কাপ্তাইয়ে দুর্গাপূজার মন্ডপ গুলোতে চলছে জমজমাট প্রস্তুতি
আগামী ২৮ সেপ্টেম্বর মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হতে যাচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। যা আগামী ২ অক্টোবর দশমী তিথিতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সমাপ্ত হবে। আসন্ন দুর্গাপূজা উপলক্ষে কাপ্তাই উপজেলার ৮টি মন্ডপে চলছে জমজমাট প্রস্তুতি। বর্তমানে প্রতিমা তৈরির পাশাপাশি মঞ্চ সাজ সজ্জার জন্য প্রস্তুতি নিচ্ছেন মৃৎশিল্পি এবং আয়োজকরা। তারা সকলেই দিন-রাত পরিশ্রম করে আপন মনে নিপুণ হাতে তৈরি করছে দেবী দুর্গার প্রতিমা। একাগ্র চিত্তে মনের মাধুরী মিশিয়ে মঞ্চ সজ্জার কাজে ব্যস্ত সময় পার করছেন পূজা আয়োজক কমিটির সদস্যরা।
পুরাণ অনুযায়ী দুর্গা শব্দের অর্থ অপ্রতিরোধ্য। হিন্দু শাস্ত্র মতে এই বছর মহামায়া দশভূজা দেবী দুর্গার আগমন ঘটবে গজে (হস্তিতে) করে এবং পূজার সকল আনুষ্ঠানিকতা শেষে দোলায় (পালকিতে) চড়ে কৈলাশে ফিরবেন।
কাপ্তাই উপজেলা পুজা উদযাপন পরিচালনা কমিটি সূত্রে জানা গেছে, এ বছর রাঙামাটি জেলার কাপ্তাই উপজেলায় মোট ৮টি মন্ডপে অনুষ্ঠিত হবে দুর্গাপূজা। তৎমধ্যে রাইখালী বাজার শ্রী শ্রী ত্রিপুরা সুন্দরী কালী বাড়ি পুজা মন্ডপ, চন্দ্রঘোনা শ্রীশ্রী দক্ষিণেশ্বর সিদ্ধেশ্বরী কালীবাড়ি পুজা মন্ডপ, মিশন এলাকার শ্রী শ্রী সার্বজনীন রাধাকৃষ্ণ মন্দির পুজা মন্ডপ, কেপিএম এলাকার শ্রীশ্রী কর্ণফুলী প্রকল্প শ্রী হরি মন্দির পূজা মন্ডপ, শিলছড়ি এলাকার শ্রী শ্রী দূর্গা মন্দির রাম সীতা সংঘ পূজা মন্ডপ, কাপ্তাই লকগেইট শ্রী শ্রী জয় কালী মন্দির পূজা মন্ডপ, ব্রিকফিল্ড শ্রী শ্রী সার্বজনীন মাত্রিমন্দির, শিলছড়ি শ্রী শ্রী বাবা লোকনাথ মন্দির সেবাশ্রম মন্দিরসহ এই ৮টি পূজামণ্ডপে দুর্গাপুজা অনুষ্ঠিত হবে। এদিকে আসন্ন দুর্গাপুজাকে সামনে রেখে কাপ্তাই উপজেলা প্রশাসনের আইনশৃঙ্খলা সভার প্রস্তুতি নেওয়া হচ্ছে।
কাপ্তাইয়ের শতবছরের ঐতিহ্যবাহী ত্রিপুরা সুন্দরী কালী মন্দির পূজা মন্ডপে প্রায় সবধরণের প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন মন্দিরের সভাপতি বিপ্লব সেন। তিনি জানান, এইবছর দুর্গাপূজায় মন্দিরে থাকছে নানা আয়োজন। মায়ের পূজা অর্চনার পাশাপাশি থাকছে ঢাক ঢোলের আরতি, নৃত্যানুষ্ঠান, ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠান সহ নানা আয়োজন। ইতিমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে তিনি জানান।
কাপ্তাইয়ের কর্ণফুলী প্রকল্প শ্রীশ্রী হরিমন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক রূপক মল্লিক রাতুল বলেন, প্রতিবছরের মতো এবারও আমরা মন্দিরে জমজমাট আয়োজনে মা দুর্গার পুজার আয়োজন করেছি। দুর্গাপূজোকে ঘিরে কর্ণফুলী প্রকল্প শ্রীশ্রী হরিমন্দিরে থাকছে নানা আয়োজন। আমরা আশা রাখবো এইবছর অনেক আনন্দ ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আমরা দুর্গাপূজা সম্পন্ন করবো।
কাপ্তাই উপজেলা পূজা উদযাপন পরিচালনা কমিটির আহবায়ক জগদীশ চন্দ্র দাশ বলেন, অনান্য বছরের চেয়ে এইবছর আরো জমজমাট ও উৎসব মুখর পরিবেশে কাপ্তাইয়ে অনুষ্ঠিত হবে শারদীয় দুর্গাপূজা। ইতিমধ্যে সকল সংগঠনের সহযোগিতায় প্রস্তুতি সভা সম্পন্ন হয়েছে। আসন্ন শারদীয় দুর্গাপূজা যেন সুষ্ঠু ও সুন্দর পরিবেশে সম্পন্ন হয় এজন্য তিনি উপজেলা প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী সহ সকলের সহযোগিতা কামনা করেছেন।
কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার রুহুল আমিন বলেন, ইতিমধ্যে কাপ্তাইয়ের দুর্গাপূজার মন্ডপগুলো পরিদর্শন করা হয়েছে। এছাড়া দুর্গা পূজাকে ঘিরে আইন শৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থা সর্বদা জোরদার থাকবে।
এমএসএম / এমএসএম
৭ ই নভেম্বর ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
নাগেশ্বরীতে মুসলিম এইডের উদ্যোগে তারুণ্যের উৎসব অনুষ্ঠিত
বিএনপির মনোনয়ন নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২০
হাতিয়ায় গাঁজা ও ইয়াবা সহ এক মাদক ব্যবসায়ী আটক
পঞ্চগড়ে দুর্নীতি দমন কমিশনের গণশুনানী
ইনসাফ এর বাংলাদেশ চায় জামায়াত
রাতে স্ত্রীর রহস্যজনক মৃত্যু, সকালে উধাও স্বামী
পটুয়াখালীর দশমিনায় নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল
নেত্রকোনা-২ বিএনপির মনোনীত প্রার্থী ডাঃ আনোয়ারুল হকের বিশাল নির্বাচনী শোডাউন
নবীনগরে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে ১৩ কিলোমিটার মানববন্ধন
তাড়াশে লক্ষ্মী নারায়ণ গোপাল বিগ্রহ মন্দিরের সম্পত্তি জোর করে দখল প্রতিবাদে মানববন্ধন ও সংবাদ সম্মেলন
সিংড়ায় বিএনপির বিপ্লব ও সংহতি দিবস পালিত