হাটহাজারীতে সরকারি পথে সেমিপাকা ঘর নির্মাণ করে প্রতিবন্ধকতা, চরম দুর্ভোগে কয়েক হাজার মানুষ
চট্টগ্রামের হাটহাজারী পৌরসভার ১ নং ওয়ার্ড এটিআই সড়ক ঘেঁষা পশ্চিম দেওয়ান নগর সন্দ্বীপ পাড়া এলাকায় সরকারি মালামাল দিয়ে (সরকারি) চলাচলের পথে সেমিপাকা ঘর করে প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগ উঠেছে জাকির হোসেন নামে এক ব্যক্তির বিরুদ্ধে। চলতি বছরের সেপ্টেম্বর মাসের ১০ তারিখ এই ঘটনা ঘটায় ওই পাড়ার কয়েক হাজার মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। ঘটনার এক মাস পেরিয়ে গেলেও চলাচলের পথ এখনো বন্ধ রয়েছে। স্থানীয়দের দাবির প্রেক্ষিতে চলতি বছরের ২ ফেব্রুয়ারী হাটহাজারী পৌরসভা বরাবর আর. সি.সি. দ্বারা সড়ক উন্নয়নের লিখিত আবেদন করা হয়েছিল এবং পরবর্তীতে পৌরসভা টেন্ডারের মাধ্যমে সড়ক উন্নয়নের উদ্যোগ নেয়। মেসার্স মা ট্রেড লাইনের স্বত্তাধিকারীর পক্ষে ঠিকাদার হাবিবুর রহমান কাজ করতে গেলে অভিযুক্ত জাকির হোসেন বাধা প্রদান করেন। পরবর্তীতে অভিযুক্ত বহিরাগত সন্ত্রাসীদের সহযোগিতায় ঠিকাদারের ইট, বালি, সিমেন্ট, লোহার রডসহ যাবতীয় সরঞ্জাম দিয়ে চলাচলের ওই পথেই জোরপূর্বক সেমিপাকা ঘর নির্মাণ করেন। এতে শিক্ষার্থীসহ কয়েকহাজার মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। ঠিকাদার ও স্থানীয়রা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবগত করলে ঘটনাস্থল পরিদর্শন করেন ইউএনও, সহকারী কমিশনার ভূমি, পৌরসভার নির্বাহী প্রকৌশলীসহ অনেকে। কাগজপত্র পর্যালোচনা ও সার্ভেয়ারের মাধ্যমে পরিমাপ করে অভিযুক্তকে দ্রুত নির্মাণ করা সেমিপাকা উচ্ছেদ করে সরকারি জায়গা ছেড়ে দিয়ে জনগণের চলাচলের পথ উম্মুক্ত করে দিতে বলা হয়। তবে এক মাসেরও বেশি সময় অতিক্রম করলেও প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এখোনও বহাল তবিয়তে রয়েছে ওই প্রতিবন্ধকতা। স্থানীয়রা জানান, অভিযুক্ত জাকির হোসেন মামলাবাজ হওয়ায় তারা নিজেরা প্রতিবাদ করার সাহস পাচ্ছেন না। অভিযুক্ত জাকির হোসেন ওই গ্রামের মকবুল আহাম্মদের বাড়ীর মৃত মকবুল আহাম্মদের পুত্র। ওই পাড়ার দুদু মিয়া পাহাড়ের সমাজের সর্দার মো. নুরুল ইসলাম জানান, দশ থেকে পনের হাজার মানুষ এই একজন মানুষের হাতে জিম্মি। জোরপূর্বক চলাচলের পথে পাকা স্থাপনা নির্মাণ ছাড়াও সরকারি ওই জায়গার পশ্চিম দিকে তার মালিকানা জায়গা থাকায় কোনো গাড়ি মালামাল নিয়ে প্রবেশ করতে চাইলে তাকে চাঁদা দিতে হয়। চাঁদাবাজির বিষয়েও প্রশাসনের কাছে লিখিত অভিযোগ হয়েছে একাধিকবার। ফতেয়াবাদ ডিগ্রি কলেজের শিক্ষার্থী ফরহাদুল ইসলাম, পলিটেকনিকের মো. তৌহিদুল ইসলাম, অদুদিয়া মাদ্রাসার নবম শ্রেণীর শিক্ষার্থী কামরুল হাসান দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। জানতে চাইলে ঠিকাদার হাবিবুর রহমান সত্যতা স্বীকার করে বলেন, অভিযোগের এখনো সুরাহা হয়নি। নির্বাহী প্রকৌশলী জেড এম আনোয়ার বলেন, ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে স্থাপনা ভেঙে চলাচলের পথ ছেড়ে দিতে বলা হলেও সে কর্ণপাত করেনি। যেহেতু জায়গাটি সরকারি, সেহেতু উপজেলা নির্বাহী অফিসারকে অবগত করা হয়েছে। ওই ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হাটহাজারী মডেল থানার ওসি মো. মঞ্জুর কাদের ভূঁইয়া বলেন, রাস্তা দখল করে সেমিপাকা ঘর নির্মাণ করেছে তা জানা ছিল না। উপজেলা নির্বাহী অফিসার উচ্ছেদ চালালে সার্বিক সহযোগিতা করা হবে। হাটহাজারী সহকারী কমিশনার (ভূমি) সত্যতা স্বীকার করে বলেন, বিষয়টি ইউএনও স্যার দেখছেন। উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আব্দুল্লাহ আল মুমিন স্বীকার করে বলেন, তাকে মৌখিকভাবে ছেড়ে দিতে বলা হয়েছে। দু-একদিনের মধ্যে তার সাথে আবারো কথা বলে বিষয়টি দ্রুত সমাধানে ব্যবস্থা নেয়া হবে। অভিযুক্ত জাকির হোসেনের মুঠোফোনে বারবার চেষ্টা করেও যোগাযোগ করা সম্ভব হয়নি।
এমএসএম / এমএসএম
ভূরুঙ্গামারীতে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
শ্রীমঙ্গলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন
সাতক্ষীরায় ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবককে কুপিয়ে হত্যা
ঢাকা -১৯ আসনে বিএনপি দলীয় নির্বাচনী প্রচারণা ও লিফলেট বিতরণ
দুই দিনের সফরে পাবনায় পৌঁছেছেন রাষ্ট্রপতি
নড়াইল-২ আসনে গণঅধিকার পরিষদের মতবিনিময় ও নির্বাচনী প্রচারণা অনুষ্ঠিত
সিরাজগঞ্জ-৪ আজাদকে প্রার্থী দিলে বিপুল ভোটের ব্যবধানে জিতবে ধানের শীষ
নোয়াখালীতে সাড়ে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে অনুষ্ঠিত উদয় বৃত্তি পরীক্ষা–২০২৫
গাইবান্ধা সাঘাটায় ৭ নভেম্বর: বিপ্লব ও সংহতি দিবস উদযাপন
সাটুরিয়ায় ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
বালিয়াকান্দিতে মিষ্টি কুমড়া চাষ করে লাক্ষপতি বেকার যুবক রিপন