিত অটোরিকশা

বীর মুক্তিযোদ্ধা হুমায়ন মিয়াকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

রাজস্থলীতে নিয়ন্ত্রন হারিয়ে বাস খাদে, আহত ১

আদমজী ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষার্থী জিহাদ হোসেন এইচএসসিতে জিপিএ-৫ অর্জন

আদমদীঘিতে বিএনপির কর্মিসভা অনুষ্ঠিত

বাউফলের জেলেদের চাল বিতরণে অনিয়ম: ইউপি সচিবকে শোকজ

লাকসাম ও মনোহরগঞ্জে কোন বৈষম্য রাখবো নাঃ আবুল কালাম

হাটহাজারীতে সরকারি পথে সেমিপাকা ঘর নির্মাণ করে প্রতিবন্ধকতা, চরম দুর্ভোগে কয়েক হাজার মানুষ

বালিয়াকান্দিতে ৩১ দফা বাস্তবায়নে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

ছুটির দিনেও চড়া মোহনগঞ্জে সবজির বাজার

রায়গঞ্জে ব্যারিস্টার বাতেন : ‘৩১ দফাই শান্তি ও সমৃদ্ধির রূপরেখা’

নরসিংদীতে সবজির বাজারে অস্থিরতা