ঢাকা বৃহষ্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫

দীপিকার সমর্থনে সরব কঙ্কনা


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৩-১০-২০২৫ বিকাল ৬:১২

বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের আট ঘণ্টা কাজের প্রসঙ্গে যখন উত্তাল গোটা ইন্ডাস্ট্রি, সেই সময় অভিনেত্রীর হয়ে কথা বললেন কঙ্কনা সেন শর্মা। শুধু অভিনেতা অভিনেত্রী নন, প্রত্যেকটা মানুষেরই বিশ্রাম প্রয়োজন বলে জানিয়েছেন তিনি।
পরপর দুটি ছবি থেকে দীপিকা পাড়ুকোন বেরিয়ে যাওয়ার পরেই অভিনেত্রীর পেশাদারিত্ব নিয়ে উঠেছে প্রশ্ন। কেন তিনি আট ঘন্টার বেশি কাজ করতে পারবেন না, এই প্রসঙ্গে অনেকেই প্রশ্ন তুলেছেন। সম্প্রতি দীপিকার হয়ে কথা বলতে শুনতে পাওয়া গেল কঙ্কনা সেন শর্মাকে।
ভারতীয় গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে দীপিকার ৮ ঘন্টা কাজের প্রসঙ্গে কঙ্কনা বলেন, ‘আমার মনে হয় গোটা শিল্প জগৎকে মানবিক হওয়া প্রয়োজন। আমরাও মানুষ তাই আমাদেরও বিশ্রাম প্রয়োজন হয়। সপ্তাহের শেষে ছুটি এবং একটি নির্দিষ্ট সময়ে কাজের মধ্যে আমাদের সীমাবদ্ধ থাকা উচিত।’
কঙ্কনা আরও বলেন, ‘অনেক সময় ১২ ঘণ্টার বেশি কাজ হয়, এমনও হয় ১৪ থেকে ১৫ ঘন্টার বেশি আমাদের কাজ করতে হয়। কিন্তু সেটা প্রত্যেকদিন করা সম্ভব নয়। কমপক্ষে একদিন ছুটি এবং নিয়ন্ত্রিত সময়ের মধ্যে কাজ হলে একজন অভিনেতা-অভিনেত্রী নিজেদের সবটুকু দিতে পারে।’
সম্প্রতি দীপিকা পাড়ুকোন এই আট ঘন্টার দাবিতে তৈরি হওয়া বিতর্ক প্রসঙ্গে বলেন, ‘অনেক অভিনেতা আছেন যারা ৮ ঘণ্টার বেশি কাজ করেন না। কোনদিন কারোর নাম ছিল না আমি আসেনি। আমি একজন মহিলা বলেই আমার নাম বারবার এইভাবে বিতর্কে শিরোনামে আসছে। ভারতীয় চলচ্চিত্র জগতে এমন অনেক সুপারস্টার রয়েছেন যারা বছরের পর বছর ৮ ঘণ্টা কাজ করে আসছেন। আমি প্রথম নই যে এই কথা বলেছে।’
দীপিকা আরও বলেছেন, ‘আমি কারও নাম নিতে চাই না, কারও ব্যক্তিগত ব্যাপার তুলে ধরতে চাই না। কিন্তু আমি শুধু এইটুকুই বলতে চাই যখন কোন পুরুষ এই সুযোগ-সুবিধা পায় তাহলে কেন মহিলারা পাবে না। অনেকেই আবার এমনও রয়েছেন যারা সোম থেকে শুক্রবার কাজ করেন এবং শনিবার রবিবার করেন না।’

 

Aminur / Aminur

নতুন লুকে ঝড় ‍তুললেন প্রিয়াঙ্কা

বিলাল-হানিয়া অভিনীত নাটকে নেটিজেনদের মিশ্র প্রতিক্রিয়া

জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জের পুরস্কার পেলেন তৌসিফ

‘বৈবাহিক সম্পর্কেরও মেয়াদ থাকা জরুরি’

পিরিয়ড নিয়ে মন্তব্যে বিপাকে রাশমিকা

তোমাকে ছাড়া একটা দিনও থাকতে পারবো না : মিমি

মিস ইউনিভার্সে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন মিথিলা

মেয়েদের নিয়ে নোংরামি ছড়ানো মানসিক অসুস্থতা: স্পর্শিয়া

একই মঞ্চে বাপ্পা মজুমদার ও মেহজাবীন মেহা

হলুদের ছোঁয়ায় নিজেকে রাঙালেন স্পর্শিয়া

শুভর নতুন গানের মডেল লিমা

‘ছাগলের তিন নাম্বার বাচ্চা থেকে আজ নায়ক হয়েছি’

নেহা কক্করের নাম করে লাখ টাকার প্রতারণা