পটুয়াখালীতে ঝরে পড়া তরুণদের জন্য দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ শুরু
ঝরে পড়া তরুণদের কর্মমুখী দক্ষতা অর্জনে পটুয়াখালীতে শুরু হয়েছে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর বিশেষ কার্যক্রম “কার্যকর সাক্ষরতা ও ব্যবহারিক কর্মদক্ষতা প্রশিক্ষণ (প্রাক-বৃত্তিমূলক পর্যায়)”।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সাড়ে ১১টায় পটুয়াখালী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) সম্মেলন কক্ষে এ কর্মসূচির উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মহসিন উদ্দীন। এর আগে সকাল সাড়ে ১০টায় পটুয়াখালী পলিটেকনিক ইনস্টিটিউটের হল রুমে একই কোর্সের উদ্বোধন করা হয়। সেখানে শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রশিক্ষণে ১৪ থেকে ২৪ বছর বয়সী তরুণ-তরুণীদের চারটি ট্রেডে দক্ষ করে তোলা হবে, ইলেকট্রিক্যাল ইনস্টলেশন এন্ড মেইনটেনেন্স, প্লাম্বিং এন্ড পাইপ ফিটিং, টেইলারিং এন্ড ড্রেস মেকিং এবং মোবাইল ফোন সার্ভিসিং। কোর্সের মেয়াদ ছয় মাস, মোট ৪৬০ ঘণ্টা।
সহকারী পরিচালক, উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো,মোঃ মফিজুল ইসলাম জানান, প্রশিক্ষণার্থীরা কোর্স শেষে টিভিইটি সোপানের এনএসসি-১ (NSC-1)-এ ভর্তি হওয়ার সুযোগ পাবেন, কর্মসংস্থানে যুক্ত হতে পারবেন এবং জীবনব্যাপী শিক্ষার পথ উন্মুক্ত হবে। তাদের বিনা মূল্যে শিক্ষা উপকরণ ও নিরাপত্তা সামগ্রী দেওয়া হবে, পাশাপাশি নির্ধারিত যাতায়াত ভাতা ব্যাংক হিসাবে প্রদান করা হবে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, এ প্রশিক্ষণ কার্যক্রমের মাধ্যমে ঝরে পড়া তরুণ-তরুণীরা শুধু সাক্ষরতা অর্জন করবে না, বরং কর্মসংস্থানের যোগ্যতাও অর্জন করবে, যা তাদের জীবনমান উন্নয়নে সহায়ক হবে।
প্রশিক্ষণার্থী রহিম খান বলেন, “এখান থেকে আমরা বিনা খরচে পড়াশোনা ও প্রশিক্ষণ নিয়ে ভবিষ্যতে কাজ করার আত্মবিশ্বাস পাচ্ছি।”
একজন অভিভাবক মোসা: সাবিকুন নাহার বলেন, “আমার ছেলে পড়াশোনার প্রতি আগ্রহ হারিয়ে ফেলেছিল। এই প্রশিক্ষণে যুক্ত হওয়ার পর তাকে নতুনভাবে উদ্যমী দেখছি। এখন তার জীবনের জন্য একটি ভালো ভিত্তি তৈরি হবে বলে বিশ্বাস করি।”
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মহসিন উদ্দীন বলেন, “সরকার তরুণ প্রজন্মকে দক্ষ জনশক্তিতে পরিণত করতে বিভিন্ন উদ্যোগ নিচ্ছে। এই কার্যক্রম তারই অংশ। এর মাধ্যমে ঝরে পড়া তরুণরা শুধু কর্মমুখী জ্ঞান অর্জন করবে না, বরং আত্মনির্ভরশীল হয়ে দেশের উন্নয়নে অবদান রাখতে পারবে।”
এ সময় বক্তব্য রাখেন সহকারী পরিচালক, উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো,মোঃ মফিজুল ইসলাম। এছাড়াও বক্তব্য রাখেন মোঃ আনিসুর রহমান, জুনিয়র ইন্সট্রাক্টর (টেক/ইলেকট্রিক্যাল), এবং জুনিয়র ইন্সট্রাক্টর (টেক/সিভিল), মোঃ জুয়েল রানা।
অনুষ্ঠান শেষে অতিথিরা প্রশিক্ষণার্থীদের সঙ্গে মতবিনিময় করেন এবং প্রশিক্ষণের সফলতা কামনা করেন।
এমএসএম / এমএসএম
৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আনোয়ারায় বিএনপির বর্ণাঢ্য র্যালী
মোহনগঞ্জে নাশকতা মামলায় সাবেক কাউন্সিলর গ্রেপ্তার
উন্নয়নের ছোঁয়া থেকে বঞ্চিত মনপুরা দ্বীপের দেড় লাখ মানুষ: যোগাযোগ ও স্বাস্থ্যসেবার নাজুক দশা
আইন-শৃঙ্খলা অবনতির আশঙ্কায় গাইবান্ধার সাঘাটায় ১৪৪ ধারা জারি
ঈশ্বরদীতে আফিল উদ্দিন হাফিজিয়া নূরানী ক্যাডেট মহিলা মাদ্রাসার ওয়াজ মাহফিল অনুষ্ঠিত
ধানের শীষে ভোট চেয়ে লিফলেট বিতরণ করেন ফরহাদ হোসেন আজাদ
খান বাহাদুর ফজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের চ্যাম্পিয়ন শেরপুর জেলা
সহকারী অধ্যাপক পদে পদোন্নতির দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন ও সংবাদ সম্মেলন
চট্টগ্রাম মেট্টোপলিটন মোবাইল ব্যবসায়ীদের সমিতির আত্মপ্রকাশ ও আলোচনা সভা
শহীদ জিয়া গভীর সংকটময় মুহূর্তে জাতিকে পথ দেখিয়ে ছিলেন ব্যারিস্টার মীর হেলাল
খালিয়াজুরীতে যুবলীগের সভাপতিসহ গ্রেফতার ২
সুনামগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যাবসায়ী আটক