ঢাকা বৃহষ্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫

জয়পুরহাট-১ আসন

আসন পূণরুদ্ধারে বিএনপি, প্রথম বারের মত জিততে চায় জামায়াত


পাঁচবিবি,  প্রতিনিধি photo পাঁচবিবি, প্রতিনিধি
প্রকাশিত: ১৮-৯-২০২৫ দুপুর ৪:৫২

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জয়পুরহাট-১ আসনের প্রার্থী ও ভোটারদের মাঝে উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। প্রতিদিনই প্রার্থীরা তাদের কর্মী সমর্থক নিয়ে বিভিন্ন ধরনের সভা সমাবেশ, মিছিল মিটিং করে নিজেদের প্রার্থী বলে দাবী করছেন। একারণে দিন যতই ঘনিয়ে আসছে ভোটারদের মাঝে ততই বাড়ছে নির্বাচনী উত্তাপ। ভোটারদের মাঝেও চলছে নানা ধরনের সমীকরণ। ২০২৬ সালের ফেব্রæয়ারিতে নির্বাচনের তারিখ ধরেই ইতোমধ্যে নির্বাচন করতে রাজনৈতিক দলের মনোনয়ন প্রত্যাশীরা ভোটের মাঠে নেমে পড়েছেন।
উত্তরের সীমান্ত ঘেঁষা  জয়পুরহাট- ১ আসনটি পাঁচবিবি ও জয়পুরহাট সদর উপজেলার ১৯ টি ইউনিয়ন, ২টি পৌরসভা নিয়ে গঠিত। নির্বাচন কমিশনের সর্বশেষ ২০২৫ সালের অক্টোবর মাসের তথ্যানুযায়ী এ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৬০ হাজার ৯শত ৩৮ জন। এরমধ্যে পুরুষ ভোটার ২ লাখ ২৯ হাজার ১০, নারী ভোটার ২ লাখ ৩১ হাজার ৯ শত ২০ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে  ৮ জন।

সংসদীয় আসন ৩৪ জয়পুরহাট-১ আসনটি মুলত বিএনপির ঘাঁটি হিসাবে পরিচিত। ১৯৯১, ১৯৯৬, ২০০১, ২০০৮ সালের জাতীয় নির্বাচনে বিএনপি দলীয় প্রার্থীরা আওয়ামীলীগের প্রার্থীকে বিপুল ভোটে পরাজিত করে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। কথিত আছে যে, এই আসনে বিএনপি থেকে কলাগাছ ( দূর্বল প্রার্থী) দাড়ালেও তিনি সংসদ সদস্য নির্বাচিত হবেন। তবে ২০১৪ সালে জাতীয় নির্বাচনে বিএনপি ভোট বর্জন করলে এ্যাডঃ সামসুল আলম দুদু আওয়ামীলীগের প্রার্থী হিসাবে বিনা প্রতিদ্বন্ধিতা সংসদ সদস্য নির্বাচিত হোন। একই ভাবে ২০১৮ সালে কথিত রাতের ভোট ও সর্বশেষ ২০২৪ সালের ডামি নির্বাচনেও তিনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। ২০২৪ সালের আগস্টে ছাত্র জনতার অভ্যূত্থানে আওয়ামীলীগ সরকারের পতন হলে সারাদেশের নেতাদের মত তিনিও পলাতক রয়েছেন।
২০২৪ সালে ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর দেশ এখন পুরোপুরি নির্বাচনী আমেজ তৈরি হয়েছে। আসন্ন নির্বাচনে জয়পুরহাট -১ আসনে দেশের সবচাইতে বড় দল বিএনপির একাধিক প্রার্থীর নাম শোনা গেলেও এখন পর্যন্ত চুড়ান্ত প্রার্থী মনোনয়ন দেয়নি দলটি। বর্তমানে দলটিতে তিনটি গ্রæপে বিভক্ত হয়ে নির্বাচনী প্রচার প্রচারণা চালাচ্ছেন। ফলে কে হবেন ধানের শীষের কান্ডারী সেটি ধোয়াশায় রয়ে গেছে তৃণমূল নেতাকর্মীদের মাঝে। এই দিক থেকে জামায়াতের প্রার্থী সুবিধাজনক অবস্থানে রয়েছে। অনেক আগেই তারা তাদের একক প্রার্থী ঘোষণা করেছেন। তিনিও পুরো নির্বাচনী এলাকায় মাঠ চষে বেড়াচ্ছেন।

বিএনপিঃ বিএনপি থেকে ধানের শীষের মনোনয়ন পেতে যারা দৌড় ঝাপ করছেন তারা হলেন, বিএনপির প্রতিষ্ঠাতা সদস্য, সাবেক মন্ত্রী  মরহুম আব্দুল আলীমের জৈষ্ঠ্য পুত্র ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফয়সল আলীম, জেলা বিএনপির আহবায়ক গোলজার হোসেন, সাবেক এমপি মরহুম মোজাহার আলী প্রধানের সুযোগ্য সন্তান ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান ও জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও পাঁচবিবি উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল গফুর মন্ডল। তারা ইতিমধ্যে নিজ নিজ বলয়ের কর্মী সমর্থকদের নিয়ে নির্বাচনী মাঠ চষে বেড়াচ্ছেন। দলীয় উন্নয়ন পরিকল্পনা সহ তারেক জিয়ার ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার সমর্থনে প্রতিদিন বিভিন্ন এলাকায় সভা সমাবেশ ও মোটরসাইকেল শোডাউন করে নিজের প্রার্থীতার জানান দিচ্ছেন। তবে দলীয় মনোনয়ন যাকেই দেওয়া হবে তার পক্ষেই কাজ করবেন জানান তারা।

জামায়াতে ইসলামীঃ জয়পুরহাট-১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী বিপুল সংখ্যক কর্মী সমর্থক রয়েছে। ১৯৯১ ও ১৯৯৬ সালের নির্বাচনে একক ভাবে নির্বাচন করে জামায়াতের প্রার্থী মরহুম আব্বাস আলী খাঁন দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে ৪৩ ও ৩৭ হাজার ভোট পেয়েছিলেন। পরবর্তীতে বিএনপির সাথে জোটভূক্ত নির্বাচন করেন তারা। বিগত আওয়ামীলীগ সরকারের সময় দলটির উপর নানা দমন নিপীড়ন নির্যাতন চললেও কৌশলে তাদের সাংগাঠনিক কার্যক্রম চালিয়ে দলকে সু-সংহঠিত করেছেন। অপরদিকে ত্রয়োদশ নির্বাচনে আওয়ামীলীগের অনুপস্থিতি ও অন্যান্য দলের কোন্দলের সুযোগকে কাজে লাগিয়ে প্রথম বারের মত এবার আসনটি নিজেদের কব্জায় নিতে মরিয়া হয়ে মাঠে কাজ করছেন কর্মী সমর্থকরা। ইতিমধ্যে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও জয়পুরহাট জেলা জামায়াতের আমীর ডাঃ ফজলুর রহমান সাঈদকে প্রার্থী হিসাবে ঘোষনা করেছেন। তিনিও নির্বাচনী প্রচার প্রচারণায় অংশ নিয়ে ভোট প্রার্থনা করছেন। বিভিন্ন মসজিদ, শিক্ষা প্রতিষ্ঠান এমনকি ওয়ার্ড পর্যন্ত বিরামহীন ভাবে পথসভা, জনসভা ও গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। জনসংযোগের ক্ষেত্রে সব দলের চেয়ে এগিয়ে রয়েছেন জামায়াতে ইসলামীর এই প্রার্থী। পাশাপাশি জামায়াতে ইসলামীর বিভিন্ন ইউনিটের কর্মীরাও আলাদা আলাদা ভাবে নিজেদের প্রার্থীর পক্ষে দিন-রাত প্রচারণা চালাচ্ছেন। তাদের একক প্রার্থী থাকায় বেশ সুবিধায় রয়েছেন তারা ।

অপর দিকে দেশের প্রাচীনতম দল বাংলাদেশ আওয়ামীলীগ সরকারের ৫ই আগস্ট পতনের পর দলটির সভানেত্রীসহ দলের শীর্ষ পর্যায় থেকে শুরু করে জেলা, উপজেলা এমন কি ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরাও পলাতক। সেই সাথে বর্তমান অন্তবর্তীকালীন সরকার আ’লীগ ও তাদের অঙ্গ সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ করেছে এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলটি অংশ গ্রহণ করতে পারবেন না বলে প্রধান নির্বাচন কমিশনার জানিয়েছেন। একারণে এবার দলটি নির্বাচনে অংশ গ্রহণ করতে পাচ্ছেন না বলে মনে করছেন সাধারণ মানুষ।

জাপাঃ এ আসনটিতে একবার ১৯৮৮ সালে জাপা থেকে খন্দকার ওলিউজ্জামান আলম জয়লাভ করেছিলেন। পরবর্তীতে আর কোন সাফল্য নেই তাদের। অপরদিকে আওয়ামীলীগ সরকারের পতনের পর তাদের দোসর হিসাবে বেশ চাপে রয়েছে দলটি। রাজনৈতিক পরিবেশ অনুকুল না হওয়ায় এখন জাতীয় পার্টির নেতাকর্মরীরা নিশ্চুপ রয়েছেন। তবে নির্বাচন করার সুযোগ পেলে এ আসনে জাতীয় পার্টির জেলা সভাপতি হেলাল উদ্দিন ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জাপা মনোনীত প্রার্থী ডাঃ মোয়াজ্জেম হোসেন দুজনেই দলীয় মনোনয়ন চাইবেন বলে জানা গেছে।

এছাড়াও গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় সদস্য ও জেলা কমিটির সদস্য সচীব মোঃ আমিনুল ইসলাম মাসুদ, বাংলাদেশ খেলাফত মজলিশের জেলা শাখার যুগ্ম আহবায়ক মাওলানা আনোয়ার হোসেন প্রার্থী হিসাবে সামাজিক যোগাযোগ মাধ্যম প্রচারণা সহ বিভিন্ন অনুষ্ঠানে পরিচিত হচ্ছেন। ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী হিসাবে জেলা সভাপতি মাওলানা আব্দুল ওয়াদুদের নামও শোনা যাচ্ছে। এনসিপি জেলা কমিটি গঠন করলেও এখনো এ আসনে প্রার্থী নির্বাচন করা হয়নি বলে তারা জানিয়েছেন।

জয়পুরহাট-১ আসনের বিভিন্ন এলাকা ঘুরে ও ভোটারের সাথে আলাপ করে জানা গেছে, নির্বাচনকে সামনে রেখে এ আসনের ভোটারদের মধ্যেও চলছে ব্যাপক নির্বাচনী আলোচনা ও ভোটের হিসাব নিকাশ। এই এলাকার ভোটার ও নির্বাচন বিশ্লেষকদের ধারনা জামায়াত ও ইসলামী দলগুলোর মধ্যে জোট হলে বিএনপি বেকায়দায় পড়তে পারে। কারন এই আসনে জামায়াত ব্যাপক জনসমর্থন রয়েছে।

তবে ভোটারদের প্রত্যাশা, দলীয় প্রতীক কিংবা নেতা নয়। প্রয়োজন বাস্তব উন্নয়ন, সমস্যা সমাধানের দিকনির্দেশনা। এমন একজন জনপ্রতিনিধি তারা চান, যিনি দুর্যোগে-দুর্দিনে জনগণের পাশে থাকবেন।

এমএসএম / এমএসএম

কুমিল্লায় মাইকে ঘোষণা দিয়ে ৪ মাজারে হামলা ভাঙচুর আগুন

কালীগঞ্জে ভ্রাম্যমান আদালতের অভিযান

শান্তিগঞ্জে কুয়েত প্রবাসীর আত্মহত্যা

বেনাপোল ব্যবসায়ী সংগঠনের সাথে মতবিনিময় করলেন কাস্টমস কমিশনার

টেকনাফে ৩ লাখ ৪০ হাজার ইয়াবাসহ মিয়ানমারের নাগরিক আটক-১

কুমিল্লার উন্নয়ন কাজ দ্রুত শেষ করার নির্দেশ দিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী

চিতলমারীতে পুকুরে ডুবে প্রাণ গেল দাদা ও নাতির, অশ্রুসিক্ত পরিবার

বগুড়ায় অগ্নিকাণ্ডে নিঃস্ব ৩ পরিবারকে আর্থিক সহায়তা দিল ‘আমরা বিএনপি পরিবার’

বিএনপির ৩১ দফায় অনুপ্রাণিত হয়ে ধানের শিষের মনোনয়ন চান আব্দুল আওয়াল

পটুয়াখালীতে ঝরে পড়া তরুণদের জন্য দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ শুরু

কোটালীপাড়ায় ছাত্রলীগ কর্মী তৌকির গ্রেপ্তার

মুরাদনগরে শিশু সোহাগীর রহস্যজনক মৃত্যু: ময়নাতদন্ত ছাড়াই দাফন

পাঁচবিবিতে উচাই বিদ্যালয়ে শিক্ষা উপকরণ বিতরণ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত