ঢাকা মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫

কক্সবাজারের পানিতে নামলে শরীর চুলকায় : নায়লা নাঈম


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৭-১০-২০২৫ সকাল ৯:২৪

এক সময়ের আলোচিত মডেল ও অভিনেত্রী নায়লা নাঈম। নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কিছু নেই। অভিনয়ে খুব বেশি একটা নিয়মিত না হলেও সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব ছিলেন তিনি।
তবে সামাজিক মাধ্যমে অবশ্য খোলামেলা কথাই বলছেন আলোচিত এই মডেল। গতকাল মঙ্গলবার এক ফেসবুক পোস্টে জাএতে তিনি জানিয়েছেন, কক্সবাজারের সমুদ্রের জলে নামলে তার শরীর চুলকায়।
নায়লা নাঈম পোস্টে লিখেছেন, ‘জীবনে এই পর্যন্ত কক্সবাজার ঘুরতে বা শুটিং এ কম করে হলেও ৫০ বার গিয়েছি। তার মধ্যে হাতে গোনা ৩-৪ বার মনে হয় আমি পানিতে নেমেছি। প্রথমত, অতিরিক্ত মানুষের ভিড়। দ্বিতীয়ত, পানিতে নামলেই কিছুক্ষণ পর শরীর চুলকানো শুরু হয়। কিন্তু দেশের বাইরে গেলে যে কোন বিচে নামার জন্য আমি সবসময় পাগল থাকি।’
তারপর তিনি ইংরেজিতে লেখেন, ‘বিচ গার্ল এট দ্যা বিচ’। পোস্টের সঙ্গে ১২টি ছবিও পোস্ট করেন মডেল-অভিনেত্রী। সেগুলো নেটিজেনদের নজর কেড়েছে।
নায়লা নাঈম প্রথম আলোচনায় আসেন ২০১৩ সালের শেষভাগে। সোশ্যাল মিডিয়ায় তার উপস্থিতি তুমুল আলোচিত হয়। একে একে বিজ্ঞাপনচিত্র, মিউজিক ভিডিও ও নাটকে কাজ বাড়তে থাকে। গ্রামীণফোনের একটি বিজ্ঞাপনচিত্রের মাধ্যমে মডেল হিসেবে শোবিজে অভিষেক ঘটে তার। পরবর্তীতে ফ্যাশন মডেলিংয়েও দীর্ঘসময় কাজ করেছেন।
তবে এখন অভিনয়ের চেয়ে চিকিৎসা পেশাকেই প্রাধান্য দিচ্ছেন। সময় দিচ্ছেন নিজের মূল পেশা দাঁতের চিকিৎসায়।

 

 

 

Aminur / Aminur

নতুন ছবি করতে যাচ্ছি : মিষ্টি জান্নাত

ফের আলোচনায় সৃজিত-মিথিলা

আরও এক আলোচিত সিনেমায় শর্বরী ওয়াঘ

কক্সবাজারের পানিতে নামলে শরীর চুলকায় : নায়লা নাঈম

স্ক্রিনশট ফাঁস করে নুসরাত ফারিয়া বললেন, ‘এটা সম্পূর্ণ প্রতারণা’

নাটক নিয়ে দর্শকদের দীর্ঘ অভিযোগ, জবাব দিলেন দীপা খন্দকার

৪২ বছরে মা হচ্ছেন ক্যাটরিনা কাইফ, পরিবারে উদ্বেগ!

যেটা বুকে ধাক্কা লাগার সেটা লেগেছে : ঋতাভরী

আমি সেই মানুষটা হতে পারিনি, যাকে সবাই দেখতে চেয়েছিল: বাঁধন

মাতৃত্বের পর দ্রুত ওজন কমেছে আলিয়ার, জানালেন চমকে যাওয়ার মতো কারণ

মেয়ের পা ভেঙে দিতে চেয়েছিলেন সঞ্জয়

‘চোখে কুলাচ্ছে না? তাহলে স্ক্রল করুন’

নিজের নামের আগে ‘কিংবদন্তি’ পছন্দ নয় মোশাররফের