ঢাকা বৃহষ্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫

তামিল সিনেমায় ফিরছেন সামান্থা


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৯-১০-২০২৫ দুপুর ১০:৫৬

ভারতের জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। একাধিক কাজে ব্যস্ত রয়েছেন তিনি। গুঞ্জন উঠেছে, আবারও তামিল সিনেমায় ফিরতে যাচ্ছেন তিনি। নায়ক সিম্বু (সিলাম্বরসান টি আর)-এর বিপরীতে ‘অরাসান’ সিনেমায় অভিনয় করতে পারেন সামান্থা। গ্যাংস্টার ধাঁচের এই সিনেমাটি পরিচালনা করছেন জনপ্রিয় নির্মাতা ভেত্রীমারান। জানা গেছে, সিনেমাটি ধানুশ অভিনীত ‘ভাদা চেন্নাই’ সিনেমার অংশ হবে।
তেলেগু সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, সামান্থা বর্তমানে ‘অরাসান’-এ যোগ দেওয়ার বিষয়ে প্রাথমিক আলোচনায় রয়েছেন। এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। তবে সব ঠিক থাকলে, এটি হবে ২০১০ সালের জনপ্রিয় সিনেমা ‘ভিন্নাইথান্ডি বরুভায়া’র পর সামান্থা ও সিম্বুর পুনর্মিলন। সেইসঙ্গে এই ছবি দিয়ে তিন বছর পর তামিলে কাজ করতে চলেছেন এই অভিনেত্রী।
সামান্থার সর্বশেষ তামিল সিনেমা ছিল ২০২২ সালে মুক্তিপ্রাপ্ত ‘কাতুভাকুলা রেন্দু কাধাল’। সিনেমাটিতে তিনি বিজয় সেতুপতি ও নায়ানথারার সঙ্গে অভিনয় করেছিলেন। মুক্তির পর মিশ্র প্রতিক্রিয়া পেলেও বক্স অফিসে সিনেমাটি সফল হয়েছিল।
সামান্থাকে সর্বশেষ দেখা গেছে অ্যামাজন প্রাইমের ওয়েব সিরিজ ‘সিটাডেল: হানি বানী’-তে। সেখানে তার সহশিল্পী ছিলেন বরুণ ধাওয়ান। সামাজিক মাধ্যমে তিনি জানিয়েছেন, তার পরবর্তী সিনেমা হবে তেলেগু ভাষার ‘মা ইন্টি বাঙ্গারাম’। এটি একটি অ্যাকশনধর্মী ছবি।
এছাড়াও তিনি অভিনয় করবেন ‘রক্ত ব্রহ্মান্ড: দ্য ব্লাডি কিংডম’ নামের একটি ওয়েব সিরিজে। এতে আদিত্য রায় কাপুরের বিপরীতে দেখা যাবে সামান্থাকে।

 

Aminur / Aminur