ঢাকা রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫

কুকর্ম ফাঁস হতেই উকিল নোটিশ

আশুলিয়ায় সাংবাদিককে আইনী জালে ফাঁসানোর হুমকি আ’লীগ নেত্রী গাজী নাছরিনের


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯-১০-২০২৫ বিকাল ৬:৪৯

সত্য সংবাদ প্রকাশ করায় জাতীয় দৈনিক সকালের সময় এর আশুলিয়া প্রতিনিধি সফি সুমন এর বিরুদ্ধে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন বিগত পতিত ফ্যাসিস্ট হাসিনা সরকারের পদধারী সক্রিয় সদস্য ও স্থানীয় মহিলা নেত্রী গাজী নাছরিন আক্তার নাজ। সংবাদে প্রকাশিত প্রতিবেদনে তার অতীত কুকর্ম ও বিতর্কিত কর্মকাণ্ড প্রকাশ পাওয়ায় তিনি ক্ষিপ্ত হয়ে এ নোটিশ প্রেরণ করেন বলে জানা গেছে। সম্প্রতি একটি প্রতিবেদনে গাজী নাছরিন আক্তার নাজের বিগত স্বৈরাচার সরকার পতনের আন্দোলনে ছাত্র জনতা হত্যাকারীদের পক্ষে অবস্থান নেওয়া, গোপালগঞ্জে বাড়ী হওয়ার সুবাদে ফ্যাসিষ্ট সরকারের এক্সট্রা পাওয়ার খাটানো, হাসিনার পালিত কন্যা হিসেবে পরিচয়দানকারী তথা হাসিনাকে ‘মা’ বলে সম্বোধন করে নিজের স্বার্থ হাসিল, এলাকায় নানা প্রভাব খাটানো, অনৈতিক কর্মকাণ্ড ও সাধারণ মানুষের উপর নিপীড়নের বিষয় তুলে ধরে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনে প্রমাণ ভিত্তিক তথ্য উপস্থাপন করা হয়েছিল। সংবাদ প্রকাশের পর গাজী নাছরিন আক্তার নাজ সাংবাদিক সফি সুমনকে মিথ্যা অভিযোগে জড়ানোর অপচেষ্টা শুরু করেন। তিনি উল্টো সাংবাদিকের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ পাঠিয়ে নিজেকে নির্দোষ প্রমাণের চেষ্টা চালান।-এ বিষয়ে জানতে চাইলে সাংবাদিক সফি সুমন বলেন : “আমি কোনো ব্যক্তিগত উদ্দেশ্যে নয়, জনগণের জানার অধিকার রক্ষার স্বার্থে সত্য তথ্য প্রকাশ করেছি। এখন আমাকে ভয় দেখিয়ে বা আইনি জালে ফাঁসানোর চেষ্টা চালাচ্ছে, যা সাংবাদিকতার স্বাধীনতার ওপর সরাসরি আঘাত। সত্য উদঘাটনে যদি শাস্তিই হয়, তাহলে সত্য প্রকাশই তো অপরাধ।” স্থানীয় সূূূূূূূূত্রে জানা যায়, ফ্যাসিবাদী ও স্বৈরাচার পতিত আওয়ামী সরকার দলীয় পদ পরিচয় ব্যবহার করে আশুলিয়ার পলাশবাড়ী এলাকায় দীর্ঘদিন ধরে প্রভাব ও প্রতারণার জাল বিস্তার করে আসছিলেন এই গাজী নাছরিন। সে কতটা ভয়ংকর ও হিংস্র সেটা অনুসন্ধানে বেরিয়ে এসেছে। বিগত পতিত সরকারের দূর্যোগ ও ত্রাণ মন্ত্রী ডা. এনামের একান্ত ঘনিষ্ঠতার প্রভাবে নিজের স্বামী আনিছুর রহমান’র টাকায় ক্রয়কৃত জমি বাড়ী নিজের নামে লিখে নিয়ে, সেই স্বামীকে ডিভোর্জ দিয়ে নিজ বাড়ী থেকে বের করে দেওয়ারও নজীর রয়েছে তার। বিগত সরকার প্রধান ফ্যাসিষ্ট হাসিনাকে ‘মা’ বলে সম্বোধন করা, বঙ্গবন্ধু সৈনিক লীগের ঢাকা জেলা আইন বিষয়ক সম্পাদক, বঙ্গবন্ধু আইনজীবী পরিষদ ও মহিলা আওয়ামী আইনজীবী পরিষদের সদস্য গাজী নাছরিন আক্তার নাজ নামীয় (বর্তমানে টিকটকে অশ্লীল কন্টেন্ট ক্রিয়েটর) এই নারী আইনজীবীর বিরুদ্ধে কিছু বললেই যাকে তাকে লিগ্যাল নোটিশ পাঠিয়ে মামলার হুমকি দিয়ে থাকেন। বাংলাদেশ সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগের অ্যাডভোকেট মোঃ আকতারুল ইসলাম বলেন, “কোনো সাংবাদিক যদি যাচাই করা তথ্য ও জনস্বার্থে প্রতিবেদন প্রকাশ করেন, তা সংবিধান ও প্রেস কাউন্সিল আইনে সুরক্ষিত। কোনো ব্যক্তি যদি সাংবাদিককে ভয় দেখানোর উদ্দ্যেশে লিগ্যাল নোটিশ প্রেরণ করে, তবে তা ‘অ্যাবিউজ অফ ল’ হিসেবে গণ্য হতে পারে। সাংবাদিককে ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে সত্য সংবাদ প্রকাশ বন্ধ করা গণমাধ্যমের স্বাধীনতার উপর সরাসরি আঘাত।” তিনি আরও বলেন, “সাংবাদিকের কাজ হলো জনগণের জানার অধিকার নিশ্চিত করা। এমন নোটিশ বা হুমকি সংবাদকর্মীদের মনোবল ভাঙার উদ্দ্যেশেই দেওয়া হয়, যা আইনি ও নৈতিকভাবে গ্রহণযোগ্য নয়।” গাজী নাছরিনে বিরুদ্ধে আশুলিয়ার পলাশবাড়ী এলাকায় স্থানীয়দের ব্যাপক অভিযোগ রয়েছে। তিনি নিজেকে আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের বড় নেত্রী হিসেবে পরিচয় দিয়ে দলীয় নেতাদের সাথে সেলফিবাজী দেখিয়ে প্রশাসনসহ সাধারণ মানুষকে প্রভাবিত করে প্রতারণা এবং নানা অনিয়মের সঙ্গে যুক্ত থাকতেন।  বিগত সরকার  পতনের পর পরই গাজী নাছরিন নিজের রুপ পাল্টাতে থাকেন। নিজের অতীত কুকর্ম ঢাকতে ও নতুন চেহারা তুলে ধরতে সামাজিক যোগাযোগ মাধ্যমে অশ্লীল নৃত্য ও কন্টেন্ট বানিয়ে টিকটকার পরিচয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় হয়েছেন। বিভিন্ন বিনোদনমূলক ও নাটকীয় ভিডিওর মাধ্যমে তিনি নিজেকে ‘ভিন্ন রূপে’ উপস্থাপন করে পুরোনো কুকর্মের ইতিহাস আড়াল করার কৌশল খুঁজছেন। এলাকাবাসীর প্রশ্ন, পতিত সরকারের দোসর গাজী নাছরিন কোন অলৌকিক শক্তিবলে এখনো মামলাহীন ও ধরাছোঁয়ার বাইরে? সকলের কৌতুহল থেকেই সাভার আশুলিয়ায় কর্মরত অনেক সাংবাদিক গাজী নাছররিনের অপকর্মের অনুসন্ধানে নামেন। যাচাইকৃত সত্য তথ্য প্রকাশের পরেই গাজী নাছরিন সাংবাদিক সফি সুমন’র উপর ক্ষিপ্ত হয়ে মামলার হুমকি দিয়ে লিগ্যাল নোটিশ প্রেরণ করেন। এ প্রসঙ্গে আশুলিয়া প্রেসক্লাবের সভাপতি ও সিনিয়র সাংবাদিক লাইজু আহম্মেদ চৌধুরী বলেন, “সাংবাদিকদের ভয়ভীতি ও আইনি নোটিশের মাধ্যমে চুপ করানোর চেষ্টা গণতন্ত্র ও সংবাদমাধ্যমের স্বাধীনতার পরিপন্থী। আমরা এর তীব্র নিন্দা জানাই এবং সাংবাদিকের নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।” উল্লেখ্য, আশুলিয়া এলাকায় সম্প্রতি একাধিক সাংবাদিক সত্যনিষ্ঠ প্রতিবেদন প্রকাশের পর একই কৌশলে হুমকি, হয়রানি ও লিগ্যাল নোটিশের শিকার হচ্ছেন, যা স্থানীয় গণমাধ্যমকর্মীদের মধ্যে গভীর উদ্বেগ সৃষ্টি করেছে।

Aminur / Aminur

সীমান্তবর্তী চার জেলার থানার সমন্বয়ে আইন-শৃঙ্খলা রক্ষায় যৌথ কার্যক্রমের সিদ্ধান্ত

মনোহরদীর রামপুর উচ্চ বিদ্যালয়ে শিক্ষামূলক সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান

ত্রিশালে খুচরা সার বিক্রেতাদের আইডি কার্ড বহাল রাখার দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি

অভয়নগরে বাসের ধাক্কায় ঘটনাস্থলেই ইজিবাইক চালকের মৃত্যু

রাজশাহীতে সড়ক ও জনপথের কর্মচারী ইউনিয়নের মানববন্ধন

দোহারে তরুণদের মিলনমেলা: অন্যায় ও অপরাধের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিজ্ঞা

গোপালগঞ্জে জেলা তথ্য অফিসের আয়োজনে নারী সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত

সাভারে দখলবাজির সঙ্গে রাজনৈতিক পরিচয় জড়ানোর অভিযোগ।

লাকসামে অস্তিত্ব সংকটে খেজুর গাছ রস সংগ্রহে ব্যাস্ত গাছিরা

থানার ভেতরে চাঁদা দাবি, না দেওয়ায় সাইনবোর্ড ভাংচুর ও হত্যার হুমকি

৩১ দফা বাস্তবায়নে তাড়াশে লিফলেট বিতরণ ও শো ডাউন

রায়গঞ্জে খুচরা সার বিক্রেতাদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

আশুলিয়ায় সাংবাদিককে আইনী জালে ফাঁসানোর হুমকি আ’লীগ নেত্রী গাজী নাছরিনের