কমলগঞ্জে টিকা দেয়ার ১৩ ঘন্টার মাথায় ২ মাসের শিশুর মৃত্যুর অভিযোগ
মৌলভীবাজারের কমলগঞ্জে সানজিদা জান্নাত তোহা নামের দুই মাস বয়সের এক শিশু প্রথম ডোজ টিকা নেওয়ার ১৩ ঘন্টা পর অস্বাভাবিক মৃত্যু হয়েছে অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) বেলা ১১টার সময় কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিকা নেওয়ার পর ওইদিন দিবাগত রাত ১২ টার পর শিশুটি মারা যায়। শিশুর পরিবারের দাবী, ভুল চিকিৎসায় তাদের সুস্থ শিশু কন্যা মারা গেছে। শিশু তোহা কমলগঞ্জ পৌর এলাকার নছরতপুর গ্রামের মো.জুয়েল আহমদে এর সন্তান।
শিশুর বাবা মো. জুয়েল আহমেদ অভিযোগ করে বলেন, আমার ২ মাস ২ দিন বয়সের মেয়ে সানজিদা জান্নাত তোহাকে টিকা দেওয়ার জন্য বৃহস্পতিবার সকালে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিয়ে যান। বেলা ১১টার পরে হাসপাতালের ইপিআই রুমে তার মেয়ের দুই হাতে ও দুই পায়ে (পেনটা, পিসিভি, আইপিভি এবং ওপিভি) এই চারটি টিকা প্রয়োগ করা হয়। টিকা দেওয়ার পর তার মেয়েকে নিয়ে তিনি তার বাড়িতে চলে যান। রাত ১২টার দিকে ঘুমানো অবস্থায় শিশু তোহা হঠাৎ কান্না করে উঠে। এ সময় তার নাক দিয়ে ফেনা ও রক্ত বের হচ্ছিল। তা দেখে শিশুর পিতাসহ পরিবারের সদস্যরা দ্রুত তাকে নিয়ে কমলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন। এ সময় কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৌলভীবাজার নিয়ে যাওয়ার কথা বলেন, হাসপাতালের এম্বুলেন্স যোগে দ্রুত মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। মৌলভীবাজার সদর হাসপাতালের চিকিৎসক জানান, হাসপাতালে আনার আগেই শিশুটি পথে মারা যায়। শিশুর পিতা জুয়েল বলেন, আমার মেয়েটা সুস্থ্য ছিল। ভবিষ্যত সুস্থতার জন্য টিকা দিয়ে বুকের ধনকে চিরদিনের জন্য হারাতে হবে চিন্তাই করিনি। আমি বিচার চাই। টিকায় আর কোনো মায়ের বুক খালি হোক তা চাই না। ক্ষোভের সাথে তিনি বলেন এই হাসপাতালে ভূল চিকিৎসায় আরো শিশু মারা গেলেও কোন বিচার হয়নি।
অভিযোগ রয়েছে দীর্ঘদিন ধরে হাসপাতালের ইপিআই রুমে শিশুদের টিকা দিলেও টিকার কার্ড দেওয়া হয় না। সাদা কাগজে লিখে শিশুর অভিভাবকদের হাতে কাগজ দিয়ে দেওয়া হয়। শিশু তোহার ক্ষেত্রেও একই অবস্থা হয়েছে। তাকেও দেওয়া হয়নি টিকার কার্ড। সাদা কাগজে শিশুর নাম ঠিকানার পাশাপাশি খাতা রেজিস্টার ও প্রথম ডোজের টিকার নাম রয়েছে।
স্থানীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, এই হাসপাতালে চিকিৎসা সেবার মান এখন নিম্ন মানের।গত কয়েক মাস ধরে হাসপাতালের নানান সমস্যা দেখা দিচ্ছে। সুস্থ মানুষও মারা যাচ্ছে। সঠিক কোন তদন্ত হয় না। যার কারণে প্রতিনিয়ত এই রকম ঘটনা ঘটছে।
এ বিষয়ে কথা বলতে হাসপাতালে টিকা প্রদানকারীর মোবাইল ফোনে একাধিক বার কল দিলেও তিনি রিসিভ না করায় কথা বলা যায়নি। শিশুটির মৃত্যুর বিষয়ে জানতে চাইলে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মাহবুবুল আলম ভূইয়া সাংবাদিকদের বলেন,‘আমাদের এখানে প্রায় সময়ই বাচ্চাদের টিকা দেওয়া হয়। কখনো কোনো সমস্যা হয়নি। টিকায় কোন সমস্যা হলে সেটা তাৎক্ষনিক হয়ে থাকে। তবে জ্বর বা নরমালি সমস্যা হতেই পারে। কিন্তু এই বাচ্চাটার ক্ষেত্রে অন্যটা হয়ে গেল। এখন দেখতে হবে এই বাচ্চার আগে কোন সমস্যা ছিলো কি না। এ বিষয়ে আমরা জেলাতে রিপোর্ট করেছি। এবং সারভিলেন, মেডিক্যাল অফিসার এবং ডব্লিউএইচ এর প্রতিনিধি আছে যারা টিকার সংক্রান্ত বিষয় নিয়ে কাজ করে তারও এ বিষয়টা নিয়ে তদন্ত করবে। টিকার মেয়াদ আছে কি না, সেই বিষয়ে জানতে চাইলে তিনি বলেন,আমরা সব বিষয়ে খবর নিবো। শিশু মৃত্যর কারন নিশ্চিত হতে সেই সময়টা পর্যন্ত অপেক্ষা করতে হবে বলেও মন্তত্য করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা।
এমএসএম / এমএসএম
ধামইরহাটে ইউনিয়ন পর্যায়ে জলবায়ু পরিবর্তনজনিত বিপন্নতা যাচাই কর্মশালা অনুষ্ঠিত
বালাগঞ্জে প্রাণিসম্পদ সপ্তাহ পালিত
বরিশাল ৩নং আসনে তৃণমুলের পছন্দের প্রার্থী আঃ ছত্তার খান
বাঁশখালীর সেই ভেঙে পড়া কালভার্ট নিজস্ব অর্থায়নে মেরামত করে দিলেন গণ্ডামারা ইউপি চেয়ারম্যান
কাউনিয়ায় আমন মৌসুমের ধান ও চাল ক্রয় কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু
রাজশাহী-১ আসনে ভোটের মাঠে জনপ্রিয়তার শীর্ষে অধ্যাপক ড. আব্দুর রহমান মুহসেনী
ফ্যাসিস্ট,চাঁদাবাজ,জুলুমবাজদের আর ছাড় দেয়া হবেনাঃ ডাকসু ভিপি সাদিক কায়েম
আদমদীঘিতে জাতীয় প্রানি সপ্তাহ উপলক্ষ্যে প্রানি সম্পদ প্রদর্শনী
হাটহাজারীতে প্রাণী সম্পদ সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন
নড়াইলে সর্বোচ্চ ওয়ারেন্ট তামিলকারী অফিসার এসআই আমির হোসেন ও এএসআই রুহুল আমিন
পাবিপ্রবির শিক্ষার্থীদের জন্য ‘উচ্চ শিক্ষায় মানসিক চাপ নিয়ন্ত্রণ কৌশল’ শীর্ষক কর্মসূচি ও রিসার্চ মেথোডলোজি বিষয়ে প্রশিক্ষণ
ধামইরহাটে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহে উদ্বোধনী প্রদর্শনী মেলায় দুম্বা প্রদর্শন
হোসেনপুরে গণ্যমান্য ব্যক্তি ও সাংবাদিকদের সাথে নবাগত ডিসি মোহাম্মদ আসলাম মোল্লার মতবিনিময়
Link Copied