ঢাকা বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫

শ্রীপুরে ইউনিয়ন বিএনপির ত্যাগী ও পদবঞ্চিত নেতা কর্মীদের সংবাদ সম্মেলন


শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি  photo শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশিত: ১৮-৯-২০২৫ দুপুর ৩:৫৩

গাজীপুরের শ্রীপুর উপজেলা ও ইউনিয়ন বিএনপির সদ্য ঘোষিত আহ্বায়ক কমিটি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন  গাজীপুর জেলা বিএনপির সাবেক সহ সভাপতি শেখ আব্দুল আজ্জাক। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকালে ডাঃ শফিকুল ইসলাম মার্কেটে
আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, ত্যাগী ও পরীক্ষিত নেতাদের বাদ দিয়ে আত্মীয়প্রীতি, চাটুকার ও আওয়ামী লীগপন্থীদের দিয়ে ‘পকেট কমিটি’ গঠন করা হয়েছে। ১৯৮২ সালে বরমী ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক পদ থেকে রাজনৈতিক যাত্রা শুরু করা শেখ আঃ আজ্জাক পরবর্তীতে গাজীপুর জেলা যুবদলের সাধারণ সম্পাদক, শ্রীপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি এবং গাজীপুর জেলা বিএনপির সহ-সভাপতির দায়িত্ব পালন করেছেন। তবুও সদ্য ঘোষিত উপজেলা ও ইউনিয়ন কমিটিতে তাঁকে স্থান দেওয়া হয়নি বলে অভিযোগ করেন তিনি।

সংবাদ সম্মেলনে শেখ আব্দুল রাজ্জাক বলেন, “শ্রীপুর উপজেলা বিএনপির রাজনীতি এখন ধ্বংসের দ্বারপ্রান্তে। আত্মীয়করণ ও ব্যক্তিপূজা মূল যোগ্যতায় পরিণত হয়েছে। এমনকি আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত ও নিষ্ক্রিয় ব্যক্তিরাও কমিটিতে স্থান পেয়েছে। অথচ ত্যাগী নেতাদের বঞ্চিত করা হয়েছে।” তিনি অভিযোগ করেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও গাজীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ডা. রফিকুল ইসলাম বাচ্চুর স্বেচ্ছাচারিতায় ব্যক্তিগত বাহিনী তৈরির কারণেই এ পরিস্থিতি তৈরি হয়েছে।

দল প্রতিষ্ঠায় অবদান রাখা প্রবীণ নেতাদের উপেক্ষার প্রসঙ্গ তুলে তিনি বলেন, “মাওলানা এস এম রুহুল আমিন, মজিবুর রহমান সুলতান, মীর মোঃ নূর এ আঃ হাই, রফিক উল মাহমুদ, কাজিম উদ্দিন ফকিরসহ অনেকেই আজ অবহেলিত। অথচ তাঁদের রক্ত-ঘামে শ্রীপুরে বিএনপি প্রতিষ্ঠিত হয়েছে।” তিনি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করে বিতর্কিতদের বাদ দিয়ে ত্যাগী নেতাদের যথাযথ মূল্যায়নের আহ্বান জানান। একইসঙ্গে তিনি শ্রীপুরে বিএনপিকে টিকিয়ে রাখতে সকল ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন,শ্রীপুর উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও গাজীপুর জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি শেখ ফরিদা জাহান স্বপ্না বীর মুক্তিযোদ্ধা জনাব আবুল কাশেম বেপারী, মোঃ আলী জিন্নাহ্, বিএনপি নেতা হাসান কাজল, প্রভাষক জহিরুল ইসলাম কাজল, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম সহ প্রমুখ।

এমএসএম / এমএসএম

তারেক রহমানের সংবর্ধনা : চাঁদপুর থেকে যাবে ২৫ হাজার নেতাকর্মী

নাগেশ্বরীতে পূর্ব দুধকুমর পাড় মানব কল্যাণ যুব সংগঠনের শীত বস্ত্র বিতরণ

ভোলাহাট সদর ইউনিয়নে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

দূর্গম পাহাড়ে বিশুদ্ধ পানির সংকট নিরসন করল সেনাবাহিনী

বাংলাদেশ থেকে মানবপাচারকালে ৩ বাংলাদেশি আটক

আধুনিকতার ছোঁয়ায় গরু দিয়ে হালচাষ এখন শুধুই স্মৃতি

গাজীপুর রেড ক্রিসেন্ট নির্বাচন: বিএনপি সমর্থিত বাবুল-টুলু প্যানেলের নিরঙ্কুশ জয়

জয়পুরহাটে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে অ্যাডভোকেসি ডায়ালগ

ভূঞাপুরে মোবাইল কোর্ট পরিচালনা করে দেড় লক্ষাধিক টাকা জরিমানা

মান্দায় দায়সারা কাজ করে প্রকল্পের সাড়ে ৩০ টন চাল গায়েব

অভয়নগরে মাদরাসার এতিম শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ

তানোরে অসহায় দুস্থ ও ছিন্নমূল মানুষের মধ্যে শীতবস্ত্র কম্বল বিতরণ

ময়মনসিংহ-মোহনগঞ্জ লোকাল ট্রেন দীর্ঘদিন বন্ধ, দুর্ভোগে যাত্রীরা