জাতীয় দলের ক্রিকেটার এবাদতের বাবার ইন্তেকাল, দাফন সম্পন্ন

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেসার এবাদত হোসেন চৌধুরীর বাবা সাবেক বিজিবি সদস্য নিজাম উদ্দিন চৌধুরী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে অসুস্থ অবস্থায় তাঁকে সিলেট ওয়েসিস হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১১টায় দক্ষিণভাগ উত্তর ইউনিয়নের কাঠালতলী ঈদগাহ ময়দানে তাঁর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে।
মরহুম নিজাম উদ্দিন চৌধুরীর বাড়ি মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দক্ষিণভাগ উত্তর ইউনিয়নের কাঠালতলী গ্রামে হলেও বর্তমানে তিনি একই ইউনিয়নের রুকনপুর গ্রামে পরিবারসহ বসবাস করছিলেন।
পারিবারিক সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছিলেন নিজাম উদ্দিন চৌধুরী। তিনি এর আগেও একাধিকবার চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি ছিলেন, এমনকি সিএমএইচেও চিকিৎসাধীন ছিলেন। নিয়মিত চিকিৎসা চলছিল এবং শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে তাকে বাড়িতে নিয়ে আসা হয়। তবে বৃহস্পতিবার সন্ধ্যায় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে ছেলে এবাদত হোসেন তাঁকে নিয়ে সিলেটের উদ্দেশে রওনা হন। পথেই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। পরে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
বৃহস্পতিবার রাতে এবাদতের গ্রামের বাড়ি রুকনপুরে গিয়ে দেখা গেছে, প্রিয়জনকে শেষবারের মতো দেখতে ভিড় করেছেন আত্মীয়-স্বজন, পাড়া-প্রতিবেশীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। বাবাকে হারিয়ে ভেঙে পড়েছেন এবাদত ও তাঁর পরিবার। এসময় এবাদত হোসেন বলেন, ‘বাবা দীর্ঘদিন ক্যান্সারে ভুগলেও চিকিৎসার কারণে তিনি কিছুটা সুস্থ ছিলেন। বৃহস্পতিবার সন্ধ্যায় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে আমি নিজেই তাঁকে নিয়ে হাসপাতালে যাচ্ছিলাম। কিন্তু পথেই বাবা চলে যাবেন, এটা কল্পনাও করিনি। সবাই বাবার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাঁকে জান্নাতুল ফেরদৌস দান করেন।’
এদিকে নিহতের ভাতিজা ইমন চৌধুরী লন্ডনে থেকে শোক প্রকাশ করে বলেন, ‘আমার চাচা খুব ভালো মানুষ ছিলেন। তিনি আমাকে খুব আদর করতেন। তাঁর মৃত্যু আমাদের জন্য অপূরণীয় ক্ষতি। সবাই দোয়া করবেন, আল্লাহ যেন চাচাকে জান্নাতুল ফেরদৌস দান করেন। ’
মৃত্যুকালে নিজাম উদ্দিন চৌধুরী স্ত্রী, ছয় ছেলে-মেয়ে, অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
এদিকে নিজাম উদ্দিনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমেছে। তাঁর মৃত্যতে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ ও তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
এমএসএম / এমএসএম

নেত্রকোনায় সাংবাদিক নির্যাতন মামলার প্রধান আসামী গ্রেফতার

ভূরুঙ্গামারীতে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে পুলিশের নিরাপত্তা ব্যবস্থা জোরদার

টেকনাফে একজনকে জবাই করে হত্যা

পাঁচবিবিতে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন এমপি প্রার্থী ফয়সল আলীম

জাতি ৫৩ বছরের দুর্দশা থেকে মুক্তি পেতে চায়- মুহাম্মদ শাহাজাহান

রাজশাহী বাঘায় এ্যারাবিয়ান অর্গানাইজেশনের হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত

জুড়ীতে রুম টু রিডের কর্মশালা অনুষ্ঠিত

পাটের দামে ফুরফুরে মেজাজে বারহাট্টার কৃষকরা

জাতীয় দলের ক্রিকেটার এবাদতের বাবার ইন্তেকাল, দাফন সম্পন্ন

মাইকে ঘোষণা দিয়ে চার মাজার ভাঙচুরের ঘটনায় ২২০০ জনের বিরুদ্ধে মামলা

সরবরাহ কম, নাগালের বাইরে ইলিশের দাম

শান্তিগঞ্জে চলন্ত সিএনজি থেকে পড়ে কিশোরীর মৃত্যু
