মায়ের কাছে চা খাওয়া ছিল পাকনামি, শৈশবের গল্পে মৌ

বাংলাদেশের অন্যতম জনপ্রিয় মডেল ও নৃত্যশিল্পী সাদিয়া ইসলাম মৌ। সম্প্রতি একটি পডকাস্টে নিজের শৈশব ও কৈশোরের নানা অভিজ্ঞতার কথা ভক্ত-অনুরাগীদের মাঝে শেয়ার করেছেন।
সেখানে তিনি জানান, তার মা তাকে এবং তার বোনকে বড্ড আগলে রেখে বড় করেছেন। মা মনে করতেন সালোয়ার-কামিজ পরা এবং চা পান করা ‘পাকনামি’। এই কারণে অনেক বড় বয়স পর্যন্ত তাদের ফ্রক পরতে হয়েছে।
মৌ বলেন, ‘আমাদের বাড়িতে বৃষ্টি পড়লে মায়ের কাছে অনুমতি নিতে হতো, 'আম্মু, ঠাণ্ডা ঠাণ্ডা লাগছে তো, একটু সালোয়ার-কামিজ পরি?' আর চা পান করার বিষয়ে মা বলতেন, এগুলো পাকনামি।’
তিনি আরও জানান, নবম-দশম শ্রেণিতে পড়ার আগে পর্যন্ত তার সালোয়ার-কামিজ ছিল না। নাচের ক্লাসে যেতে হতো স্কার্ট পরে। একদিন বাফাতে (বাংলাদেশ একাডেমি অফ ফাইন আর্টস) কথক ক্লাসে স্কার্ট পরে গেলে নৃত্যশিল্পী শিবলি মোহাম্মদ তাকে আদর করে ডেকে বলেন, ক্লাসে স্কার্ট পরা যাবে না। মৌয়ের কথায়, ‘শিবলি ভাই আমাকে ভালোর জন্যই বলেছিলেন। কারণ গেটের বাইরে অনেক বাজে লোকজন দাঁড়িয়ে থাকে।’
শিবলি ভাইয়ের কথা শুনে মৌ বাড়িতে ফিরে মাকে কান্নাকাটি করে জানান যে তার নিজের সালোয়ার-কামিজ প্রয়োজন। এরপরই তিনি সালোয়ার-কামিজ পরার অনুমতি পান। মৌয়ের মতে, এই ঘটনাটিই তার জীবনে প্রথম বড় হওয়ার উপলব্ধি এনে দেয়।
পডকাস্টের এক পর্যায়ে উপস্থাপক মজার ছলে বলেন, ‘তাহলে কি মৌয়ের রূপের রহস্য হচ্ছে চিনি না খাওয়া?’ মৌ এই কথা শুনে হাসিতে ফেটে পড়েন।
এমএসএম / Aminur

মায়ের কাছে চা খাওয়া ছিল পাকনামি, শৈশবের গল্পে মৌ

নায়িকার খোলস ছাড়ছেন শুভশ্রী

‘পোশাক নিয়েই সবাই আমার বিচার করে ফেলে’

কেন এত মোটা হয়ে গেছেন সানাই, জানালেন কারণ

না বুঝে অনেক কাজ করে ফেলেছি : চমক

শত বাধার মুখেও যেভাবে সফল হলেন প্রিয়াঙ্কা

এআই ট্রেন্ডে গা ভাসালেন আলিয়া

‘আমি খুব কৃতজ্ঞ মানুষ, মিথ্যা কথা বলি না’

ফ্যাশন ও আরামের নতুন দিগন্তে স্টেপ ফুটওয়্যার ব্র্যান্ড অ্যাম্বাসেডর তৌসিফ ও তিশা

আমার পছন্দ দেশি ছেলে : সেমন্তী সৌমি

প্রকাশ্যে গোপনাঙ্গ দেখিয়ে অশ্লীল ইঙ্গিত, ভয়ংকর ঘটনার সাক্ষী সোহা আলী খান

অ্যাওয়ার্ড অনুষ্ঠানে ‘দৃষ্টিকটু’ পোশাক, ক্ষিপ্ত অভিনেত্রী মুক্তি
