ঢাকা রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫

কার সঙ্গে রাত কাটানোর ইচ্ছা আমিষা প্যাটেলের


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৭-৯-২০২৫ দুপুর ১০:৫২

অভিনেত্রী আমিষা প্যাটেল ৫০ বছরে পা দিয়েও অবিবাহিত রয়েছেন। এক সময় নাকি অনেক ছেলেরা তার পিছু নিত। জীবনে অসংখ্য প্রেম প্রস্তাব পেয়েছেন। কিন্তু কারো সঙ্গে থিতু হতে চাননি কখনো। যদিও আমিষার বিয়ের প্রতি আস্থা রয়েছে। তবু একটা গোপন ইচ্ছে রয়েছে তার। এক রাতের জন্য বিখ্যাত এক তারকার শয্যাসঙ্গিনী হতে চান এ অভিনেত্রী।
স্কুলে পড়ার সময় অনেকের কাছ থেকে প্রেমের প্রস্তাব পেতেন আমিষা। কিন্তু বিয়ে করার ক্ষেত্রে শর্ত দেওয়া হত— কাজ ছেড়ে ঘরে থাকতে হবে। অমিষা বলেছেন, ‘যারা ভালোবাসবে, তারা তোমাকে কাজেও উৎসাহ দেবে।’ তাই নাকি বিয়ে করা হয়নি। অভিনেত্রী জানান, কাজের জন্য অনেক কিছু হারিয়েছেন তিনি। আবার ভালোবাসার জন্যও অনেক কিছু হারিয়েছেন। তবে হলিউড তারকা টম ক্রুজ়ের সঙ্গে একটা রাত কাটাতে চান তিনি।
ছোটবেলা থেকেই টমের অনুরাগী আমিষা। ছোটবেলায় পেন্সিল বাক্সে টমের ছবি রাখতেন তিনি। শুধু তাই নয়, ছোটবেলা থেকে তাদের বাড়িতে অনেক গুণী, বিখ্যাত ব্যক্তিত্বদের আসতে দেখছেন। কিন্তু কাউকে মনে ধরেনি। একমাত্র টম ক্রুজের পোস্টার রাখতেন নিজের ঘরে।
সম্প্রতি একটি পডকাস্টে গিয়ে আমিষা বলেন, ‘আমি ছোটবেলা থেকে তার অনুরাগী। তার জন্য যা বলবেন করে দেবে। এক রাতের জন্য তার শয্যাসঙ্গিনী হতেও আপত্তি নেই।’ ‘টপ গান’, ‘দ্য মামি’ থেকে শুরু করে সাম্প্রতিক সময়ের ‘মিশন ইম্পসিবল: দ্য ফাইনাল নকিং’-এর মতো ছবি উপহার দিয়েছেন টম। তিনি বিশ্বের সুপুরুষদের তালিকায় অন্তর্ভুক্ত। আশির দশকে যতটা জনপ্রিয়তা ছিল তার, এখনো ততটাই আলোচিত তিনি দর্শকমহলে।
প্রথম সিনেমা ‘কহো না পেয়ার হ্যায়’তে আলোড়ন তুলেছিলেন আমিষা। তবে একটা সময়ের পরে তিনি বলিউড থেকে দূরে সরে যান। ২০২৩ সালে ফের তার প্রত্যাবর্তন ‘গদার ২’ সিনেমার মাধ্যমে।

 

Aminur / Aminur

একাধিক প্রেম করা সালমানের ‘কুমারত্ব’ নিয়ে ভরা মঞ্চে টুইঙ্কলের খোঁচা

শাহরুখ–আরিয়ানের বিরুদ্ধে করা সেই মামলা ফিরিয়ে দিল আদালত

মিথ্যা অপবাদ, মানহানির মামলা করবেন শিল্পা শেঠি

কার সঙ্গে রাত কাটানোর ইচ্ছা আমিষা প্যাটেলের

একাত্তরে হারিয়েছি আজকেও হারাব: চমক

Bongo-তে নতুন রাজনৈতিক থ্রিলার ওয়েবফিল্ম ‘দাবাঘর’ মুক্তি পেল

‘জীবনের অর্ধেক কেটে যায় ট্রাফিকেই’

জেন-জির নতুন ক্র্যাশ ‘সাইয়ারা’র আহান

আলোচনায় শাহরুখ-রানির বন্ধুত্ব

‘পরিবারের পক্ষ থেকে কোনো চাপ অনুভব করিনি’

‘শাহরুখের সঙ্গে হ্যান্ডশেকের পর হাত ধুইনি’

অন্তরঙ্গ দৃশ্যের শর্তেই ভেঙে যায় অমৃতার ক্যারিয়ার

আপনাদের কি কোনো যোগ্যতা নেই— ক্ষুব্ধ প্রভার প্রশ্ন