লোহাগাড়ায় প্রধান শিক্ষকের গাফেলতিতে অনিশ্চিত এক ছাত্রীর শিক্ষাজীবন
মা-বাবার স্বপ্ন ছিল বড় হয়ে শিক্ষক হবে উম্মে ফাতেমা সাদিয়া। কিন্তু শিক্ষাপ্রতিষ্ঠানের গাফেলতির কারণে ভেঙে চুরমার হয়ে যায় তাদের স্বপ্ন। নবম শ্রেণিতে ওঠার পর জানতে পারে জেএসসির রেজিস্ট্রেশনের জন্য প্রয়োজনীয় সব কাগজ জমা দিয়েও হয়নি সাদিয়ার রেজিস্ট্রেশন। প্রধান শিক্ষকের এতবড় ভুল কিছুতেই মেনে নিতে পারছেন না সাদিয়ার মা-বাবা। তাই গতকাল মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মাধ্যমিক শিক্ষা অফিস বরাবর উপস্থিত হয়ে মেয়েকে দিয়ে অভিযোগ দায়ের করেছেন কলাউজান শাহ মজিদিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলামের বিরুদ্ধে।
অভিযোগকারী সাদিয়া জানায়, মা-বাবার স্বপ্ন পূরণ করতে ২০১৭ সালে পিইসি পরীক্ষায় কৃতকার্য হয়ে ভর্তি হন কলাউজান শাহ মজিদিয়া উচ্চ বিদ্যালয়ে। সেখানে নিয়মিত পাঠদান শুরু করেন। ২০২০ সালে করোনা পরিস্থিতির কারণে অ্যাসাইনমেন্ট কার্যক্রম শুরু হয়। জেএসসির রেজিস্ট্রেশনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র জমা দেন তিনি। নিয়মিত অ্যাসাইনমেন্টের উপর ভিত্তি করে অটোপাসের মাধ্যমে রোল নাম্বার ২৭ দিয়ে নবম শ্রেণীতে অ্যাসাইনমেন্টের মাধ্যমে পাঠদান শুরু করেন তিনি। কয়েক মাস যেতেই যখন নবম শ্রেণির রেজিস্ট্রেশন শুরু হয় তখন সে ১১৬৫৯ নাম্বার বেতন রশিদের মাধ্যমে ১ হাজার ৩শ ৪০ টাকা টাকা জমা দেন। রেজিষ্ট্রেশন শুরু হলে প্রধান শিক্ষক জানান ভুলক্রমে তার জেএসসির রেজিস্ট্রেশন হয়নি। আবার তাকে ৮ম শ্রেণিতে ভর্তি হতে হবে।
সাদিয়ার মা শারমিন আক্তার জানান, শিক্ষকের এমন গাফেলতি মেনে নেয়া যায় না। শিক্ষকের একটি ভুলের কারনে আমার মেয়ে সাদিয়ার ভবিষ্যৎ ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে। পিছিয়ে পড়েছে তার জীবন থেকে চারটি বছর। মানসিকভাবে ভেঙ্গে পড়েছে সাদিয়া। খাবার ছেড়ে দিয়ে কান্না করতে করতে দুইবার অসুস্থ হয়ে পড়েছে। এ বিষয় নিয়ে যখন প্রধান শিক্ষকের কাছে যায় তিনি নমনীয় না হয়ে উল্টো খারাপ ব্যবহার করেছে আমাদের সাথে। তারপর আমরা স্কুল ম্যানেজম্যান্টকে বিষয়টি অবগত করলে তারাও কোন সুরাহা করেন নি। বরং স্কুলের প্রধান শিক্ষকের হয়ে কথা বলেছেন। উল্টো ভুলটা আমাদের উপর চাপানোর চেষ্টা করতেছেন প্রধান শিক্ষক ও ম্যানেজম্যান্ট কমিটি। এ বিষয়ে ইউএনও এবং শিক্ষা অফিসার বরাবর অভিযোগ করেছি। সুষ্ঠু নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রধান শিক্ষকের গাফেলতির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের আবেদন জানিয়েছি।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসমাইল হােসেন জানান, অষ্টম শ্রেণিতে রেজিস্ট্রেশন চলাকালীন ওই শিক্ষার্থীর কাছ থেকে পিইসির সনদ ও জন্মনিবন্ধনের কপি চেয়েছিলেন। ঠিক সময়ে কাগজগুলাে দিতে না পারায় তার রেজিস্ট্রেশন হয়নি। রেজিস্ট্রেশন না হলে ৯ম শ্রেণিতে ক্লাস ও বেতন নেয়ার ব্যাপারে জানতে চাইলে তিনি জানান, করােনার কারণে সব ক্লাসে অটোপাস দিয়েছে কর্তৃপক্ষ। এরপর শিক্ষার্থীর রেজিস্টার বহিতে যে নামগুলাে ছিল সবগুলাে পরবর্তী ক্লাসে লিপিবদ্ধ করা হয়েছে। ভুলবশত ওই শিক্ষার্থীর নামও পরবর্তী ক্লাসের রেজিস্টার বহিতে লিপিবদ্ধ হয়েছে।
লােহাগাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নুরুল ইসলাম জানান, প্রধান শিক্ষকের অবহেলার কারণে ৮ম শ্রেণিতে রেজিস্ট্রেশন না হাওয়ার অভিযােগ এনে এক শিক্ষার্থী লিখিত অভিযােগ করেছে। অভিযােগটি সরেজমিন গিয়ে তদন্ত করা হবে। যদি প্রধান শিক্ষকের অবহেলার কারণে এমন ঘটনা ঘটে তাহলে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এমএসএম / জামান
সাতগাঁও হাইওয়ে থানা বাৎসরিক পরিদর্শন করেন সিলেট রিজিয়ন পুলিশ সুপার মোঃ রেজাউল করিম
পটুয়াখালীর গলাচিপায় ভুয়া চিকিৎসক আটক
কুমিল্লায় তিন বাস টার্মিনালে কর্মবিরতি ৪০ সড়কে যাত্রীদের ভোগান্তি
স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম সংগ্রহ করলেন মাগুরা-২ আসনের সাবেক এমপির কাজী সালিমুল হক কামাল
তানোরে বাড়তি দামে সার বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে জরিমানা
আত্রাইয়ে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস উদযাপন
রাণীশংকৈলে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস পালিত
পবিপ্রবিতে নিয়োগ-বিধি ও প্রমোশন দ্বন্দ্ব, বিএনপিপন্থী শিক্ষকদের বিজয় দিবস বর্জন
বড়লেখায় বিএনপির প্রকাশ্যে গ্রুপিং, কেন্দ্রের হস্তক্ষেপ ছাড়া ঐক্যের পথ দেখছেন না নেতাকর্মীরা
মেহেরপুরে ওয়েভ ফাউন্ডেশনের উদ্যোগে ডেইরি খামারিদের মাঝে ঘাস ও খড় কাটার মেশিন বিতরণ
রাজশাহী-৬ আসনে এমপি পদপ্রার্থী আবু সাইদ চাঁদের মনোনয়ন ফরম উত্তোলন
তানোরে ভয়াবহ অগ্নিকাণ্ডে নারী দগ্ধ, গবাদিপশুর প্রাণহানি