ঢাকা শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫

নতুন লুকে ফের চমকে দিলেন পূর্ণিমা!


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২০-৯-২০২৫ দুপুর ১১:২৪

ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী দিলারা হানিফ পূর্ণিমা। যিনি তার রূপের কারণে দুই প্রজন্মের নায়িকা হিসেবেও পরিচিত। নব্বই দশকের শেষ দিকে শুরু করেন তার ক্যারিয়ার; আড়াই দশক পেরিয়ে গেলেও এখনও সেই লাস্যময়ী হয়েই আছেন এই নায়িকা। 
সামাজিক মাধ্যমে পূর্ণিমার রয়েছে ব্যাপক অনুরাগী। তাই নিয়মিত ভক্তদের সঙ্গে যুক্ত থাকেন এবং তাকে ভালোবাসা ও প্রশংসায় ভরিয়ে দেন সকলে; বিশেষ করে তার অপরিবর্তিত রূপের জন্য। তাই তো পূর্ণিমার নতুন লুক দেখে ফের চমকে উঠল তার ভক্তরা।
সম্প্রতি পূর্ণিমা তার ফেসবুকে কিছু নতুন ছবি শেয়ার করেছেন, যা তার ভক্তদের নজর কেড়েছে। ছবিগুলোতে তাকে দেখা যায় নতুন লুকেই। পরেছেন সিল্কি কালো পোশাক, চুলে ব্রাউন কালার, সঙ্গে ওয়েভি স্টাইল। এছাড়াও তার পোজ ও হাসিতেও বেড়ে যায় লাবণ্যও। ক্যাপশনে লিখেছেন, ‘আমার নতুন লুক; আর নতুন লুক মানেই নতুন ভাইব!’
তবে ঘুরে ফিরে সেই একইরকম মন্তব্যই চোখে পড়ে পূর্ণিমার মন্তব্যঘরে। একজন লিখেছেন, ‘আপনি আগের মতোই সুন্দর’, আরেকজন লিখেছেন,  ‘একটুও বয়স বাড়েনি’। আবার তার লুক-স্টাইলেরও প্রশংসা করেন অনেকে।  
২০০৩ সালে যৌথ প্রযোজনার ছবি ‘মনের মাঝে তুমি’-এর মাধ্যমে তুমুল জনপ্রিয়তা লাভ করেন পূর্ণিমা। এরপর ২০০৬ সালে এস এ হক অলিক পরিচালিত ‘হৃদয়ের কথা’ ছবিতেও তার অভিনয় দর্শকদের মন জয় করে নেয়।

 

Aminur / Aminur

ডিভোর্সের ৫ বছর পর কাকে বিয়ে করলেন শবনম ফারিয়া?

ফুচকা খাওয়া, রিকশায় ঘোরাঘুরি— ঢাকায় আর কী করলেন হানিয়া আমির?

নতুন লুকে ফের চমকে দিলেন পূর্ণিমা!

হানিয়ার সঙ্গে যেভাবে দেখা করতে পারবেন ভক্তরা

প্রকাশ পেল প্রিয়া অনন্যা-লিটন'র 'রঙ্গিলা কইতর

কাঞ্চনকে গালি, কড়া পদক্ষেপ নিলেন স্ত্রী

অপেশাদারিত্ব নয়, অপমানিত হয়ে ‘কল্কি টু’ থেকে সরে এসেছেন দীপিকা

ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করবেন স্বস্তিকা, তবে কিছু শর্তে!

মায়ের কাছে চা খাওয়া ছিল পাকনামি, শৈশবের গল্পে মৌ

নায়িকার খোলস ছাড়ছেন শুভশ্রী

‘পোশাক নিয়েই সবাই আমার বিচার করে ফেলে’

কেন এত মোটা হয়ে গেছেন সানাই, জানালেন কারণ

না বুঝে অনেক কাজ করে ফেলেছি : চমক