দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিত করণে বাঁশখালীতে পুলিশের মতবিনিময়
সনাতনী ধর্মাবলম্বীদের ধর্মীয় মহোৎসব আসন্ন শারদীয় দূর্গাপূজা ২০২৫ উপলক্ষে সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি ও নিরাপত্তা নিশ্চিত করতে পূজা উদযাপন কমিটির সাথে চট্টগ্রামের বাঁশখালী থানা পুলিশের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬ টায় বাঁশখালী থানা পুলিশ মিলনায়তন হলরুমে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাঁশখালী থানা অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম।
থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) সুধাংশু শেখর হালদারের সভাপতিত্বে ও সেকেন্ড অফিসার মোঃ আরিফ হোসেনের সঞ্চলনায় সভায় বাঁশখালী উপজেলার ৮৮টি দূর্গ পূজা মন্ডপ থেকে আগত পূজা উদযাপন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সনাতন ধর্মালম্বীদের বিভিন্ন শ্রেণীর গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভায় আরও উপস্থিত ছিলেন রামদাশ মুন্সিরহাট তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর তপন কুমার বাকচী, বাঁশখালী থানার অফিসার ও ফোর্স, বাঁশখালী পূজা উদযাপন পরিষদের যুগ্ম আহবায়ক জন্টু কুমার দাশ, সদস্য সচিব প্রকৌশলী সঞ্জয় চক্রবর্তী মানিক, প্রকৌশলী রনি সরকার এবং বাঁশখালী পূজা উদযাপন পরিষদের একাংশের আহবায়ক সন্ধ্যা রাণী দাশসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবন্দ। মতবিনিময় সভায় আসন্ন দুর্গাপূজা উপলক্ষে পূজা মণ্ডপ এলাকায় নিরাপত্তা নিশ্চিতকল্পে সিসিটিভি ক্যামেরা স্থাপন, স্বেচ্ছাসেবক টিম গঠন, অগ্নিনির্বাপণ ব্যবস্থা, ট্রাফিক নিয়ন্ত্রণ ও পর্যাপ্ত আলোর ব্যবস্থাসহ সার্বিক প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বাঁশখালী থানার (ওসি) সাইফুল ইসলাম বক্তব্যের শুরুতেই আসন্ন শারদীয় দূর্গাউৎসব উপলক্ষে বাঁশখালী উপজেলার সনাতনী ধর্মালম্বীদেরকে শারদীয় শুভেচ্ছা জ্ঞাপন করেন। প্রধান অতিথি তার বক্তব্যে পূজা চলাকালীন সময়ে আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সবোর্চ্চ নিরাপত্তা নিশ্চিত করণের আশ্বাস প্রদান করেন এবং পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দকে সরকারি বিধি-নিষেধ মেনে চলার আহবান জানান, অফিসার ইনচার্জ বাঁশখালী থানার পক্ষ থেকে প্রতিটি পূজা মন্ডপের জন্য একটি করে রেজিস্টার বন্টন করা হয়েছে, যাতে করে পূজা চলাকালীন সময়ে পুলিশ,আনসার ও সেচ্ছাসেবক গণের ডিউটির বিষয়টি পর্যায়ক্রমে লিখে রাখতে পারে। জরুরী প্রয়োজনে যোগাযোগের জন্য সরকারের বিভিন্ন সংস্থার গুরুতপূর্ণ নাম্বার সম্বলিত ফেস্টুন প্রতিটি পূজা মন্ডপের জন্য বিতরণ হবে। পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দদের পক্ষ থেকে যে সকল সমস্যাগুলো তুলে ধরা হয়েছে সেগুলো সমাধানের লক্ষ্যে কাজ করা হবে বলে আশ্বাস প্রদান করা হয়। পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ সার্বিক সহযোগিতা অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন এবং ধর্মীয় সম্প্রীতি রক্ষায় সবাই একযোগে কাজ করার প্রতিশ্রুতির মাধ্যমে মতবিনিময় সভা সমাপ্ত হয়।
এমএসএম / এমএসএম
লক্ষ্মীপুর-২ আসনে আচরণবিধি লঙ্ঘন, বিএনপি সমর্থকের অর্থদন্ড
মহেশখালীতে যৌথ অভিযানে ছয়টি দেশীয় আগ্নেয়াস্ত্র সহ আটক একজন
তানোর থানার মোড় এলাকায় একাধিক বাড়িতে ফ্রিজ–টিভিসহ বৈদ্যুতিক যন্ত্রপাতি বিকল
তালা লাগিয়ে বিএনপি নেতার ঘরে আগুন, প্রাণ গেলো ঘুমন্ত শিশুর
নড়াইলে অবৈধ অস্ত্র উদ্ধারের দাবিতে সড়ক অবরোধ
জুড়ীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি কোয়াব ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন
হাদি’র হত্যার প্রতিবাদে বেনাপোলে বিক্ষোভ মিছিল
শেরপুরে অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান: পাঁচ ভাটার কার্যক্রম বন্ধের নির্দেশ, জরিমানা ১৭ লাখ টাকা
চাঁদপুরে মাদকবিরোধী ক্রিকেট টুর্নামেন্ট শুরু
রাঙ্গামাটিতে বিএনপি প্রার্থী দীপেন দেওয়ানের মনোনয়নপত্র সংগ্রহ
ওসমান হাদির মৃত্যুতে গোবিপ্রবি উপাচার্যের শোক
রাণীশংকৈলে সাংবাদিকদের সাথে নবাগত ওসির মতবিনিময়