ঢাকা শনিবার, ২২ নভেম্বর, ২০২৫

গণ বিশ্ববিদ্যালয়ের শান্তিপূর্ণ ছাত্র সংসদ নির্বাচনে ভিপি মৃদুল, জিএস রায়হান


ইভা আক্তার, গবি photo ইভা আক্তার, গবি
প্রকাশিত: ২৬-৯-২০২৫ দুপুর ২:৪৯

সাত বছরের প্রতীক্ষার অবসান ঘটিয়ে সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে (গবি) অনুষ্ঠিত হলো কেন্দ্রীয় ছাত্র সংসদ (গকসু) নির্বাচন। অন্তর্বর্তী সরকারের সময় বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথমবারের মতো এমন নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন করে নজির গড়ল প্রয়াত ডা. জাফরুল্লাহ চৌধুরী প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠান।

এ নির্বাচনে কেন্দ্রীয় ছাত্র সংসদের (গকসু) সহসভাপতি (ভিপি) পদে বিজয়ী হয়েছেন বাংলা বিভাগের শিক্ষার্থী ইয়াছিন আল মৃদুল দেওয়ান। আর সাধারণ সম্পাদক (জিএস) পদে জয় নিশ্চিত করেছেন ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস অনুষদের মো. রায়হান খান।

শুক্রবার রাত ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার মো. রফিকুল আলম। এতে কমিশনের অন্য সদস্যরাও উপস্থিত ছিলেন।

ভিপি পদে ৬৯২ ভোট পেয়ে বিজয়ী হন মৃদুল দেওয়ান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. আব্দুল মাজেদ সালাফী পান ৬৭৭ ভোট। জিএস পদে রায়হান খান ১১২১ ভোটে জয় পান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. অন্তু দেওয়ান পান ৮১০ ভোট।

সহ–সাধারণ সম্পাদক (এজিএস) পদে ১ হাজার ৪০০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন সামিউল হাসান শোভন। কাছাকাছি লড়াইয়ে শিফাতুর রহমান শিশির পান ১ হাজার ২৩৯ ভোট।

কোষাধ্যক্ষ পদে খন্দকার আব্দুর রহিম ১ হাজার ৪৫০ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সালাউদ্দিন পান ৯৫৩ ভোট। ক্রীড়া সম্পাদক পদে ১ হাজার ৪৭৭ ভোটে জয়ী হন ফয়সাল আহমেদ। সহ–ক্রীড়া সম্পাদক নির্বাচিত হয়েছেন আব্দুল্লাহ আল নোমান (১ হাজার ৩০৭ ভোট)।

সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে বিপুল ব্যবধানে জয়ী হয়েছেন মো. মারুফ (২ হাজার ৩৯৪ ভোট)। সহ–সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক হয়েছেন লীশা চাকমা (২ হাজার ১৯৫ ভোট)। দপ্তর সম্পাদক নির্বাচিত হয়েছেন শারমিন আক্তার (১ হাজার ১০৮ ভোট)। প্রচার ও প্রকাশনা সম্পাদক হয়েছেন মো. জান্নাতুল ফেরদৌস (১ হাজার ৮৭৬ ভোট)। সমাজকল্যাণ ও ক্যান্টিন সম্পাদক নির্বাচিত হয়েছেন মো. মনোয়ার হোসেন অন্তর (১ হাজার ১৪৯ ভোট)।

অনুষদ প্রতিনিধি পদে কৃষি অনুষদে বিজয়ী হয়েছেন মহিউল আলম দোলন, ভেটেরিনারি অ্যান্ড এনিমেল সায়েন্সেস অনুষদে জয় পেয়েছেন মো. হুমায়ুন কবির। কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন শাকিল আহমেদ, মো. সেলিম আহমেদ অলি, মো. মেহেদি হাসান ও মিনতুজ আক্তার মিম। বিজ্ঞান ও প্রকৌশল অনুষদ থেকে নির্বাচিত হয়েছেন মেহেরুন খিলজি মিতু ও মো. ইমদাদুল হক মিলন। স্বাস্থ্য বিজ্ঞান অনুষদে নির্বাচিত হয়েছেন নাশরুন সেঁজুতি অরণি ও পার্থ সরকার।

ভোটগ্রহণ শুরু হয় শুক্রবার সকাল ৯টায়। বিকেল ৩টায় শেষ হওয়ার পর প্রায় ১২ ঘণ্টা ধরে চলে ভোট গণনা। এবারের নির্বাচনে মোট ভোটার ছিলেন ৪ হাজার ৬৭১ জন। তাদের মধ্যে প্রায় ৭৫ শতাংশ ভোটাধিকার প্রয়োগ করেন।

উল্লেখ্য, ২০১৩ সালে প্রথম গকসু নির্বাচন অনুষ্ঠিত হয় গণ বিশ্ববিদ্যালয়ে। এরপর ২০১৮ সালে তৃতীয়বারের মতো নির্বাচন হয়। প্রায় সাত বছর পর এবার চতুর্থবারের মতো নির্বাচন হলো।

ভোটগ্রহণ, গণণা ও ফলাফল সবই শান্তিপূর্ণভাবে হয়েছে। নিরাপত্তার দায়িত্বে আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় চারশ সদস্য মোতায়েন করা হয়।

এমএসএম / এমএসএম

জকসু নিয়ে কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য পদপ্রার্থী অবন্তির ভাবনা

জকসু নিয়ে কেন্দ্রীয় পাঠাগার ও সেমিনার সম্পাদক পদপ্রার্থী ইমনের ভাবনা

ছাত্রদলের উদ্যোগে সুবিধাবঞ্চিত ও ছিন্নমূল শিশুদের সাপ্তাহিক স্কুল উদ্বোধন

শেকৃবিতে নিয়োগে আওয়ামী পুনর্বাসন, এলাকাপ্রীতি ও অর্থ লেনদেনের অভিযোগ

উত্তরায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন

জকসুতে কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচন করবে সাংবাদিক সম্পদ

দীর্ঘ তিন যুগ পর জাবিতে ইসলামী ছাত্রশিবিরের মিছিল

জকসু নির্বাচন: ছাত্রশিবিরের ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেল ঘোষণা

জকসু নির্বাচন: ছাত্রদল সমর্থিত "ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান" প্যানেল ঘোষণা,

এইচএসসির খাতা পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ

বাকৃবিতে প্রিসিশন ব্রিডিং-ভিত্তিক দুগ্ধ উৎপাদন উন্নয়ন বিষয়ক কর্মশালা

স্কুলে ভর্তিতে ৬৩ শতাংশই কোটা, অভিভাবকদের আপত্তি

বাকৃবিতে গরুর মাংস উৎপাদনে চতুর্থ শিল্পবিপ্লব প্রযুক্তি বিষয়ক কর্মশালা