দূর্গাপূজা উৎসবমুখর করতে পূজা কমিটির সাথে বাঁশখালী জামায়াতের মতবিনিময় সভা

সনাতনী ধর্মাবলম্বীদের ধর্মীয় মহোৎসব আসন্ন শারদীয় দূর্গাপূজা -২০২৫ শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন করার লক্ষ্যে পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে বাংলাদেশ জামায়াতে ইসলামী বাঁশখালী উপজেলা শাখার উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬ টায় উপজেলার কালীপুর ইউনিয়নের রজনীগন্ধা কমিউনিটি সেন্টার হলরুমে বাঁশখালী উপজেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মোহাম্মদ ইসমাইল এর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতে ইসলামী সেক্রেটারি ও বাঁশখালী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ বদরুল হক।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন দক্ষিণ জেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি, বাঁশখালী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনে বাংলাদেশ জামায়তে ইসলামী মনোনীত প্রার্থী অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম।
গুনাগরী আধুনিক হাসপাতালের চেয়ারম্যান
এনামুল হক জিহাদী এবং উপজেলা পূজা উদযাপন কমিটির যুগ্ম আহ্বায়ক ও কালীপুর ইউনিয়ন পূজা কমিটির সভাপতি প্রকৌশলী রনি সরকারের যৌথ সঞ্চালনায় মতবিনিময় সভা আরও বক্তব্য রাখেন, রামদাস মুন্সি হাট পুলিশ তদন্ত কেন্দ্র ইনচার্জ ইন্সপেক্টর তপন কুমার বাকচী, উপজেলা জামায়াতে ইসলামী সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা আরিফ উল্লাহ, পৌরসভার জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা আবু তাহের, ইসলামী আন্দোলন বাঁশখালী সভাপতি
উপজেলা জামায়াতের বায়তুলমাল সম্পাদক মহিউদ্দিন, উপজেলা সূরা সদস্য ও পুকুরিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নুরুল আমিন সিকদার, কালীপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল কালাম, বাংলাদেশ পূজা উদযাপন কমিটি বাঁশখালী উপজেলা শাখার সাবেক সভাপতি ডা. আশীষ কুমার দাশ, বর্তমান কমিটির আহ্বায়ক প্রণব কুমার দাশ, সদস্য সচিব প্রকৌশলী সঞ্জয় চক্রবর্তী মানিক, যুগ্ন আহ্বায়ক ও সাবেক সাধারণ সম্পাদক জন্টু কুমার দাশ, কালীপুর পূজা কমিটির সাধারণ সম্পাদক সুরঞ্জিত নাথ লিটন, সহ-সভাপতি কেশব পাল, স্বপন দাশ, পুকুরিয়া পূজা কমিটির সভাপতি সুবল দে, বাহারছড়া ইউনিয়ন পূজা কমিটির সভাপতি ডা. এ কে সুশীল, যুগ্ম আহ্ববায়ক কাজল ঘোষ, বিকাশ ধর, নারায়ন ধর, কার্তিক দাশ, মিঠু দাশ।
এতে আরো উপস্থিত ছিলেন যুগ্ম আহ্ববায়ক সজল দাশ, যুগ্ম আহ্ববায়ক অজিত সরকার, কালীপুর পূজা পরিষদের অর্থ সম্পাদক আপন বৈদ্য, মানিক শীল, টিসু রুদ্র, অজয় শীল, সাজু দেব, নিউটন দেব প্রমুখ।
মতবিনিময় সভায় বক্তারা বলেন, সনাতনী ধর্মাবলম্বীদের ধর্মীয় মহোৎসব আসন্ন শারদীয় দূর্গাপূজা -২০২৫ শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন করতে সারাদেশের প্রতিটি জেলা-উপজেলার ন্যায় জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ বাঁশখালীতেও সনাতনী ধর্মাবলম্বীদের সার্বিক সহযোগিতা করার আশ্বাস প্রদান করে বক্তারা আরও বলেন, ৫ আগস্টের পর জামায়াত-শিবিরের নেতাকর্মীরা হিন্দু ধর্মাবলম্বী ভাইদের ঘর-বাড়ী, মন্দির, গির্জা, দোকান -পার্টসহ সবকিছু যেভাবে পাহারা দিয়ে নিরাপত্তা দিয়েছে, ঠিক সেভাবে দূর্গাপূজা উৎসবকে বিগত সময়ের চেয়ে আরও উৎসবমুখর করতে জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা আপনাদের পাশে থাকবে। হিন্দু- মুসলিম, বৌদ্ধ -খ্রিস্টানসহ সকল ধর্ম-,বর্ণের মানুষের অধিকার নিশ্চিত করতে বাংলাদেশ জামায়াতে ইসলামী বদ্ধপরিকর। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা.শফিকুর রহমান এর স্পষ্ট বার্তা হলো- বাংলাদেশের সকল নাগরিকের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করাই জামায়াতে ইসলামীর মুল লক্ষ্য। আগামীর বাংলাদেশ হবে দূর্নীতি, চাঁদাবাজ, সন্ত্রাস, মাদকমুক্ত বাংলাদেশ। যে দেশে সকল জাতি-ধর্ম- বর্ণের মানুষের সমঅধিকার থাকবে। যার যার ধর্মীয় উৎসব আরও আনন্দ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন করতে কোনো ধরনের বাঁধা থাকবেনা। মানুষ ন্যায্য অধিকার বঞ্চিত হবেনা। গণতান্ত্রিক অধিকার নিশ্চিত থাকবে, জানমালের সুরক্ষা থাকবে, কোনো লুটরাজের ঠাঁই হবেনা। হিংসা -হানাহানি, বিদ্বেষ থাকবেনা। জাতি-ধর্ম- বর্ণের ভেদাভেদকে কবরস্থ করে সবাই সমাজবদ্ধ হয়ে শান্তিতে বসবাস করার সুযোগ থাকবেনা।
বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং ইসলামী ছাত্র শিবির কখনো প্রতিশ্রুতি ভঙ্গ করেনা, সম্প্রতি দেশের সর্বোচ্চ শিক্ষাঙ্গন ডাকসু এবং জাকসুর অনুষ্ঠিত নির্বাচনের মধ্যদিয়ে যার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে ইসলামী ছাত্রশিবির। ডসকসুতে ইসলামী ছাত্রশিবির প্যানেলে থাকা একজন চাকমাকে বিপুল সংখ্যক ভোট দিয়ে বিজয় করেছে ইসলামী ছাত্রশিবির।
সুতরাং দূর্গাপূজা উদযাপনে যেকোনো ধরনের বাঁধা আসার সম্ভাবনা দেখা দিলে আপনারা আমাদেরকে অবহিত করবেন। প্রশাসনের পাশাপাশি জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা আপনাদের পাশে রয়েছে এবং থাকবে। যাতে করে নির্বিঘ্নে দূর্গাপূজা উৎসবকে শান্তিপূর্ণ পরিবেশে উদযাপন করতে পারেন। বাঁশখালীর বিভিন্ন ইউনিয়ন পূজা উদযাপন কমিটির সভাপতি -সাধারণ সম্পাদকসহ উপস্থিত হিন্দু সম্প্রদায় নেতৃবৃন্দরা এমতবিনিময় সভা আয়োজক কমিটির সকলকের কৃতজ্ঞতা প্রকাশ করেন। মতবিনিময় সভায় জামায়াতে ইসলামী বাঁশখালী উপজেলা শাখা ও বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দসহ হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম

মধুখালীতে প্রতারণার ফাঁদে পড়ে অসহায় পঙ্গু চালকের ইজিবাইক চুরি

সিলেট জেলা তাঁতীদলের কমিটি গঠন

শালিখায় সিটি ব্যাংকের অর্থায়নে গাছের চারা বিতরণ

নড়াইল-১ আসনের তৃণমূলে কাজ করে জনপ্রিয়তা পাচ্ছেন জিয়া পরিষদ নেতা অধ্যাপক বি.এম. নাগিব হোসেন

ভূরুঙ্গামারীতে জব্দকৃত ৮৫ বস্তা টিএসপি সার ধ্বংস করলো প্রসাশন

সিলেট-৬ আসনে বিএনপিতে নয়-জামায়াতে এক, প্রচারণায় আছেন অন্য দলের প্রার্থীরা

পাঁচ হাজার ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যাবসায়ী র্যাবের হাতে আটক

কুমিল্লায় ৮৭ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ

কুড়িগ্রামে এনসিপির বিক্ষোভ

আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন আর সুদকে হারাম করেছেনঃ কর্ণেল অলি

যশোর-২ আসনে ধানের শীষের প্রার্থী হতে মাঠ প্রস্তুত করেছেন জহুরুল

হাতিয়ায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
