ঢাকা শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫

আলোকবালীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে জেলা প্রশাসনের মতবিনিময় সভা মাজহারুল ইসলাম ইমন


নরসিংদী প্রতিনিধি photo নরসিংদী প্রতিনিধি
প্রকাশিত: ১৮-১০-২০২৫ বিকাল ৭:২৪

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নরসিংদীর চরাঞ্চল আলোকবালী ইউনিয়নে দফায় দফায় সংঘর্ষে তিনজন নিহত হওয়ার পর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও এলাকার উন্নয়ন কার্যক্রম ত্বরান্বিত করতে মতবিনিময় সভা করেছে জেলা প্রশাসন।
শনিবার (১৮ অক্টোবর) দুপুরে আলোকবালী ইউনিয়ন পরিষদ মাঠে জেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতি, উন্নয়ন কার্যক্রম ও সার্বিক বিষয়ে মতবিনিময় করা হয়। এতে স্থানীয় বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশগ্রহণ করে সাম্প্রতিক হত্যাকাণ্ড ও নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নানা মতামত তুলে ধরেন। সভায় সিদ্ধান্ত নেওয়া হয়—আলোকবালী ইউনিয়নে সকল অবৈধ অস্ত্র ও মাদক দ্রব্য উদ্ধার, সন্ত্রাসী ও খুনীদের গ্রেপ্তার, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত, অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপন, রাস্তা-ঘাট ও শিক্ষা প্রতিষ্ঠানের মান উন্নয়ন, নদীতে ব্রীজ নির্মাণ, নৌযান চলাচলে পরিচয়পত্র ও স্পিডবোটের লাইসেন্স প্রদানসহ বিভিন্ন বাস্তবধর্মী পদক্ষেপ গ্রহণ করা হবে।
সাম্প্রতিক তিনটি হত্যাকাণ্ডের ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করে বক্তারা বলেন, ভবিষ্যতে যেন এমন ঘটনা আর না ঘটে, সে বিষয়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সভায় আলোকবালী ইউনিয়নের উন্নয়নের জন্য ৭৬ লাখ ৩২ হাজার টাকার তিনটি প্রকল্প হাতে নেওয়ার কথাও জানানো হয়।
সভায় সভাপতিত্ব করেন নরসিংদী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আনোয়ার হোসাইন। উপস্থিত ছিলেন—নরসিংদী সদরের সাবেক এমপি ও বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, নরসিংদীর পুলিশ সুপার মো. মেনহাজুল আলম, সদর উপজেলা নির্বাহী অফিসার আসমা জাহান সরকার, জজ কোর্টের পিপি এডভোকেট আব্দুল বাছেদ ভূইয়া, জেলা জামায়াতে ইসলামীর প্রচার সম্পাদক এডভোকেট আমিরুল ইসলাম আমির, সদর মডেল থানার ওসি মোহাম্মদ এমদাদুল হকসহ বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
এই আলোকবালীতে সম্প্রতি তিনটি হত্যাকান্ডের সাথে যারাই জড়িত, তারা যেই হোক, যে কোন দলের হোক, তাদেরকে খোঁজে বের করে আইনের আওতায় আনার দাবি জানান সাবেক এমপি খায়রুল কবির খোকন।
নরসিংদীর পুলিশ সুপার মো. মেনহাজুল আলম বলেন, সন্ত্রাসী অস্ত্রবাজদের ঠাই আলোকবালী তথা নরসিংদীতে হবে না। এই সন্ত্রাসী হত্যাকারীরা যাদের আশ্রয়ে প্রশ্রয়েই থাকুক না কেন তাদেরকে খোঁজে বের করে আইনের আওতায় আনা হবে। দুস্কৃতিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু সুন্দর পরিবেশে ও নির্বিঘ্নে করতে সংশ্লিষ্ট সকলকে সহযোগিতার আহবান জানান।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসাইন বলেন, এলাকায় শান্তি শৃংখলা বজায় রাখতে আলোকবালী ইউনিয়নের প্রতিটি ওয়র্ডে আইন শৃংখলা কমিটি গঠন করা হবে। এখন থেকে আলোকবালী ইউনিয়নের প্রতি জেলা প্রশাসনের আলাদা নজর থাকবে। এখন থেকে আলোকবালীতে যেন আর কোনো লাশ না পড়ে, তার জন্য তিনি সকলের প্রতি হুশিয়ারী উচ্চারণ করে বলেন, এরপর যদি কোনো হত্যাকান্ডের ঘটনা ঘটে তাহলে জেলা প্রশাসন তাদের প্রতি কঠোর হবে।

Aminur / Aminur

আলোকবালীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে জেলা প্রশাসনের মতবিনিময় সভা মাজহারুল ইসলাম ইমন

সলঙ্গায় কচুরিপানার নিচ থেকে মানুষের পায়ের কঙ্কাল উদ্ধার

পাবিপ্রবি’র শিক্ষকদের জন্য কর্মশালা শুরু

ঠাকুরগাঁওয়ের বুড়ির বাঁধে চলছে মাছ ধরার প্রতিযোগিতা

হাটহাজারীতে মানবতার কল্যাণে আমরা সংগঠনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা

চন্দনাইশে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রীতি সমাবেশ অনুষ্ঠিত

নাচোলে যথাযোগ্য মর্যাদায় ইলা মিত্রের জন্মশত বার্ষিকী পালিত

পাঁচবিবিতে গভীর রাতে ঝগড়া থামাতে বলায় প্রতিবেশির ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

চট্টগ্রামে নারী ও শিশু অধিকার ফোরামের আলোচনা সভায় বেগম সেলিমা রহমান

দাগনভূঞায় ফেনী-৩ উন্নয়ন পরিষদের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে দুই হাজারের বেশি রোগীকে সেবা প্রদান

ভূরুঙ্গামারীতে গণমাধ্যমকর্মীর তৎপরতায় এক শিক্ষার্থী ফিরে পেল বই-খাতা আর স্বপ্নের স্কুলজীবন

চন্দ্রদ্বীপে বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ দফতর সম্পাদক মুনির হোসেনের গণসংযোগ

আদমদীঘিতে স্বামীর সঙ্গে অভিমান করে গৃহবধুর আত্মহত্যা