ঢাকা মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫

উন্নত দেশ গড়ি


মোকছেদুল ইসলাম, পাটগ্রাম photo মোকছেদুল ইসলাম, পাটগ্রাম
প্রকাশিত: ২৩-৯-২০২১ দুপুর ১২:৫৪
উন্নত দেশ গড়ি
    কবি গোলাম মতিন রুমি
করতে হবে জতির সেবা গড়তে এদেশ খানি,
বিশ্ব প্রেমে মন বিলাব সারা জীবন আমি।
গোত্র-জাতির প্রভেদ ভুলি রাখব স্বদেশ        
প্রীতি,
লাল সবুজের সেই পতাকা স্বাধীনতার স্মৃতি।
মন ভরা প্রেম দিয়ে সবার করব হৃদয় জয়,
মহৎ সমাজ গড়বরে ভাই সুধী সমন্বয়ে।
তিরস্কৃত মানুষগুলোর দেখাব ভালোর পথ,
নবোদ্যমে দেশ গঠনে গড়িয়ে জনমত।
রূপ আদর্শের বাংলাদেশ গড়ব শপথ নিয়া
মিথ্যা অনাচার দুর্নীতি আর সবটি ভুলে গিয়া।

এমএসএম / এমএসএম