ঢাকা সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬

বড়লেখায় অভিযুক্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে তদন্ত শুরু


বড়লেখা প্রতিনিধি photo বড়লেখা প্রতিনিধি
প্রকাশিত: ১৫-১০-২০২৫ দুপুর ২:৫

মৌলভীবাজারের বড়লেখা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রনজিৎ কুমার দাসের বিরুদ্ধে ওঠা অনিয়ম ও দুর্নীতির অভিযোগের তদন্ত কার্যক্রম শুরু হয়েছে। 

গত সোমবার (১৩ অক্টোবর) সকালে জেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আনিছুর রহমান বিদ্যালয়ে উপস্থিত হয়ে অভিযোগের প্রাথমিক তদন্ত শুরু করেন।

তদন্ত কর্মকর্তা অভিযোগকারী ও অভিযুক্ত উভয়ের সাক্ষাৎ গ্রহণ করেন এবং বিদ্যালয়ের নথিপত্র পর্যালোচনা করেন। এ সময় উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (এটিও) আব্দুল ওয়াহেদসহ অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

জানা যায়, প্রায় আট মাস আগে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সিলেট বিভাগীয় উপপরিচালক মৌলভীবাজার জেলা প্রাথমিক শিক্ষা অফিসকে এই অভিযোগের ১০ কার্যদিবসে তদন্তের নির্দেশ দেন। তবে দীর্ঘদিনেও কোনো তদন্ত হয়নি। অবশেষে সম্প্রতি চিঠি পাওয়ার পর তদন্ত শুরু হলো।

জেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আনিছুর রহমান বলেন, গত ২৯ সেপ্টেম্বর সিলেট বিভাগীয় উপপরিচালকের অফিস থেকে একটি চিঠি পেয়েছি। চিঠি পাওয়ার পর তদন্তে এসেছি। এর আগে কোনো অফিসিয়াল নির্দেশনা পাইনি। তিনি আরও বলেন, অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে। দোষ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

অন্যদিকে একই দিনে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সফিউল ইসলাম বড়লেখা উপজেলার বিভিন্ন বিদ্যালয় পরিদর্শন করেন। তিনি দাসেরবাজার, দক্ষিণ বাগিরপার, ঘগড়া, হাকালুকি ও বড়ময়দান সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ মোট আটটি বিদ্যালয়ের চলমান উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করেন।

এছাড়া জেলা সহকারী শিক্ষা কর্মকর্তা কিশলয় চক্রবর্তী তালিমপুর, ছোটলেখা ও ঘোলসা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন। তাঁদের সঙ্গে ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এম. জুবায়ের আলম ও সহকারী শিক্ষা কর্মকর্তা সৌরভ গোস্বামী।

দিনব্যাপী এসব পরিদর্শন ও তদন্ত কার্যক্রমে বড়লেখা উপজেলার প্রাথমিক শিক্ষা ব্যবস্থার বিভিন্ন দিক ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করেন কর্মকর্তারা।

Aminur / Aminur

ইসলামী আন্দোলনের অর্ধশতাধিক নেতাকর্মীর জামায়াতে যোগদান

মহেশখালী-কক্সবাজার নৌ রুটে যাত্রী নিয়ে উল্টে গেল স্পীড বোট, নিহত ১

কালিয়ার প্রতিটি পরিবারের সেবক হিসেবে কাজ করতে চাই-প্রফেসর নাগিব হোসেন

মহম্মদপুরে উপজেলা ছাত্রদলের সাথে বিএনপি প্রার্থীর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কুমিল্লায় প্রবাসী সাংবাদিকের পৈতৃক সম্পত্তি জোরপূর্বক দখলের অভিযোগ

রামুতে সরিষা হলুদের আলপনায় গ্রামীণ সৌন্দর্য

গাজীপুরে কলেজে বিনামূল্যের ন্যাপকিন বক্স স্থাপন করলেন ছাত্রদল নেতা সাব্বির

কেশবপুরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ২০২তম জন্মবার্ষিকীতে প্রতিবন্ধীর মাঝে হুইলচেয়ার বিতরণ

জয়পুরহাটে শ্রমিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত

সকালের সময়ে সংবাদ প্রকাশের পর উলিপুরে প্রধান শিক্ষকের পদ স্থ‌গিত

ধানের শীষের বিজয় নিশ্চিত করে বাড়ি ফিরতে হবে-কুমিল্লায় তারেক রহমান

ভূরুঙ্গামারীতে মাসিক আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত

কুড়িগ্রামের অধিকাংশ মানুষ জানেই না আগামী সংসদ নিবাচনে হ্যাঁ না গণভোটের কথা