ঢাকা বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫

অভিনয়ে ফিরতে সিন্ডিকেটের বাধায় পূর্ণিমা!


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২১-৯-২০২৫ সকাল ৯:৩১

ঢাকাই চিত্রনায়িকা দিলারা হানিফ পূর্ণিমা। অনেক দিন ধরেই পর্দায় নেই এক সময়ের জনপ্রিয় এই তারকা। সামাজিক মাধ্যমে নিয়মিত নিজেকে সেই চিরচেনা, লাস্যময়ী রূপে মেলে ধরলেও দর্শকেরা চান তাকে পর্দায় দেখতে। কিন্তু অভিনয়-ইন্ডাস্ট্রি প্রসঙ্গে জানিয়ে দিলেন নানা আক্ষেপ ও ক্ষোভের কথা।
সাম্প্রতিক সময়ে কিছু ওটিটিতে পূর্ণিমাকে দেখা মেলে। অভিনেত্রীরও আগ্রহ রয়েছে ওটিটিতে কাজ চালিয়ে যাওয়ার; তবে অবশ্যই ভালো গল্প ও চরিত্র পেলে। 
এ প্রসঙ্গে সম্প্রতি গণমাধ্যমে এই নায়িকা বলেন, ‘ভালো গল্প আর মানসম্মত চরিত্র পেলে এখনো কাজ করতে রাজি।’
তবে ওটিটি প্ল্যাটফর্মে কাজের আগ্রহ থাকলেও সিন্ডিকেট নিয়ে রয়েছে তার আক্ষেপ; যেটিকে বড় বাধা হিসেবে মনে করেন এই নায়িকা।
পূর্ণিমা বলেন, ‘ওটিটিতে কাজ করতে চাই। তবে সেখানে একটা বড় সিন্ডিকেট কাজ করে। বাইরের কাউকে সহজে জায়গা দেয় না। যারা ওই দলে আছে, তারাই সব সময় সুযোগ পায়। অথচ অনেক মেধাবী শিল্পী আছেন, যারা ভালো কাজ করতে পারেন, তাদের সেই সুযোগ দেওয়া হয় না।’
তবু আশাবাদী পূর্ণিমা। তার বিশ্বাস, প্রাপ্য সম্মান আর শক্তিশালী গল্প পেলে তিনি আবার অভিনয়ে নতুন উদ্যম খুঁজে পাবেন। পূর্ণিমা বলেন, ‘মহানগর’, ‘কারাগার’ ও ‘গোলাম মামুন’-এর মতো কাজ তার ভালো লেগেছে। অভিনেত্রীর ভাষায়, ‘এ ধরনের গল্পে সুযোগ পেলে অভিনয়ে নতুন করে প্রাণ ফিরে পেতাম।’

 

Aminur / Aminur

ঘুম থেকে উঠে মুখ না ধুয়ে চলে এসেছি

কাজ ছাড়া কিছু বুঝি না : মাধুরী দীক্ষিত

লুকিয়ে বিয়ে করেছেন অভিনেত্রী সামান্থা!

তবে কি গোপনেই বিয়ে সারলেন অভিনেত্রী সামান্থা?

ছিনতাইয়ের শিকার রাজ রিপা, খোয়ালেন উপহারের আইফোন

সিনেমায় নেই, তবুও কোটি কোটি আয় এই নায়িকার!

অনন্যার রোদে পোড়া ছবি প্রকাশ সুহানার— কেন হঠাৎ এমন পোস্ট?

‘আমার সন্তানদের রেহাই দিন’

এআই নায়িকা টিলি নরউডকে নিয়ে হলিউডে আতঙ্ক কেন?

বেড়াতে গিয়েছিলেন নায়িকা, সুযোগে বিয়ে করে নিলেন প্রবাসী!

বিয়ে বাড়িতে গেয়ে কত নিলেন জেনিফার লোপেজ?

তারকারা হঠাৎ হাতে-গালে সংখ্যা লিখছেন কেন?

বিয়ের আগেই স্মৃতির ‘ঘর ভাঙা’ ভাইরাল চ্যাটের স্ক্রিনশট নিয়ে যা জানা গেল