ঢাকা শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫

কর্ণফুলীর বাংলাবাজার ঘাটের ৩১২ মাঝির পরিবারে অভাব-অনটন


চট্টগ্রাম ব্যুরো photo চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ২২-৯-২০২১ দুপুর ৩:৯

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাথে খাস আদায় নিয়ে বিরোধের জেরে গত ১২ দিন ধরে কর্ণফুলীর বাংলাবাজার ঘাটে কর্মবিরতি পালন করছেন ৩১২ জন মাঝি। কিন্তু সিটি কর্পোরেশন এ বিষয়ে কোনো সুরাহা না করায় এবং কর্ণফুলী নদীতে খেয়া পারাপার বন্ধ থাকায় চাকরিজীবী, সাধারণ মানুষের দুর্ভোগ আর চরম ভোগান্তি চলছে। এদিকে অভাব-অনটন দেখা দিয়েছে মাঝিদের ৩১২টি পরিবারে। 

ঘাটের ইজারা ও টোল আদায় নিয়ে চট্টগ্রাম সিটি করপোরেশনের সঙ্গে সাম্পান মাঝিদের বিরোধে কর্ণফুলী নদীতে নগরী ও উপজেলা প্রান্তে ১৬টি ঘাটের মধ্যে বাংলাবাজার ও ইছানগর ঘাটের সাম্পান ওয়ালারা এই ধর্মঘট করছেন গত ১৩ সেপ্টেম্বর থেকে। মাঝিদের অভিযোগ গত অর্থ বছরে এ ঘটের ইজারা মুল্য ৩৭ লাখ টাকা উঠলেও চলতি বছর করোনার কারণে যাত্রীর পরিমাণ অনেক কম। তাই আগের অর্থ বছরের সমতুল্য ইজারাদর উঠেনি। পরপর ৪ বার টেন্ডারে কাঙ্কিত ইজারা দর উঠেনি। নিয়ম মোতাবেক কাঙ্কিত ইজারা মূল্য না পেলে পরপর ৩ বার টেন্ডার আহবানের পর সর্বোচ্চ মূল্য দাতাকে কার্যাদেশ না দিয়ে খাস কালেকশনের নামে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত মাসুল আদায় শুরু করেছেন। এ টানাপোড়নের মাঝে যাত্রীদের দুর্ভোগ চরমে পৌঁছেছে। 

মাঝিরা জানান, চসিক থেকে ২০২৭ বঙ্গাব্দে বাংলাবাজার ঘাট ইজারা দেয়া হয়েছিল ৩৭ লাখ টাকায়। আর এ বছর ওই ঘাটে সর্বোচ্চ দর উঠে ২৫ লাখ ৪৫ হাজার টাকা। সাম্পান মালিক কল্যাণ সমিতির সভাপতি লোকমান বলেন, আমরা দুইবার সিটি করপোরেশনের সাথে বৈঠকে বসেছি। কিন্তু কোন সমাধান না আসায় আমরা ধর্মঘট চালিয়ে যাচ্ছি। যাত্রীদের স্বার্থে আমরা এ আন্দোলন করছি।

সূত্র জানায়, এই ঘাট দিয়ে প্রতিদিন কয়েক হাজার যাত্রী পারাপার হয়। এগুলো দিয়ে দক্ষিণ চট্টগ্রামের মানুষদের পাশাপাশি বিভিন্ন কলকারাখানার শ্রমিক ও বিভিন্ন জাহাজ-ট্রলার ও লাইটারেজের নাবিকরা পারাপার হয়। এসব ঘাটগুলো প্রতি বাংলা বছরে ইজারা দিলেও এ বছর নানা জটিলতায় ইজারা দেওয়া হয়নি বাংলাবাজার ঘাট। অন্যান্য ঘাটে যাত্রী পারাপারে ইজারাদাররা শতকরা ১০ ভাগ তথা প্রতি যাত্রী থেকে এক টাকা করে আদায় করলেও বাংলাবাজার ঘাটে পাঁচ টাকা করে আদায় করা হচ্ছে বলে অভিযোগ সাম্পান মাঝিদের। যা শতকরা হিসেবে ৫০ ভাগ। সিটি করপোরেশন এ বছর ঘাট ইজারা না দিলেও আগের ইজারাদারের লোকজন এসব টাকা জোর করে  আদায় করছে সিটি কর্পোরেশনের খাস কালেকশনের নামে।

স্থানীয়রা জানান, অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগে মাঝিরা সাম্পান চলাচল বন্ধ রেখেছে। তাই এ ঘাট দিয়ে যাত্রী পারাপার হচ্ছে না। ইজারাদারের লোকদের খবর জানতে চাইলে তারা বলেন, সাম্পান চলাচল না করায় কেউ নেই। এদিকে, ধর্মঘটে যাত্রী পারাপার বন্ধ থাকায় মাঝিরা বিপাকে পড়েছে বলে জানান কর্ণফুলী নদী সাম্পান মাঝি কল্যাণ সমিতি ফেডারেশনের সভাপতি এস এম পেয়ার আলী। তিনি বলেন, এ ঘাটে মোট ৩১২ জন মাঝি আছে। এখন তারা সবাই বেকার তাদের সকলের পরিবারে দুর্দিন চলছে। কিন্তু দাবি আদায় না হওয়ায় তারা সাম্পানও চালাতে পারছেন না।

এ বিষয়ে কর্ণফুলী উপজেলা চেয়ারম্যান ফারুক চৌধুরী জানান, সিটি কর্পোরেশন নীতিমালা না মেনে এসব ঘাট ইজারা দিচ্ছেন। কিন্তু কোন ধরণের শৃঙ্খলা তারা তদারকি করছেন না। আমরা জেলা প্রশাসকের মাধ্যমে ঘাটগুলো ইজারার আওতায় আনার চেষ্টা করছি।

উপজেলা নির্বাহী অফিসার শাহিনা সুলতানা বলেন, মুলত অভিবাবকহীন হয়ে পড়েছের মাঝিরা। সিটি কর্পোরেশন ইজারা দিলেও আর কোন দায় দায়িত্ব নেই যেন তাদের। এসব ঘাট বন্ধ থাকায় দুর্ভোগ কর্ণফুলী উপজেলার লোকদেরই বেশি। আমরা এসব ঘাটের বিষয়ে স্থায়ী সমাধানের চেষ্টা করছি।  
কথা বলতে চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা নজরুল ইসলামকে ফোন করা হলের তিনি ফোন না ধরায় বক্তব্য জানা সম্ভব হয় নি।

এমএসএম / জামান

ছুটি ছাড়াই ২৩ মাস অনুপস্থিতির পর চসিকে ইঞ্জিনিয়ার তৈয়ব

বেনাপোলে ২ মণ গাঁজা সহ কিশোর আটক

নবীনগরে ফেসবুকে অপপ্রচার, গ্রামে মানববন্ধন ও থানায় অভিযোগ

নেত্রকোনায় জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে সভাপতি পদে লড়ছেন ডাঃ মোঃ আনোয়ারুল হক”

সার পাচারকালে তানোরে ৪০ বস্তা টিএসপি সার জব্দ

সন্দ্বীপ উপজেলা বিএনপির ৫ সিনিয়র নেতার বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দেবিদ্বার রাজামেহার প্রতিবন্ধী কমপ্লেক্সে আদর্শ বিদ্যালয়ের ভিত্তি প্রস্তর ও অভিভাবক সমাবেশ

পর্যটন খাতকে সমৃদ্ধ করলে উদ্যোক্তা সৃষ্টি হবে, অর্থনীতি হবে সমৃদ্ধ: সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন

বেনাপোলে মিজান কসাইকে জবাই করে হত্যা

রোহিঙ্গা অনুপ্রবেশ; সীমান্তে আরও অপেক্ষামাণ ২০থেকে ২৫ হাজার

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ করা হয়েছে

গাজীপুরে অন্তহীন অভিযোগে অভিভাবকদের তোপের মুখে প্রধান শিক্ষক!

ভূঞাপুরে টাইফয়েড টিকাদান বিষয়ে ওরিয়েন্টেশন সভা