দুর্নীতিগ্রস্থ ব্যক্তিই দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য; ইউএনও'র দিকে দুদকের তীর
পটুয়াখালীর বাউফলে দুর্নীতি প্রতিরোধ কমিটির নবগঠিত কমিটি ঘোষণার পরেই ব্যাপক আলোচনা সমালোচনার সৃষ্টি হয়েছে। বিষয়টি নিয়ে ফের আলোচনায় ইউএনও আমিনুল ইসলাম। সাবেক চিফ হুইপ আ স ম ফিরোজের কোটায় নিয়োগ পাওয়া আওয়ামী নেতার স্ত্রী সমালোচিত শিক্ষক জাহানারা বেগম হয়েছেন কমিটির সদস্য।
চলতি বছরের (১১ সেপ্টেম্বর) দুদকের বরিশাল বিভাগীয় কার্যালয় থেকে একটি চিঠিতে নতুন কমিটির বিষয়টি জানা যায়। ওই চিঠি দুদকের পটুয়াখালী জেলা সমন্বিত কার্যালয় থেকে আজ বাউফল উপজেলা প্রশাসনের কাছে পাঠানো হয়েছে। নতুন কমিটির খবর প্রকাশ্যে আসতেই চায়ের দোকান থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম সবযায়গায় সৃষ্টি হয়েছে নানান আলোচনা সমালোচনা।
দুর্নীতি প্রতিরোধ কমিটির নবগঠিত ৯ সদস্যের কমিটিতে স্থান পেয়েছেন দুর্নীতি করে নিয়োগ পাওয়ার অভিযোগে অভিযুক্ত ওই প্রধান শিক্ষক। এছাড়াও কমিটি থাকার প্রস্তাব নাকচ করা ব্যক্তির নামও আছে কমিটিতে। আর দুজন সদস্যের কোনো হদীসই পাওয়া যায়নি। এসব ছলচাতুরী আড়াল করতে কৌশলে কমিটির সদস্যের নামের সামনে ঠিকানা ও ফোন নম্বরে মিথ্যা তথ্য ব্যবহার করা হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে দুদক পটুয়াখালী জেলা সমন্বিত কার্যালয়ের উপপরিচালক (ডিডি) তানভির আহমেদ বলেন, ইউএনও তালিকা করে পাঠিয়েছেন। যে কারণে আমরা তদন্ত করিনি। পাঠানো তালিকা অনুযায়ী নতুন কমিটি অনুমোদন দেয়া হয়। আগামী রবিবারে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।
দুর্নীতি প্রতিরোধ কমিটিতে সদস্য পদ পাওয়া বাউফল আদর্শ বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহানারা বেগম, সম্প্রতি বিদ্যালয়ের শ্রেণী কার্যক্রম বন্ধ রেখে শিক্ষার্থীদের রোদের মধ্যে সড়কে দাড় করিয়ে ইউএনও আমিনুল ও তার স্ত্রীকে সংবর্ধনা দেন। সমালোচনা হলে— অতি উৎসাহী হয়ে এমন কাজ করার কথা গণমাধ্যমে শিকারও করেছিলেন তিনি। এছাড়াও অভিযোগ আছে, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি সিনিয়র নেতা মাহফুজুর রহমানের স্ত্রী জাহানারা বেগম নিয়ম-নীতি উপেক্ষা করে দুদকের মামলায় সাজাপ্রাপ্ত সাবেক চিফ হুইপ আ স ম ফিরোজের মাধ্যমে প্রধান শিক্ষকের পদ পেয়েছিলেন। ২০২৪ সালের ৫ আগস্টের পরে স্বামীসহ কিছুদিন গা ঢাকাও দিয়েছিলেন। পরে শেখ হাসিনা সরকারের সাবেক মূখ্য সচিব তোফাজ্জল হোসেনের ভাগ্নি জামাই ইউএনও আমিনুল ইসলাম বাউফলে যোগদান করলে, ফের প্রভাব বিস্তার শুরু করেন তিনি।
তার বিদ্যালয় প্রাঙ্গনেই না জানিয়ে শিক্ষার্থীদের বিতর্ক প্রতিযোগিতার অনুষ্ঠান আয়োজন করায় দুর্নীতি প্রতিরোধ কমিটির সদ্য সাবেক সভাপতি এএইচএম শহিদুল হককে জেলে ভরে দেয়ার হুমকি দিয়ে দেশজুড়ে ব্যাপক সমালোচিত হয়েছিলেন ইউএনও আমিনুল ইসলাম। "আমি প্রজাতন্ত্রের এমন কর্মচারী যে মালিককে শাস্তি দিতে পারি" ইউএনওর এই বক্তব্য নিয়ে দেশের সকল গণমাধ্যমে সংবাদ হয়েছিলো। এরই জের ধরে গোপনে তালিকা করে নতুন কমিটির জন্য দুদককে পাঠিয়েছিলেন ইউএনও— এমন অভিযোগ সাবেক কমিটির সদস্যদের।
এ বিষয়ে জানতে একাধিকবার ০১৭৩৩৩৩৪১৪৯ এই নাম্বারে কল করা হলেও ইউএনও আমিনুল ইসলাম কল রিসিভ করেননি৷
এদিকে নবগঠিত কমিটির সহ-সভাপতি ও মাদ্রাসা অধ্যক্ষ ড. মো: হাবিবুল্লাহ বলেন, আমাকে সভাপতি করার প্রস্তাব দেয়া হয়েছিলো। আমি নাকচ করেছিলাম। জানলাম সহ-সভাপতি করেছে কিন্তু আমি এসব কমিটিতে থাকতে ইচ্ছুক না।
নবগঠিত কমিটির সভাপতি ও ইদ্রিস মোল্লা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ইনায়েত হোসেন বলেন, কমিটি গঠনের আগে আমাকে সদস্যদের বিষয় তথ্য দেয়া হয়নি। আজ কমিটির চিঠি পেয়ে আমি সদস্যদের সম্পর্কে জানতে পেরেছি। আমাদের কমিটির পরিচিতি সভায়, আমি বিষয়গুলো উপস্থাপন করবো।
এ বিষয়ে জানতে চাইলে জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন বলেন, আমি বিষয়টি সম্পর্কে কিছুই জানিনা, তাই মন্তব্য করতে পারছি না। তবে দুদকের অফিসার এবং ইউএনও'র সাথে আমি কথা বলে বিষয়টি সম্পর্কে পরবর্তী করণীয় বিষয়গুলো দেখবো।
প্রসঙ্গত, দুর্নীতি প্রতিরোধ কমিটির অন্য দু'জন সদস্য নারগিস আক্তার ও আসমা বেগমের তথ্যে উল্লেখিত ঠিকানায় গেলেও স্থানীয় কেউ তাদের চিনতে পারেনি। তাদের তথ্যে উল্লেখ করা মুঠোফোন নম্বরে কল করলে, সংযোগ বন্ধ পাওয়া যায়।
এমএসএম / এমএসএম
৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আনোয়ারায় বিএনপির বর্ণাঢ্য র্যালী
মোহনগঞ্জে নাশকতা মামলায় সাবেক কাউন্সিলর গ্রেপ্তার
উন্নয়নের ছোঁয়া থেকে বঞ্চিত মনপুরা দ্বীপের দেড় লাখ মানুষ: যোগাযোগ ও স্বাস্থ্যসেবার নাজুক দশা
আইন-শৃঙ্খলা অবনতির আশঙ্কায় গাইবান্ধার সাঘাটায় ১৪৪ ধারা জারি
ঈশ্বরদীতে আফিল উদ্দিন হাফিজিয়া নূরানী ক্যাডেট মহিলা মাদ্রাসার ওয়াজ মাহফিল অনুষ্ঠিত
ধানের শীষে ভোট চেয়ে লিফলেট বিতরণ করেন ফরহাদ হোসেন আজাদ
খান বাহাদুর ফজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের চ্যাম্পিয়ন শেরপুর জেলা
সহকারী অধ্যাপক পদে পদোন্নতির দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন ও সংবাদ সম্মেলন
চট্টগ্রাম মেট্টোপলিটন মোবাইল ব্যবসায়ীদের সমিতির আত্মপ্রকাশ ও আলোচনা সভা
শহীদ জিয়া গভীর সংকটময় মুহূর্তে জাতিকে পথ দেখিয়ে ছিলেন ব্যারিস্টার মীর হেলাল
খালিয়াজুরীতে যুবলীগের সভাপতিসহ গ্রেফতার ২
সুনামগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যাবসায়ী আটক