ঢাকা বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫

কৃষকরা বিপাকে

কুড়িগ্রামে ৩৩ হাজার মেট্রিক টন আলু অবিক্রিত


কুড়িগ্রাম প্রতিনিধি photo কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১৭-৯-২০২৫ দুপুর ২:৯

কুড়িগ্রামে চারটি হিমাগারে ৩৩ হাজার মেট্রিক টন  আলু অবিক্রীত অবস্থায় পড়ে   আছে। সরকার হিমাগারের গেটে আলুর দাম প্রতি কেজি ২২ টাকা নির্ধারণ করলেও কৃষকরা পাচ্ছেন মাত্র ১২ থেকে ১৩ টাকা।

কুড়িগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে চলতি মৌসুমে  জমিতে আলু চাষ হয়েছে সাত হাজার একশত হেক্টর  ।উৎপাদন হয়েছে ৮ হাজার  মেট্রিক টন। জেলার চারটি হিমাগরে আলু সংরক্ষণ করা  হয়েছে  প্রায় ৫২ হাজার টন।

জানা গেছে,কুড়িগ্রামের বিভিন্ন হিমাগারে ৩৩হাজার বিপুল পরিমাণ অবিক্রীত আলু পড়ে আছে।এবারে আলু উৎপাদন বেশি হওয়ায়  মৌসুমের শুরু থেকে কৃষকরা আশানুরূপ  দামপাননি। আর  দুই তিন  মাস পরে নতুন আলুর রোপনের মৌসুম শুরু হবে।হিমাগারে থাকা   বিপুল পরিমাণ আলু এখনই বিক্রি  করতে না পারলে তা খাওয়ার অনুপযোগী হয়ে পড়বে পাশাপাশি চাষিরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবে। 

কৃষি ও কৃষকের বাঁচাতে সরকার গত ২৭ আগস্ট হিমাগার গেটে আলুর দাম ২২ টাকা নির্ধারণ করে সাইন বোর্ট দেয়ার পাশা পাশি ৫০ হাজার মেট্রিক টন আলু কেনার ঘোষণা দেন। অথচ  বাজারে ১৪ থেকে ১৫ টাকা  দরে  অালু বিক্রি হচ্ছে। তবে কৃষকরা পাইকারি হিসেবে হিমাগার থেকে ১২ থেকে ১৩ টাকা দরে  আলু  বিক্রি করছে। স্থানীয় আলু চাষীরা বলেন, আলুর বীজ,সার,কীটনাশক  জমির ভাড়া সহ‘৬০.০৫ কেজির এক বস্তা আলু উৎপাদন খরচ ও ভাড়া মিলে দাঁড়িয়েছে প্রায় দেড় হাজার টাকা। এতে এক কেজি আলু দাম হয় প্রায়  ২৬ থেকে ২৭ টাকা।  অথচ সরকার প্রতি কেজি ২২ টাকা নির্ধারণ করলেও আমরা হিমাগারে পাইকারি দরে ১২ থেকে ১২.৫০ টাকা বিক্রি করছি। ফলে প্রতি কেজি আলুতে ১০ থেকে ১১ টাকা লোকসান গুনতে হচ্ছে।’

আলু ব্যবসায়ীরা আরো  বলেন, ‘আলুর দাম বাড়লে সরকারি সংস্থাগুলো দাম নিয়ন্ত্রণ করতে নামে। কিন্তু দাম পড়ে গেলে ব্যবসায়ীদের কোনো খোঁজ খবর রাখে না। খুচরা বা পাইকারি ২২ টাকা কেজিতে কেউ আলু কিনছেন না। পাইকারি দরে হিমাগার থেকে ১২ থেকে ১৩ টাকায় কিনে  খুচরা বাজারে ১৪ থেকে ১৫টাকায় আলু বিক্রি করছি। 

কুড়িগ্রামের বাবর কো়ল্ড স্টোরের ম্যানেজার শরিফ আল মাসুদ মন্ডল  জানান, এই হিমাগারে ১১ হাজার টন আলু সংরক্ষণ  করা হয়েছে। এর মধ্যে মাত্র ৪হাজার  ১০০ টন আলু বিক্রি  হয়েছে। বাজারে আলুর চাহিদা  কম থাকায়  হিমাগার থেকে কৃষকরা  আলু তুলতে  আসছেন না।

 কুড়িগ্রাম জেলা মাকেটিং অফিসার  বীমা মনি শীল জানান,প্রতি মাসে হিমাগারে আলুর  বিক্রি ও  মজুদ  মনিটর করা হচ্ছে। কৃষকরা  ন্যায্য মূল্য না পাওয়ায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন।বিষয়টি ঊর্ধ্বতন  কর্তৃপক্ষকে  জানানো হয়েছে।

এমএসএম / এমএসএম

কুতুবদিয়ায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

বোয়ালমারীতে প্রধান শিক্ষকদের যাতায়াত ভাতার টাকা আত্মসাতের অভিযোগ

নাঙ্গলকোটে শারদীয় দুর্গাপূজার প্রস্ততি সভা অনুষ্ঠিত

নওগাঁয় পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় মাসব্যাপী মশক নিধন ও পরিষ্কার -পরিচ্ছন্নতা কর্মসূচি

টুঙ্গিপাড়ায় রূপালী লাইফ ইনসিওরেন্সের গ্রাহক পরিবারকে মৃত্যুদাবী প্রদান ও উন্নয়ন সভা অনুষ্ঠিত

সিরাতুল মুস্তাকিম সংস্থা দুবাই'র আরব আমিরাত কমিটি গঠন

হাটহাজারীতে মাদক বিরোধী মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

বোদায় যৌথবাহিনীর অভিযানে জাল টাকা সহ ১ জুয়ারী আটক

ধামরাইয়ে চুরি হওয়া দুই মোটর সাইকেল উদ্ধার, গ্রেপ্তার-৪

পটুয়াখালী জেলা বিএনপি’র কঠোর নির্দেশনা; সালিশ-দাঙ্গায় সম্পৃক্ত না থাকার আহ্বান

খেলার মাঠ দখলমুক্ত ও সংস্কারের দাবিতে সংবাদ সম্মেলন

পটুয়াখালীতে ৭ দফা দাবিতে পলিটেকনিক শিক্ষার্থীদের সড়ক অবরোধ করে বিক্ষোভ