কর্ণফুলীর বাংলাবাজার ঘাটের ৩১২ মাঝির পরিবারে অভাব-অনটন
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাথে খাস আদায় নিয়ে বিরোধের জেরে গত ১২ দিন ধরে কর্ণফুলীর বাংলাবাজার ঘাটে কর্মবিরতি পালন করছেন ৩১২ জন মাঝি। কিন্তু সিটি কর্পোরেশন এ বিষয়ে কোনো সুরাহা না করায় এবং কর্ণফুলী নদীতে খেয়া পারাপার বন্ধ থাকায় চাকরিজীবী, সাধারণ মানুষের দুর্ভোগ আর চরম ভোগান্তি চলছে। এদিকে অভাব-অনটন দেখা দিয়েছে মাঝিদের ৩১২টি পরিবারে।
ঘাটের ইজারা ও টোল আদায় নিয়ে চট্টগ্রাম সিটি করপোরেশনের সঙ্গে সাম্পান মাঝিদের বিরোধে কর্ণফুলী নদীতে নগরী ও উপজেলা প্রান্তে ১৬টি ঘাটের মধ্যে বাংলাবাজার ও ইছানগর ঘাটের সাম্পান ওয়ালারা এই ধর্মঘট করছেন গত ১৩ সেপ্টেম্বর থেকে। মাঝিদের অভিযোগ গত অর্থ বছরে এ ঘটের ইজারা মুল্য ৩৭ লাখ টাকা উঠলেও চলতি বছর করোনার কারণে যাত্রীর পরিমাণ অনেক কম। তাই আগের অর্থ বছরের সমতুল্য ইজারাদর উঠেনি। পরপর ৪ বার টেন্ডারে কাঙ্কিত ইজারা দর উঠেনি। নিয়ম মোতাবেক কাঙ্কিত ইজারা মূল্য না পেলে পরপর ৩ বার টেন্ডার আহবানের পর সর্বোচ্চ মূল্য দাতাকে কার্যাদেশ না দিয়ে খাস কালেকশনের নামে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত মাসুল আদায় শুরু করেছেন। এ টানাপোড়নের মাঝে যাত্রীদের দুর্ভোগ চরমে পৌঁছেছে।
মাঝিরা জানান, চসিক থেকে ২০২৭ বঙ্গাব্দে বাংলাবাজার ঘাট ইজারা দেয়া হয়েছিল ৩৭ লাখ টাকায়। আর এ বছর ওই ঘাটে সর্বোচ্চ দর উঠে ২৫ লাখ ৪৫ হাজার টাকা। সাম্পান মালিক কল্যাণ সমিতির সভাপতি লোকমান বলেন, আমরা দুইবার সিটি করপোরেশনের সাথে বৈঠকে বসেছি। কিন্তু কোন সমাধান না আসায় আমরা ধর্মঘট চালিয়ে যাচ্ছি। যাত্রীদের স্বার্থে আমরা এ আন্দোলন করছি।
সূত্র জানায়, এই ঘাট দিয়ে প্রতিদিন কয়েক হাজার যাত্রী পারাপার হয়। এগুলো দিয়ে দক্ষিণ চট্টগ্রামের মানুষদের পাশাপাশি বিভিন্ন কলকারাখানার শ্রমিক ও বিভিন্ন জাহাজ-ট্রলার ও লাইটারেজের নাবিকরা পারাপার হয়। এসব ঘাটগুলো প্রতি বাংলা বছরে ইজারা দিলেও এ বছর নানা জটিলতায় ইজারা দেওয়া হয়নি বাংলাবাজার ঘাট। অন্যান্য ঘাটে যাত্রী পারাপারে ইজারাদাররা শতকরা ১০ ভাগ তথা প্রতি যাত্রী থেকে এক টাকা করে আদায় করলেও বাংলাবাজার ঘাটে পাঁচ টাকা করে আদায় করা হচ্ছে বলে অভিযোগ সাম্পান মাঝিদের। যা শতকরা হিসেবে ৫০ ভাগ। সিটি করপোরেশন এ বছর ঘাট ইজারা না দিলেও আগের ইজারাদারের লোকজন এসব টাকা জোর করে আদায় করছে সিটি কর্পোরেশনের খাস কালেকশনের নামে।
স্থানীয়রা জানান, অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগে মাঝিরা সাম্পান চলাচল বন্ধ রেখেছে। তাই এ ঘাট দিয়ে যাত্রী পারাপার হচ্ছে না। ইজারাদারের লোকদের খবর জানতে চাইলে তারা বলেন, সাম্পান চলাচল না করায় কেউ নেই। এদিকে, ধর্মঘটে যাত্রী পারাপার বন্ধ থাকায় মাঝিরা বিপাকে পড়েছে বলে জানান কর্ণফুলী নদী সাম্পান মাঝি কল্যাণ সমিতি ফেডারেশনের সভাপতি এস এম পেয়ার আলী। তিনি বলেন, এ ঘাটে মোট ৩১২ জন মাঝি আছে। এখন তারা সবাই বেকার তাদের সকলের পরিবারে দুর্দিন চলছে। কিন্তু দাবি আদায় না হওয়ায় তারা সাম্পানও চালাতে পারছেন না।
এ বিষয়ে কর্ণফুলী উপজেলা চেয়ারম্যান ফারুক চৌধুরী জানান, সিটি কর্পোরেশন নীতিমালা না মেনে এসব ঘাট ইজারা দিচ্ছেন। কিন্তু কোন ধরণের শৃঙ্খলা তারা তদারকি করছেন না। আমরা জেলা প্রশাসকের মাধ্যমে ঘাটগুলো ইজারার আওতায় আনার চেষ্টা করছি।
উপজেলা নির্বাহী অফিসার শাহিনা সুলতানা বলেন, মুলত অভিবাবকহীন হয়ে পড়েছের মাঝিরা। সিটি কর্পোরেশন ইজারা দিলেও আর কোন দায় দায়িত্ব নেই যেন তাদের। এসব ঘাট বন্ধ থাকায় দুর্ভোগ কর্ণফুলী উপজেলার লোকদেরই বেশি। আমরা এসব ঘাটের বিষয়ে স্থায়ী সমাধানের চেষ্টা করছি।
কথা বলতে চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা নজরুল ইসলামকে ফোন করা হলের তিনি ফোন না ধরায় বক্তব্য জানা সম্ভব হয় নি।
এমএসএম / জামান
মনিরুল হক চৌধুরীর উদ্যোগে খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া
সাভারে সামাজিক ও আইনি বিষয়ক মানবাধিকার সংস্থার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ
উন্নয়নের বাইরে চর কলাতলী : অবহেলায় মানবেতর জীবন, আশ্বাসেই আটকে প্রশাসনিক উদ্যোগ
ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, বৈষম্যবিরোধী ছাত্রনেতা কারাগারে
শেরপুরের নালিতাবাড়ি উপজেলাকে প্রসবজনিত ফিস্টুলামুক্ত ঘোষণা
নোয়াখালীতে আবাসিক হোটেল থেকে বিদেশি পিস্তল-গুলিসহ গ্রেফতার ২
শিবচরের ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে ঘন কুয়াশার কবলে বাসসহ একাধিক গাড়ির সংঘর্ষে আহত দশজন
গাজীপুরে যৌথ বাহিনীর অভিযানে ৪২০ ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার
খালিয়াজুরীতে রাজনৈতিক মামলায় জামায়াত কর্মী গ্রেপ্তারে জামায়াতের ক্ষোভ প্রকাশ
বাগেরহাটের পল্লীতে আগুন লেগে দরিদ্র বৃদ্ধার মৃত্যু
ঘন কুয়াশা ও শৈত্যপ্রবাহে স্থবির কুড়িগ্রামের জনজীবন
রাষ্ট্রীয় শোক দিবস পালনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সাভারে অবস্থিত ভিসন গ্রুপের ১লা জানুয়ারি সাংস্কৃতিক অনুষ্ঠান পালন