ঢাকা সোমবার, ৬ অক্টোবর, ২০২৫

৪২ বছরে মা হচ্ছেন ক্যাটরিনা কাইফ, পরিবারে উদ্বেগ!


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৬-১০-২০২৫ সকাল ৯:২০

সদ্যই মা হওয়ার খবর প্রকাশ্যে এনেছেন বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। দীর্ঘ জল্পনার অবসান ঘটিয়ে এই অক্টোবরেই প্রথম সন্তান আসতে যাচ্ছে ৪২ এর এই নায়িকার কোলে। ক্যাটরিনা ও তার স্বামী অভিনেতা ভিকি কৌশল সম্প্রতি এই খবরটি নিজেদের সামাজিক মাধ্যমে প্রকাশ করেছেন। এ খবরটি তাদের পরিবারে আনন্দের আবহ তৈরি করলেও, একই সঙ্গে কিছুটা উদ্বেগও কাজ করছে বলে জানিয়েছেন ভিকির ভাই সানি কৌশল।
জানা যায়, গত বছর থেকেই ক্যাটরিনার মা হওয়ার গুঞ্জন চলছিল। ২০২১ সালের ডিসেম্বরে ভিকি কৌশলের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার সাড়ে তিন বছর পর এই দম্পতি তাদের প্রথম সন্তানের আগমনের খবর নিশ্চিত করেন। সম্প্রতি ক্যাটরিনা ও ভিকি তাদের অনাগত সন্তানের ছবি সামাজিক মাধ্যমে প্রকাশ করেছেন। ছবিতে দেখা যায়, ক্যাটরিনা সাদা পোশাকে আছেন এবং ভিকি তার উদর স্পর্শ করে আছেন। ছবিটি প্রকাশ করে তারা লেখেন, “আমাদের জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায় শুরু হতে চলেছে। ভালোবাসা ও কৃতজ্ঞতায় আমাদের হৃদয় পরিপূর্ণ।”
ভিকির ভাই সানি কৌশল সম্প্রতি এক সাক্ষাৎকারে তাদের ভাই-ভাবির এই সুখবর নিয়ে কথা বলেন। তিনি জানান, তাদের পরিবারে সবাই খুবই খুশি। তবে পাশাপাশি কিছুটা চিন্তিতও। সানি বলেন, “এটা তো খুশির খবর। সবাই খুব খুশি। তবে একই সঙ্গে সবাই খুব চিন্তায়ও আছে! আমরা সবাই ওই দিনটার অপেক্ষায় রয়েছি।”
বিয়ে ও সন্তান নিয়ে ক্যাটরিনার ভাবনা নতুন নয়। ২০২১ সালে ভিকিকে বিয়ের প্রায় এক দশক আগেই ক্যাটরিনা পরিবার পরিকল্পনার কথা জানিয়েছিলেন। তিনি বলেছিলেন, সংসার, স্বামী ও সন্তানকে তিনি বরাবরই বেশি গুরুত্ব দিয়েছেন।

 

Aminur / Aminur

স্ক্রিনশট ফাঁস করে নুসরাত ফারিয়া বললেন, ‘এটা সম্পূর্ণ প্রতারণা’

নাটক নিয়ে দর্শকদের দীর্ঘ অভিযোগ, জবাব দিলেন দীপা খন্দকার

৪২ বছরে মা হচ্ছেন ক্যাটরিনা কাইফ, পরিবারে উদ্বেগ!

যেটা বুকে ধাক্কা লাগার সেটা লেগেছে : ঋতাভরী

আমি সেই মানুষটা হতে পারিনি, যাকে সবাই দেখতে চেয়েছিল: বাঁধন

মাতৃত্বের পর দ্রুত ওজন কমেছে আলিয়ার, জানালেন চমকে যাওয়ার মতো কারণ

মেয়ের পা ভেঙে দিতে চেয়েছিলেন সঞ্জয়

‘চোখে কুলাচ্ছে না? তাহলে স্ক্রল করুন’

নিজের নামের আগে ‘কিংবদন্তি’ পছন্দ নয় মোশাররফের

পোস্টে বাজে মন্তব্য, ক্ষুব্ধ মেহজাবীন

ইউটিউবের বিরুদ্ধে মামলা দায়ের ঐশ্বরিয়া-অভিষেকের!

জিতের ‘সতর্কবার্তা’ নিয়ে টলিপাড়ায় নতুন বিতর্ক

‘ছাগলদের কমেন্টের আর রিপ্লাই দেবো না’